লকডাউনে ‘গুড নিউজ’ দিলেন যে সব তারকা
করোনা, লকডাউন, ওয়ার্ক ফ্রম হোম। বলিউড, টলিউডের মিটার ডাউন। সেলেবরাও গৃহবন্দি। ভালবাসার বাড়িতেই সোহাগে আদরে মাখামাখি। ইনস্টা, ফেসবুক, ওয়াটসঅ্যাপ কলিং এর চেয়ে ঢের ভাল ফ্যামিলি প্ল্যানিং। লকডাউন বেবি থেকে নতুন বছরে ড্রিম ডেবিউ, বছর শেষে রি-ভিসিট করে নেওয়া যাক টলি-বলিতে কারা হয়ে উঠলেন ফ্যামিলি প্ল্যানার: