সপ্তাহে ১ দিন মুখে বিটের রস মাখুন, দু’গালে গোলাপি আভা পাবেন প্রেম দিবসের আগেই

Beetroot Face Packs: বিটের ফেসপ্যাক ত্বকে কোলাজেন উৎপন্ন করে। বলিরেখা ও সূক্ষ্মরেখা প্রতিরোধ করে। এতে ত্বকে চটজলদি বার্ধক্য আসে না। পাশাপাশি বিটের ফেসপ্যাক ত্বককে হাইড্রেট রাখে। এটি ত্বকের দাগছোপ ও ডার্ক সার্কেল কমায়। কীভাবে বানাবেন বিটের ফেসপ্যাক, রইল টিপস।

সপ্তাহে ১ দিন মুখে বিটের রস মাখুন, দু'গালে গোলাপি আভা পাবেন প্রেম দিবসের আগেই
Follow Us:
| Updated on: Feb 05, 2024 | 8:00 AM

হাসিখুশি ত্বকের দেখভালে সেরা কাজ দেয় হোমমেড ফেসপ্যাক। ঘরে থাকা প্রাকৃতিক উপাদান দিয়ে ফেসপ্যাক বানিয়ে নেওয়া যায়। এক টাকাও খরচ হয় না। পাশাপাশি ত্বকের উপর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া পড়ে না। প্রেম দিবসের আগে মুখে গোলাপি আভা পেতে বিটের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। বিটের মধ্যে ভিটামিন সি, ফাইবার, আয়রন, ক্যারোটেনয়েড, পটাশিয়াম, ভিটামিন বি৯, ম্যাঙ্গানিজ, ইলেকট্রোলাই ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি রয়েছে। বিটের ফেসপ্যাক ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করতে এবং ত্বককে টানটান রাখে। এছাড়া বিটের মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ত্বকের প্রদাহ কমায়।

বিটের ফেসপ্যাক ত্বকে কোলাজেন উৎপন্ন করে। বলিরেখা ও সূক্ষ্মরেখা প্রতিরোধ করে। এতে ত্বকে চটজলদি বার্ধক্য আসে না। পাশাপাশি বিটের ফেসপ্যাক ত্বককে হাইড্রেট রাখে। এটি ত্বকের দাগছোপ ও ডার্ক সার্কেল কমায়। ব্রণ ও র‍্যাশের সমস্যা থেকেও মুক্তি পেতে আপনি বিটের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। কীভাবে বানাবেন বিটের ফেসপ্যাক, রইল টিপস।

বিট ও গাজরের ফেসমাস্ক: এই ফেসপ্যাক ব্যবহার করলে কয়েক সপ্তাহের মধ্যে আপনি গালে গোলাপি আভা পেয়ে যাবেন। বিটরুট ও গাজর সমপরিমাণ নিয়ে মিক্সিতে পেস্ট করে নিন। এবার এই জুস ছেঁকে নিন। বিট ও গাজরের রস ফ্রিজে রেখে আইস কিউব বানিয়ে নিন। প্রতিদিন সকালে এই আইস কিউব মুখে ৪-৫ মিনিট ঘষে নিন। এরপর ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

বিট ও দইয়ের ফেসমাস্ক: এক টুকরো বিট গ্রেট করে নিন। এতে ২ চামচ টক দই এবং কয়েক ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখ ও গলায় মেখে হালকা হাতে ম্যাসাজ করুন। এরপর ১৫-২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

বিটরুট ও মালাই ফেসপ্যাক: দুধের সর তুলে রাখুন। এবার বিট গ্রেট করে দুধের সরের সঙ্গে মিশিয়ে দিন। এবার এই মিশ্রণটি ২০ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। এই ফেসপ্যাক ত্বক থেকে ট্যান তুলে দেবে। সপ্তাহে দু’বার এই ফেসপ্যাক ব্যবহার করলেই হাতে-নাতে ফল পাবেন।

বিটরুট ও কমলালেবুর খোসার ফেস মাস্ক: ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা আনতে কমলালেবুর খোসার সঙ্গে বিটরুট মিশিয়ে ব্যবহার করুন। কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। এই ২ চামচ কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে ১ চামচ বিটের রস মিশিয়ে মুখে লাগান। ফেস মাস্ক শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। একদিন অন্তর আপনি এই ফেস মাস্ক ব্যবহার করলে নিখুঁত ত্বক পেয়ে যাবেন।