Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Neha Sharma: ইন্ডাস্ট্রিতে ব্যর্থতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নেহা শর্মা

নেহা যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, মাত্র ২০ বছর বয়স ছিল তাঁর। অল্প বয়সেই ব্যর্থতা দেখেছেন।

| Edited By: | Updated on: Sep 11, 2021 | 3:29 PM
২০১০ সালে 'ক্রুক' ছবির হাত ধরে বলিউডে প্রবেশ করেছিলেন অভিনেত্রী নেহা শর্মা। বিপরীতে ছিলেন ইমরান হাশমি। তারপর 'কেয়া সুপার কুল হ্যায় হাম', 'জয়ন্ত ভাই কি লাভ স্টোরি', 'ইয়ামলা পাগলা দিওয়ানা ২', 'তুম বিন টু'-র মতো ছবিতে কাজ করেছেন নেহা।

২০১০ সালে 'ক্রুক' ছবির হাত ধরে বলিউডে প্রবেশ করেছিলেন অভিনেত্রী নেহা শর্মা। বিপরীতে ছিলেন ইমরান হাশমি। তারপর 'কেয়া সুপার কুল হ্যায় হাম', 'জয়ন্ত ভাই কি লাভ স্টোরি', 'ইয়ামলা পাগলা দিওয়ানা ২', 'তুম বিন টু'-র মতো ছবিতে কাজ করেছেন নেহা।

1 / 7
কিছু ছবি চলেছে, কিছু চলেনি। নেহার কেরিয়ারে এসেছে একাধিক উঠানামা। নিজের বলিউড জার্নি নিয়ে কথা বলতে গিয়ে নেহা বলেছেন, "এটা সোজা রাইড নয়। বাইরে থেকে চাকচিক্য মনে হলেও, এই দুনিয়া অন্যরকম। ট্যালেন্ট থাকতেই পারে, কিন্তু বক্স অফিসে হিট হলে তবেই মানুষ চিনতে শুরু করে। বিশেষ করে কেউ যদি বাইরে থেকে এসে এই জগতে পা রাখেন।"

কিছু ছবি চলেছে, কিছু চলেনি। নেহার কেরিয়ারে এসেছে একাধিক উঠানামা। নিজের বলিউড জার্নি নিয়ে কথা বলতে গিয়ে নেহা বলেছেন, "এটা সোজা রাইড নয়। বাইরে থেকে চাকচিক্য মনে হলেও, এই দুনিয়া অন্যরকম। ট্যালেন্ট থাকতেই পারে, কিন্তু বক্স অফিসে হিট হলে তবেই মানুষ চিনতে শুরু করে। বিশেষ করে কেউ যদি বাইরে থেকে এসে এই জগতে পা রাখেন।"

2 / 7
নেহার বরাবরই মনে হয়েছে, যদি যথেষ্ট চেনা পরিচিতি না থাকে, কেউ কাজ দেয় না। প্রতিভাবান হলেও না। অনেকেই হাল ছেড়ে দিয়েছে। কিন্তু কিছু করতে হলে সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। সেটাই নেহার বিশ্বাস।

নেহার বরাবরই মনে হয়েছে, যদি যথেষ্ট চেনা পরিচিতি না থাকে, কেউ কাজ দেয় না। প্রতিভাবান হলেও না। অনেকেই হাল ছেড়ে দিয়েছে। কিন্তু কিছু করতে হলে সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। সেটাই নেহার বিশ্বাস।

3 / 7
এক সাক্ষাৎকারে বলেছে, "কিছু বছর আগে পর্যন্ত আমিও এমনটাই ভাবতাম। কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম আসার পর চিত্রটা অনেকটাই পালেটেছে। এখন আর সবকিছু বক্স অফিসের উপর নির্ভর করে না। আমার ভাগ্য ভাল, আমি এই সময় জন্মেছি, যেখানে দেরিতে হলেও প্রতিভা দাম পায়।"

এক সাক্ষাৎকারে বলেছে, "কিছু বছর আগে পর্যন্ত আমিও এমনটাই ভাবতাম। কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম আসার পর চিত্রটা অনেকটাই পালেটেছে। এখন আর সবকিছু বক্স অফিসের উপর নির্ভর করে না। আমার ভাগ্য ভাল, আমি এই সময় জন্মেছি, যেখানে দেরিতে হলেও প্রতিভা দাম পায়।"

4 / 7
নেহা যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, মাত্র ২০ বছর বয়স ছিল তাঁর। অল্প বয়সেই ব্যর্থতা দেখেছেন। সেটা একজন ২০ বছর বয়সির জন্য ভাল বিষয় নয়। বলেছেন, "আমাকে এখানে কেউ বাচ্চা হিসেবে দেখেনি। অল্প বয়সেই বুঝেছিলাম, যে ছবিই করি না কেন, সবকটি ব্লকবাস্টার হবে না। কেবল নিজের ১০০ শতাংশ দিয়ে যেতে হবে।"

নেহা যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, মাত্র ২০ বছর বয়স ছিল তাঁর। অল্প বয়সেই ব্যর্থতা দেখেছেন। সেটা একজন ২০ বছর বয়সির জন্য ভাল বিষয় নয়। বলেছেন, "আমাকে এখানে কেউ বাচ্চা হিসেবে দেখেনি। অল্প বয়সেই বুঝেছিলাম, যে ছবিই করি না কেন, সবকটি ব্লকবাস্টার হবে না। কেবল নিজের ১০০ শতাংশ দিয়ে যেতে হবে।"

5 / 7
বলেছেন, "আমার কাছে যা যা ছবির অফার এতদিন এসেছে, সেগুলির মধ্যে সেরাটাই বেছে নিয়েছি। প্রত্যেকের জার্নি একরকম হয় না। ইন্ডাস্ট্রির স্টার কিডদের কাছে ২০টি ফিল্মের অফার থাকে। সেখান থেকে সেরা বাছাই নেন তাঁরা। আর আমাদের মতো বাইরে থেকে আসা অভিনেতাদের কাছে আসে ৫টি ছবির অফার। যার মধ্যে ৪টে ছবিই খারাপ। ৫ নম্বরটা ভাল হতে পারে, কিন্তু ব্লকবাস্টার নাও হতে পারে।"

বলেছেন, "আমার কাছে যা যা ছবির অফার এতদিন এসেছে, সেগুলির মধ্যে সেরাটাই বেছে নিয়েছি। প্রত্যেকের জার্নি একরকম হয় না। ইন্ডাস্ট্রির স্টার কিডদের কাছে ২০টি ফিল্মের অফার থাকে। সেখান থেকে সেরা বাছাই নেন তাঁরা। আর আমাদের মতো বাইরে থেকে আসা অভিনেতাদের কাছে আসে ৫টি ছবির অফার। যার মধ্যে ৪টে ছবিই খারাপ। ৫ নম্বরটা ভাল হতে পারে, কিন্তু ব্লকবাস্টার নাও হতে পারে।"

6 / 7
নেহা একটাই কথা জানেন, যে তিনি সিনেমাকে ভালবাসেন। ভাল-মন্দ যাই হোক। সেখানেই থাকতে চান।

নেহা একটাই কথা জানেন, যে তিনি সিনেমাকে ভালবাসেন। ভাল-মন্দ যাই হোক। সেখানেই থাকতে চান।

7 / 7
Follow Us: