কী ভাবে শিল্পী হওয়া সার্থক মনে হয়? শেয়ার করলেন শ্রুতি…

Shruti Das: শ্রুতি লিখেছেন, ‘শুভ গণেশ চতুর্থী। কর্মসূত্রে আড়াই বছর ধরে যে পাড়ায় থাকি আর সেখানকার দুর্গামণ্ডপে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পাই, সত্যি শিল্পী হওয়া সার্থক মনে হয়।’

| Edited By: | Updated on: Sep 10, 2021 | 6:40 PM
আজ গণেশ চতুর্থী। শুরু হয়ে গেল উৎসবের মরসুম। এখন কলকাতার বিভিন্ন জায়গায় গণেশ পুজোর আয়োজন হয়। এই উৎসবে সামিল অভিনেত্রী শ্রুতি দাসও।

আজ গণেশ চতুর্থী। শুরু হয়ে গেল উৎসবের মরসুম। এখন কলকাতার বিভিন্ন জায়গায় গণেশ পুজোর আয়োজন হয়। এই উৎসবে সামিল অভিনেত্রী শ্রুতি দাসও।

1 / 7
গণেশ পুজোর দিন কাজের সূত্রে তাঁর যেটুকু পরিচিতি তৈরি হয়েছে, তা যে নিজস্ব ভাললাগার কারণ, তাও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

গণেশ পুজোর দিন কাজের সূত্রে তাঁর যেটুকু পরিচিতি তৈরি হয়েছে, তা যে নিজস্ব ভাললাগার কারণ, তাও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

2 / 7
শ্রুতি লিখেছেন, ‘শুভ গণেশ চতুর্থী। কর্মসূত্রে আড়াই বছর ধরে যে পাড়ায় থাকি আর সেখানকার দুর্গামণ্ডপে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পাই, সত্যি শিল্পী হওয়া সার্থক মনে হয়।’

শ্রুতি লিখেছেন, ‘শুভ গণেশ চতুর্থী। কর্মসূত্রে আড়াই বছর ধরে যে পাড়ায় থাকি আর সেখানকার দুর্গামণ্ডপে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পাই, সত্যি শিল্পী হওয়া সার্থক মনে হয়।’

3 / 7
মা স্বরূপা দাসকে সঙ্গে নিয়ে পুজো মণ্ডপে হাজির হয়েছিলে শ্রুতি। তাঁর এ দিনের বেশ কিছু ছবিও তুলে দিয়েছেন মা।

মা স্বরূপা দাসকে সঙ্গে নিয়ে পুজো মণ্ডপে হাজির হয়েছিলে শ্রুতি। তাঁর এ দিনের বেশ কিছু ছবিও তুলে দিয়েছেন মা।

4 / 7
আপাতত ‘দেশের মাটি’ ধারাবাহিকে শ্রুতির অভিনয় দেখছেন দর্শক। তবে স্বল্প কেরিয়ারেই তিনি যেন টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন। শুধু অভিনয় নয়। ট্রোলিং সামলেও শিরোনামে এসেছেন শ্রুতি।

আপাতত ‘দেশের মাটি’ ধারাবাহিকে শ্রুতির অভিনয় দেখছেন দর্শক। তবে স্বল্প কেরিয়ারেই তিনি যেন টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন। শুধু অভিনয় নয়। ট্রোলিং সামলেও শিরোনামে এসেছেন শ্রুতি।

5 / 7
গায়ের রঙের জন্য তাঁকে নেট নাগরিকদের কটাক্ষ শুনতে হয় কেরিয়ারের প্রথম থেকেই। বহু দিন সহ্য করার পর অবশেষে দিন কয়েক আগে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। এই প্রতিবাদে সমাজের বহু বিশিষ্ট মানুষকে পাশে পেয়েছেন।

গায়ের রঙের জন্য তাঁকে নেট নাগরিকদের কটাক্ষ শুনতে হয় কেরিয়ারের প্রথম থেকেই। বহু দিন সহ্য করার পর অবশেষে দিন কয়েক আগে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। এই প্রতিবাদে সমাজের বহু বিশিষ্ট মানুষকে পাশে পেয়েছেন।

6 / 7
শ্রুতিকে ভালবাসার মানুষও কম নেই। তাঁর কাজ, অভিনয় পছন্দ করেন এমন অনুরাগীর সংখ্যাও অগুণতি। তাঁদের কথা ভেবে এবং নিজের ভবিষ্যতের জন্য প্রতিদিন নিজের পারফরম্যান্স আরও উন্নত করার প্রয়াস থাকে অভিনেত্রীর।

শ্রুতিকে ভালবাসার মানুষও কম নেই। তাঁর কাজ, অভিনয় পছন্দ করেন এমন অনুরাগীর সংখ্যাও অগুণতি। তাঁদের কথা ভেবে এবং নিজের ভবিষ্যতের জন্য প্রতিদিন নিজের পারফরম্যান্স আরও উন্নত করার প্রয়াস থাকে অভিনেত্রীর।

7 / 7
Follow Us: