এসব জলে ফেলে জাস্ট গুলিয়ে নিন, চোখে-মুখে ঝাপটা দিলেই ত্বক চকচকে
রোদে ত্বক পুড়ে কালচে ছোপ। হাজার সানস্ক্রিন মেখেও, কোনও কাজ হচ্ছে না। কী উপায়? নাহ, পার্লার যাওয়ার দরকার নেই। বরং বাড়িতেই খুব সহজে দূর করতে পারেন এই কালচে ছোপ। কীভাবে?

গরমে একেবারে নাজেহাল অবস্থা। রোদে ত্বক পুড়ে কালচে ছোপ। হাজার সানস্ক্রিন মেখেও, কোনও কাজ হচ্ছে না। কী উপায়? নাহ, পার্লার যাওয়ার দরকার নেই। বরং বাড়িতেই খুব সহজে দূর করতে পারেন এই কালচে ছোপ। কীভাবে?
এক মগ জলে পাঁচফোটা মতো গোলাপ জল মিশিয়ে নিন। বাইরে থেকে ঘরে ফিরে, ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে এই জলের ঝাপটা দিলেই দেখবেন ত্বক নিমেষে ঝকঝকে হয়ে উঠবে।
সাদা চন্দন অল্প পরিমাণ জলে মিশিয়ে নিন। তারপর সেই জলে একটা তুলো ভিজিয়ে, সেই ভেজা তুলো দিয়ে মুখটা ভাল করে মুছে নিন। এতে রোদে পোড়া ত্বক ঝকঝকে হবে।
নিমপাতা সেদ্ধ করে নিন। তারপর তা ঠান্ডা করে এক মগ জলে মিশিয়ে নিন। একটি স্প্রে বোতলে সেটা ভরে নিয়ে স্প্রে করলেই ত্বক সতেজ ও ঝকঝকে হবে।
