Gadar 2: ‘গদর’-এ সানি দেওলের অনস্ক্রিন পুত্র, এখন কী করছেন জানেন?

Gadar 2: ‘গদর’-এর পরিচালক অনিল শর্মার ছেলে উৎকর্ষ। ‘গদর’-এ অভিনয়ের সময় ভবিষ্যতে তিনি পেশা হিসেবে অভিনয়কেই বেছে নেবেন কি না, সে বিষয়ে নিশ্চিত ছিলেন না।

1/7
‘গদর: এক প্রেম কথা’। এই ছবিতে সানি দেওলের সঙ্গে অভিনয় করেছিলেন এই শিশু অভিনেতা। নাম উৎকর্ষ শর্মা। ‘গদর ২’ নিয়ে পরিকল্পনা করছেন সানি। সে দিনের উৎকর্ষও কি থাকবেন ছবিতে?
‘গদর: এক প্রেম কথা’। এই ছবিতে সানি দেওলের সঙ্গে অভিনয় করেছিলেন এই শিশু অভিনেতা। নাম উৎকর্ষ শর্মা। ‘গদর ২’ নিয়ে পরিকল্পনা করছেন সানি। সে দিনের উৎকর্ষও কি থাকবেন ছবিতে?
2/7
জানা গিয়েছে, ‘গদর’-এ সানির অনস্ত্রিন স্ত্রী এবং পুত্র সকলেই ‘গদর ২’-এ অনস্ক্রিন কামব্যাক করবেন। সে দিনের ছোট্ট উৎকর্ষ আজ বড় হয়েছেন। ফের তাঁকে ছবিতে দেখা যাবে।
জানা গিয়েছে, ‘গদর’-এ সানির অনস্ত্রিন স্ত্রী এবং পুত্র সকলেই ‘গদর ২’-এ অনস্ক্রিন কামব্যাক করবেন। সে দিনের ছোট্ট উৎকর্ষ আজ বড় হয়েছেন। ফের তাঁকে ছবিতে দেখা যাবে।
3/7
‘গদর’-এর পরিচালক অনিল শর্মার ছেলে উৎকর্ষ। ‘গদর’-এ অভিনয়ের সময় ভবিষ্যতে তিনি পেশা হিসেবে অভিনয়কেই বেছে নেবেন কি না, সে বিষয়ে নিশ্চিত ছিলেন না।
‘গদর’-এর পরিচালক অনিল শর্মার ছেলে উৎকর্ষ। ‘গদর’-এ অভিনয়ের সময় ভবিষ্যতে তিনি পেশা হিসেবে অভিনয়কেই বেছে নেবেন কি না, সে বিষয়ে নিশ্চিত ছিলেন না।
4/7
পরবর্তীকালে অভিনয়ই হয়ে ওঠে উৎকর্ষের পেশা। ২০১৮-এ ‘জিনিয়াস’ নামের একটি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন তিনি। এই ছবির পরিচালও ছিলেন তাঁর বাবা অনিল শর্মা।
পরবর্তীকালে অভিনয়ই হয়ে ওঠে উৎকর্ষের পেশা। ২০১৮-এ ‘জিনিয়াস’ নামের একটি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন তিনি। এই ছবির পরিচালও ছিলেন তাঁর বাবা অনিল শর্মা।
5/7
আমেরিকা থেকে ব্যাচেলার্স অব ফাইন আর্টস ইন প্রোডাকশন অ্যান্ড ডিরেকশন নিয়ে পড়াশোনা করেন উৎকর্ষ। লি স্টারসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে মেথড নন অ্যাক্টিংয়ের কোর্স করেন তিনি।
আমেরিকা থেকে ব্যাচেলার্স অব ফাইন আর্টস ইন প্রোডাকশন অ্যান্ড ডিরেকশন নিয়ে পড়াশোনা করেন উৎকর্ষ। লি স্টারসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে মেথড নন অ্যাক্টিংয়ের কোর্স করেন তিনি।
6/7
‘গদর’-এর সময় থেকেই সানি দেওলের ভক্ত ছিলেন উৎকর্ষ। ফের তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আপ্লুত তিনি।
‘গদর’-এর সময় থেকেই সানি দেওলের ভক্ত ছিলেন উৎকর্ষ। ফের তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আপ্লুত তিনি।
7/7
‘গদর ২’-এ সানি, আমিশা এবং উৎকর্ষের কামব্যাক কেমন হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।
‘গদর ২’-এ সানি, আমিশা এবং উৎকর্ষের কামব্যাক কেমন হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

Click on your DTH Provider to Add TV9 Bangla