‘অ্যাওয়েটিং’। নামের মধ্যেই চমক রয়েছে। অর্ণব কে মিদ্যা পরিচালিত এই ওয়েব ফিল্ম খুব তাড়াতাড়ি দর্শকের সামনে আসতে চলেছে। একটি নতুন ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি।
সাহিল ফুল, সায়ন্তনী গুহঠাকুরতা, অনুষা বিশ্বনাথন, ঈশান মজুমদার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। জলদাপাড়ার হয়েছে ‘অ্যাওয়েটিং’-এর শুটিং।
সম্পর্কের গল্প নিয়ে চিত্রনাট্য বুনেছেন পরিচালক। ফ্যামিলি ড্রামা। কিন্তু তার মধ্যেও অভিনবত্ব রয়েছে। মিউজিকের দায়িত্বে ছিলেন রণজয় ভট্টাচার্য।
প্রধান চরিত্র সাহিল আর্মি অফিসার। তাঁর স্ত্রী সুনন্দা এবং বোন দিয়া। পারিবারিক চিকিৎসক সোম। এই চারজনের সম্পর্ক নিয়ে কেন্দ্রীভূত হয়েছে গল্প।
দুর্ঘটনার ফলে দিয়ার পায়ের সমস্যা রয়েছে। যার চিকিৎসা করছেন সোম। দিয়া এবং সুনন্দা একসঙ্গেই থাকেন। সাহিলের কাজ বর্ডারে। সাহিলের সঙ্গে ফোনে কথা হয় বটে। তাঁর আসারও কথা। কিন্তু তিনি কি আসতে পারবেন?
সাহিল ছাড়া বাকি তিন জনের সম্পর্কের সমীকরণ গল্প যত এগোয়, তত বদলে যেতে থাকে।
অনুষা এবং সাহিলের সঙ্গে প্রথম কাজ করলেন সায়ন্তনী। তিনি জানালেন, অনুষা খুব ভাল পারফর্ম করেছেন। দীর্ঘদিনের বন্ধু সাহিলের সঙ্গে কাজ করেও দারুণ খুশি তিনি।