Beetroot for beauty: শীতের দিনগুলিতে ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য বিটের কোনও বিকল্প নেই!

শীতকালীন সবজি হিসেবে বিটের গুণ রয়েছে হাজারো। বিটে যেমন প্রচুর পরিমাণে স্বাস্থ্যের জন্য গুণ রয়েছে তেমন ত্বক ও সৌন্দর্য বজায় রাখতেও এই রঙিন সবজির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

| Edited By: | Updated on: Dec 21, 2021 | 11:20 PM
শীতকালীন সবজি হিসেবে বিটের গুণ রয়েছে হাজারো। বিটে যেমন প্রচুর পরিমাণে স্বাস্থ্যের জন্য গুণ রয়েছে তেমন ত্বক ও সৌন্দর্য বজায় রাখতেও এই রঙিন সবজির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

শীতকালীন সবজি হিসেবে বিটের গুণ রয়েছে হাজারো। বিটে যেমন প্রচুর পরিমাণে স্বাস্থ্যের জন্য গুণ রয়েছে তেমন ত্বক ও সৌন্দর্য বজায় রাখতেও এই রঙিন সবজির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

1 / 8
অকাল বিরোধী বৈশিষ্ট্যে- মুখ সৌন্দর্য কি ফিকে হয়ে যাচ্ছে? বিট এ ব্যাপারে আপনাকে দারুণ সাহায্য করতে পারে। কারণ এতে রয়েছে আলফা-লাইপেক অ্যাসিড, যা অ্যান্টি-অক্সিডেন্টের উচ্চ উপাদান হিসেবে পরিচিত। এর মাধ্যমে ফ্রি-র‍্যাডিক্যাল প্রক্রিয়াকে নিরপেক্ষ করতে ও কোষের অকাল বার্ধক্যকে বিলম্বিত করতে সহায়তা করে। ত্বকে তারুণ্য ও জেল্লা বজায় রাখতে নিয়মিত ডায়েটে রাখুন এই উপকারী সবজি।

অকাল বিরোধী বৈশিষ্ট্যে- মুখ সৌন্দর্য কি ফিকে হয়ে যাচ্ছে? বিট এ ব্যাপারে আপনাকে দারুণ সাহায্য করতে পারে। কারণ এতে রয়েছে আলফা-লাইপেক অ্যাসিড, যা অ্যান্টি-অক্সিডেন্টের উচ্চ উপাদান হিসেবে পরিচিত। এর মাধ্যমে ফ্রি-র‍্যাডিক্যাল প্রক্রিয়াকে নিরপেক্ষ করতে ও কোষের অকাল বার্ধক্যকে বিলম্বিত করতে সহায়তা করে। ত্বকে তারুণ্য ও জেল্লা বজায় রাখতে নিয়মিত ডায়েটে রাখুন এই উপকারী সবজি।

2 / 8
মসৃণ ত্বকের জন্য- শীতকালে নিস্তেজ ও প্রাণহীন ত্বকের সাধারণ সমস্যা দূর করতে এই বিট দারুণ ভূমিকা পালন করে। আয়রন ও ক্যারোটিনয়েড সমৃদ্ধ হওয়ায় এগুলি শুষ্ক ত্বক থেকে পরিত্রাণ পাওয়া যায়।

মসৃণ ত্বকের জন্য- শীতকালে নিস্তেজ ও প্রাণহীন ত্বকের সাধারণ সমস্যা দূর করতে এই বিট দারুণ ভূমিকা পালন করে। আয়রন ও ক্যারোটিনয়েড সমৃদ্ধ হওয়ায় এগুলি শুষ্ক ত্বক থেকে পরিত্রাণ পাওয়া যায়।

3 / 8
ত্বকের কমপ্লেক্সনের উন্নতি ঘটায়- এটি কোনও ফেয়ারনেস ক্রিম নয়. তবে বিটের কারণে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায়। প্রাকৃতিকভাবে। বিটের রস শুধু চুমুক দিতে পারেন নিয়মিত। এটি কোনও মুখরোচক পানীয় না হলেও ডিটক্সিফাইং এজেন্ট হিসেবে কাজ করে। তাতে রক্তকে শুদ্ধ করতে সাহায্য করে।

