AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২০২১ -এ এসেছে ৫ ট্রাভেল ট্রেন্ড, কীভাবে নিরুদ্দেশের পথে হারাবেন?

প্যান্ডেমিকের পরে আপনি ভ্রমণে গেলে কী কী নিয়ম আপনাকে মানতে হবে, জেনে নিন।

২০২১ -এ এসেছে ৫ ট্রাভেল ট্রেন্ড, কীভাবে নিরুদ্দেশের পথে হারাবেন?
| Edited By: | Updated on: Jun 05, 2021 | 12:21 AM
Share

২০২১-এ করোনার দ্বিতীয় ঢেউ এসে মানুষের জীবনধারা বদলে দিয়েছে। বদলেছে অফিসের ধরন, খাবারের ধরন, এমনকি মানুষের ব্যবহার-আচরণেও এসেছে জব্বর বদল। প্যান্ডেমিকের পরে আপনি ভ্রমণে গেলে কী কী নিয়ম আপনাকে মানতে হবে, জেনে নিন।

১) ওয়ার্কেশন

ওয়ার্ক+ডেস্টিনেশন সঙ্গে মিলে হয় ওয়ার্কেশন। আপনার অফিস প্যান্ডেমিকে চলে এসেছে বাড়িতে। এবার আপনার ভ্রমণেও থাকতে পারে অফিস। দীর্ঘদিনের ট্রিপে চলে যান পাহাড়ে, জঙ্গলে বা সমুদ্রে। সেখানেই প্রকৃতির মাঝে বসে করুন অফিসের কাজ।

২) রোড ট্রিপ

প্যান্ডেমিকের পর পাবলিক ট্রান্সপোর্টে বেড়াতে যাওয়া থেকে একটু দূরে থাকাই ভাল। প্রাইভেট গাড়ি করে রোড ট্রিপই সবচেয়ে সুরক্ষিত।

৩) বাকেট লিস্ট তৈরি করে ফেলুন

কোভিড-১৯ তো বাড়ির বাইরে পা রাখার অভ্যেসটাই মুছে দিয়েছে। তবে বাড়িতে বসেই ছকে ফেলুন প্যান্ডেমিকের পর ঘুরতে যাওয়ার বাকেট লিস্ট।

৪) সাস্টেইনেবল ট্রাভেল

২০২১-এর মানুষ ঘরবন্দি হওয়ায় প্রকৃতি হয়েছে স্বতঃস্ফূর্ত। সেই প্রকৃতিকে সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই। কম খরচে হোম-স্টে তে থেকে প্রকৃতিকে উপভোগ করুন এরপর।

আরও পড়ুন: ভারতের অচেনা কিছু রোম্যান্টিক জায়গা, প্যান্ডেমিকের পরেই একান্তে সময় কাটাতে চলে যান

৫) সোলো ট্রাভেল

বাড়ির মানুষের মধ্যে থেকে দমবদ্ধ লাগছে? সব ছেড়ে একাই বেড়িয়ে পরুন নিরুদ্দেশের পথে।