AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tulsi Tree: বারবার বাড়ির তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে? সব ছাড়খাড় হওয়ার আগেই প্রতিকার জানুন

Tulsi Tree: বলা হয়, তুলসী গাছ সবুজ হলে মানুষের সৌভাগ্য বৃদ্ধি পায়। বাড়িতে দেব-দেবীর আশীর্বাদ সদা বর্তমান থাকে। সব রকম অশুভ শক্তির বিনাস হয়। বাড়ি ধন-সম্পদে ভরে যায়। কিন্তু তুলসী গাছ যদি বারেবারে শুকিয়ে যায় তবে তা অশুভ বলেই মনে করা হয়।

Tulsi Tree: বারবার বাড়ির তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে? সব ছাড়খাড় হওয়ার আগেই প্রতিকার জানুন
তুলসী গাছ শুকিয়ে গেলে কী হয়?Image Credit: Tv9 Bangla
| Updated on: Aug 10, 2025 | 5:04 PM
Share

হিন্দুশাস্ত্রে বাড়িতে তুলসী গাছ রাখাকে খুবই শুভ বলে মনে করা হয়। বাড়ির শোভা বৃদ্ধিতে প্রচুর গাছ থাকলেও, তুলসী গাছ হিন্দু বাড়িতে না থাকলে কার্যত অসম্পূর্ণ। মনে করা হয়, এই গাছে দেব-দেবী বসবাস করেন। তাই প্রতিদিন সকাল ও সন্ধে তুলসী মঞ্চে ধুপ-ধুনো জ্বালান হিন্দুরা।

বলা হয়, তুলসী গাছ সবুজ হলে মানুষের সৌভাগ্য বৃদ্ধি পায়। বাড়িতে দেব-দেবীর আশীর্বাদ সদা বর্তমান থাকে। সব রকম অশুভ শক্তির বিনাস হয়। বাড়ি ধন-সম্পদে ভরে যায়। কিন্তু তুলসী গাছ যদি বারেবারে শুকিয়ে যায় তবে তা অশুভ বলেই মনে করা হয়। আর এর সরাসরি প্রভাব পড়ে সংসারের উপর। আপনার বাড়িতেও যদি বারেবারে শুকিয়ে যায় তাহলে একটু খেয়াল রাখুন কেন এমনটা হচ্ছে!

তুলসী গাছ শুকিয়ে গেলে কী হয়?

  • জ্যোতিষশাস্ত্র বলছে, তুলসী গাছ যদি শুকিয়ে যায়, তাহলে বুঝতে হবে কোনও গুরুতর সমস্যা পরিবারে ধেয়ে আসতে চলেছে। তাই তখনই সাবধান হতে হবে।
  • যদি তুলসী গাছ শুকিয়ে গিয়ে ঝরে পড়তে শুরু করে, তাহলেও সতর্ক হতে হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, তুলসী শুকনো ও পাতা সব পড়ে গেলে বাড়িতে পিতৃদোষের উপস্থিতি নির্দেশ করে।
  • যদি কখনও তুলসী গাছের রং দেখেন কালো হয়ে গিয়েছে, তাহলে তা দৃষ্টির ত্রুটি নির্দেশ করে।
  • আপনার ঘরে তুলসী যদি সমৃদ্ধ না হয় তবে এটি ঘরে নেতিবাচক শক্তির লক্ষণ হতে পারে।

তুলসী গাছ সতেজ রাখার উপায়

  • যে জায়গায় তুলসি গাছ রাখবেন দেখে নিতে হবে সেখানে যাতে পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছয়। তবে যদি অতিরিক্ত রোদ আবার গাছের জন্য ক্ষতিকর। তখন আবার ছাউনির ব্যবস্থা করতে হবে।
  • তুলসী গাছের মাটি সব সময় ভিজে থাকতে হবে। রোজ গাছে পর্যাপ্ত জল দিতে হবে।
  • গুণগত মানের মাটি ব্যবহার করুন। দরকার হলে টব পরিবর্তন করুন। খুব ভাল জৈব সার ব্যবহার করুন। যাতে গাছ দ্রুত বাড়ে। মাঝে মধ্যে চাল-ডাল ধোয়া জল গাছে দিতে পারেন। এতে গাছ ভাল থাকে।