ত্বকের কমপ্লেক্সনের উন্নতি ঘটায়- এটি কোনও ফেয়ারনেস ক্রিম নয়. তবে বিটের কারণে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায়। প্রাকৃতিকভাবে। বিটের রস শুধু চুমুক দিতে পারেন নিয়মিত। এটি কোনও মুখরোচক পানীয় না হলেও ডিটক্সিফাইং এজেন্ট হিসেবে কাজ করে। তাতে রক্তকে শুদ্ধ করতে সাহায্য করে।

4 / 8
ডার্ক সার্কেল ও ফোলা চোখের জন্য- স্ক্রিন টাইম ও ঘুমের অভাবের কারণে চোখের নিচে কালো ছোপ দেখা যায়। সব সময় ক্লান্তিভাবকে মুক্তি দিতে বিটের জুস পান করতে পারেন।  বিটের অ্যান্টি অক্সিডেন্ট উপাদান চোখের নীচে থাকা ডার্ক সার্কেলকে দূর করে ও ফোলাভাবকে নিমেষে উধাও করতে সাহায্য করে।

ডার্ক সার্কেল ও ফোলা চোখের জন্য- স্ক্রিন টাইম ও ঘুমের অভাবের কারণে চোখের নিচে কালো ছোপ দেখা যায়। সব সময় ক্লান্তিভাবকে মুক্তি দিতে বিটের জুস পান করতে পারেন। বিটের অ্যান্টি অক্সিডেন্ট উপাদান চোখের নীচে থাকা ডার্ক সার্কেলকে দূর করে ও ফোলাভাবকে নিমেষে উধাও করতে সাহায্য করে।

5 / 8
ব্রণ নিরাময়ের জন্য-  বিটে রয়েছে বিটালাইন নামক একপ্রকার রঞ্জক, যা প্রদাহের বিরুদ্ধে মোকাবিলা করতে পারে। এছাড়া ব্রণের চারপাশে চুলকানি রোধ করতে সক্ষম।

ব্রণ নিরাময়ের জন্য- বিটে রয়েছে বিটালাইন নামক একপ্রকার রঞ্জক, যা প্রদাহের বিরুদ্ধে মোকাবিলা করতে পারে। এছাড়া ব্রণের চারপাশে চুলকানি রোধ করতে সক্ষম।

6 / 8
ঠোঁটের ময়েশ্চারাইজড করার জন্য- বিটের এই অসামান্য রঞ্জক প্রাসধানী শিল্পে দারুণভাবে ব্যবহার করা হয়। এটি শুধু অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধই নয়, বিটের টকটকে গোলাপী আভা ঠোঁটের রঙকে উজ্জ্বল করতেও সাহায্য করে। এতে রয়েছে ভিটামিন সি যা মেলানিন গঠনকে কমাতে সাহায্য করে।

ঠোঁটের ময়েশ্চারাইজড করার জন্য- বিটের এই অসামান্য রঞ্জক প্রাসধানী শিল্পে দারুণভাবে ব্যবহার করা হয়। এটি শুধু অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধই নয়, বিটের টকটকে গোলাপী আভা ঠোঁটের রঙকে উজ্জ্বল করতেও সাহায্য করে। এতে রয়েছে ভিটামিন সি যা মেলানিন গঠনকে কমাতে সাহায্য করে।

7 / 8
চুলের স্বাস্থ্যের জন্য- শীতের দিনগুলিতে চুলের স্বাস্থ্য অনেকটাই খারাপ হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে বিট আপনার চুলের স্বাস্থ্যের জন্য উপযুক্ত। এতে রয়েছে উচ্চ মাত্রার আয়রন, ইলেক্ট্রোলাইট এবং পটাসিয়াম। ফলে নিস্তেজ চুলের মেরামতে সাহায্য করে।

চুলের স্বাস্থ্যের জন্য- শীতের দিনগুলিতে চুলের স্বাস্থ্য অনেকটাই খারাপ হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে বিট আপনার চুলের স্বাস্থ্যের জন্য উপযুক্ত। এতে রয়েছে উচ্চ মাত্রার আয়রন, ইলেক্ট্রোলাইট এবং পটাসিয়াম। ফলে নিস্তেজ চুলের মেরামতে সাহায্য করে।

8 / 8
Follow Us: