অফিসে ছুটি ম্যানেজ করাটা বেশ কঠিন। কলিগদের বলে শিফট ম্যানেজ করাটাও বেশ কষ্টসাধ্য ব্যাপার। তবুও যদি ম্যানেজ হয়, তাহলে সারাদিন কাজ করে চোখে মুখে ক্লান্তি নিয়ে কোথাও যাওয়া মানেই, একেবারে খারাপ দশা। তার উপর যদি হয়, বিয়ে বাড়ি তাহলে তো আরও চাপ। চিন্তা নেই। খুব সহজেই অফিসে বসেই ঝটপট ঝকঝকে হয়ে উঠতে পারবেন। শুধু লাগবে একটু প্রস্তুতি। কী করবেন? রইল টিপস।
প্রথমেই বাড়ি বসে কয়েকটা জিনিস তৈরি করে ফেলুন। স্প্রে বোতলে সমান অনুপাতে ভরে নিন গোলাপ জল ও এমনি জল। ভাল করে মিশিয়ে নিন। সঙ্গে রাখুন কয়েকটা তুলো। কোল্ড ক্রিম। কয়েকটা কফির ছোট প্যাকেট। ফেসওয়াস। ব্যস, এই কয়েকটা জিনিস ব্যাগে রেখে অফিসের উদ্দেশ্যে রওনা দিন।
যা করবেন–
১) শিফট শেষ করে সোজা চলে যান ওয়াশ রুমে। প্রথমে অন্তত ১০ বার জলের ঝাপটা দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন। তারপর ভাল করে রুমাল বা টিস্যুর সাহায্যে মুখটা মুছে নিন। এরপর ফেসওয়াস দিয়ে ফের ভাল করে মুখটা পরিষ্কার করুন। মুখ ধুয়ে নিয়ে, মুছে নিন।
২) কিছুটা পরিমাণ কোল্ড ক্রিম নিয়ে মুখে মেখে নিন। বেশ কিছুক্ষণ মাসাজ করুন। তারপর জলে তুলো ভিজিয়ে মুখটা মুছে নিন।
৩) এবার স্প্রে বোতলে ভরা গোলাপ জলের মিশ্রণটি ভালো করে মুখে স্প্রে করে নিয়ে কিছুক্ষণ রেখে দিন। দেখবেন, এই মিশ্রণের জাদুতে ত্বক ঝটপট উজ্জ্বল হয়ে উঠছে। আগের থেকে অনেকটাই ক্লান্তির ছাপ দূর হবে।
৪) এবার কফির প্যাকেট থেকে কিছুটা পরিমাণ কফি হাতে ঢেলে নিন। স্প্রে বোতল থেকে গোলাপ জল সেই কফিতে মিশিয়ে একটা চটজলদি ফেসপ্যাক তৈরি করুন। ভাল করে মুখ ও গলায় লাগিয়ে নিন। হালকা হাতে মাসাজ করুন। কফির থেকে ভাল স্ক্রাবার কিন্তু আর হয় না। চটজলদি মরাত্বক দূর করতে কফি দারুণ সাহায্য করে। ফেসপ্যাক শুকিয়ে গেলে মুখটা ভাল করে ধুয়ে নিন।
৫) এই প্রত্যেকটি স্টেপ মেনে চলার পর, শেষমেশ, গোলাপ জলে তুলো ভিজিয়ে মুখ মুছে নিন। এরপর আপনি হালকা মেকআপ করতেই পারেন। দেখবেন, সারাদিনের ক্লান্তি ঝটপট দূর হয়েছে। ব্যস, আপনি তৈরি বিয়ে বাড়ির জন্য।