ঘর ভর্তি আরশোলা? ঘরোয়া টোটকাতেই হবে কেল্লাফতে
বেজরুম থেকে কিচেন, বাথরুম। যেদিকে নজর যাচ্ছে সেখানেই আরশোলা। হাজার চেষ্টাতেও দূর হচ্ছে না। চিন্তা নেই ঘরোয়া টোটকাতেই হবে কেল্লাফতে। আরশোলার বংশ হবে ধ্বংস। রইল টিপস।

বেডরুম থেকে কিচেন, বাথরুম। যেদিকে নজর যাচ্ছে সেখানেই আরশোলা। হাজার চেষ্টাতেও দূর হচ্ছে না। চিন্তা নেই ঘরোয়া টোটকাতেই হবে কেল্লাফতে। আরশোলার বংশ হবে ধ্বংস। রইল টিপস।
আরশোলামুক্ত রান্নাঘর পেতে চাইলে একটি পাত্রে গরম জল নিন। তাতে অল্প ভিনিগার মেশান। এবার ওই মিশ্রণ দিয়ে ভাল করে রান্নাঘর মুছে নিন। দেখবেন দু’দিনে আপনার বাড়িতে হামলা চালানো আরশোলা উধাও। কিংবা এক লিটার গরম জলে ১টা লেবুর রস এবং ২ চামচ বেকিং সোডাও মিশিয়ে নিতে পারেন। এবার ওই মিশ্রণ দিয়ে পরিষ্কার করতে পারেন রান্নাঘর। তাতেই দেখবেন বাড়িতে থাকা আরশোলারা নিমেষে চলে যাবে।
মা-ঠাকুমাদের সময় থেকে বোরিক অ্যাসিডের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে রান্নাঘর পরিষ্কারের চল রয়েছে। এই পদ্ধতিতেও আরশোলার বংশ ধ্বংস হতে পারে।
শশা শুধু শরীরের বাড়তি মেদ ঝরাতেই নয়। রান্নাঘর থেকে আরশোলা তাড়াতেও অব্যর্থ। গোল গোল কেটে রান্নাঘরের কোণায় কোণায় ফেলে রাখুন শশা। তারপর দেখবেন ওই গন্ধে রান্নাঘর ছেড়ে বেরিয়ে গিয়েছে আরশোলা।
