Prabhas Heroines: একগুচ্ছ ছবি প্রভাসের হাতে, ‘অমরেন্দ্র বাহুবলী’র বাহুলগ্না হতে চলেছেন কোন-কোন নায়িকা

Prabhas Heroines: ‘বাহুবলী’ ছবির সাফল্যের পর দক্ষিণ-বলিউড মিলিয়ে অনেক নায়িকাই চান কাজ করতে প্রভাসের বিপরীতে। তাঁর হাতে রয়েছেও একগুচ্ছ ছবি। সেই ছবির নায়িকাদের তালিকাটা চোখে পড়ার মতো।

| Edited By: | Updated on: Jul 09, 2022 | 5:26 PM
প্রভাস দক্ষিণ ভারতে জনপ্রিয় অভিনেতা। কিন্তু রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’ ছবি থেকে দক্ষিণ ছাড়িয়ে তাঁর পরিচিতি এবং অনুরাগী কুল বেড়েছে সারা দেশে। শুধু দক্ষিণ নয়, বলিউডে বহু পরিচালক ও প্রযোজক তাঁকে ছবিতে কাস্ট করতে চান। যার ফলে প্রভাসের ব্যস্ততা বেড়েছে। সঙ্গে অনেক নায়িকাদেরও তাঁর কাজ করার আগ্রহ হয়েছে। কিন্তু এই জনপ্রিয়তার মাঝে অনস্ক্রিন নায়িকার তালিকা বাড়লেও অফস্ক্রিন জীবনসঙ্গীনী এখন প্রভাসের জীবনে এসে পৌঁছোয়নি।

প্রভাস দক্ষিণ ভারতে জনপ্রিয় অভিনেতা। কিন্তু রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’ ছবি থেকে দক্ষিণ ছাড়িয়ে তাঁর পরিচিতি এবং অনুরাগী কুল বেড়েছে সারা দেশে। শুধু দক্ষিণ নয়, বলিউডে বহু পরিচালক ও প্রযোজক তাঁকে ছবিতে কাস্ট করতে চান। যার ফলে প্রভাসের ব্যস্ততা বেড়েছে। সঙ্গে অনেক নায়িকাদেরও তাঁর কাজ করার আগ্রহ হয়েছে। কিন্তু এই জনপ্রিয়তার মাঝে অনস্ক্রিন নায়িকার তালিকা বাড়লেও অফস্ক্রিন জীবনসঙ্গীনী এখন প্রভাসের জীবনে এসে পৌঁছোয়নি।

1 / 7
২০২৩ সালের ১২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’। এই ছবিতে অভিনেতা রাম-এর চরিত্রে অভিনয় করছেন। তাঁর সীতা কৃতি শ্যানন। এই বছরই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি। কিন্তু আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যেতে না চাওয়ার জন্যই সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। ‘আদিপুরুষ’-এ রাবণ সইফ আলি খান।

২০২৩ সালের ১২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’। এই ছবিতে অভিনেতা রাম-এর চরিত্রে অভিনয় করছেন। তাঁর সীতা কৃতি শ্যানন। এই বছরই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি। কিন্তু আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যেতে না চাওয়ার জন্যই সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। ‘আদিপুরুষ’-এ রাবণ সইফ আলি খান।

2 / 7
নাগা চৈতন্য পরিচালিত ছবি ‘প্রজেক্ট কে’। এই ছবিতে প্রভাসের নায়িকা দীপিকা পাডুকোন। দুই তারকাই দক্ষিণের হলেও একসঙ্গে এই প্রথম কাজ করছেন। এই ছবির শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েন দীপিকা। এই ছবিতে অমিতাভ বচ্চন এবং শাশ্বত চট্টোপাধ্যায়ও অভিনয় করছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

নাগা চৈতন্য পরিচালিত ছবি ‘প্রজেক্ট কে’। এই ছবিতে প্রভাসের নায়িকা দীপিকা পাডুকোন। দুই তারকাই দক্ষিণের হলেও একসঙ্গে এই প্রথম কাজ করছেন। এই ছবির শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েন দীপিকা। এই ছবিতে অমিতাভ বচ্চন এবং শাশ্বত চট্টোপাধ্যায়ও অভিনয় করছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

3 / 7
‘প্রজেক্ট কে’ ছবিতে শুধু দীপিকা নন, প্রভাসকে রোম্যান্স করতে দেখা যাবে দিশা পাটানির সঙ্গেও। কারণ দিশাও এই ছবিতে কাজ করছেন। এই ছবির শুটিংয়ের সময় প্রভাস বাড়ি থেকে খাওয়ার নিয়ে এসে খাওনোও বেজায় খুশি হন দিশা। সেই ছবি আর তাঁর আনন্দ তিনি সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নেন।

‘প্রজেক্ট কে’ ছবিতে শুধু দীপিকা নন, প্রভাসকে রোম্যান্স করতে দেখা যাবে দিশা পাটানির সঙ্গেও। কারণ দিশাও এই ছবিতে কাজ করছেন। এই ছবির শুটিংয়ের সময় প্রভাস বাড়ি থেকে খাওয়ার নিয়ে এসে খাওনোও বেজায় খুশি হন দিশা। সেই ছবি আর তাঁর আনন্দ তিনি সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নেন।

4 / 7
প্রভাসের আরও একটি প্রতীক্ষিত ছবি ‘সালার’। সেই ছবিতে তাঁর নায়িকা শ্রুতি হাসান। কমল হাসান কন্যাকে এবার পাওয়া যাবে প্রভাসের সঙ্গে পর্দায় রোম্যান্স করতে। ‘কেজিএফ’ ছবির পরিচালক প্রশান্ত নীলের ছবি ‘সালার’। এই ছবিও অ্যাকশনে ভরপুর হতে চলেছে বলেই খবর। ২০২৩ সালে মুক্তি পাবে প্রভাসের এই ছবি।

প্রভাসের আরও একটি প্রতীক্ষিত ছবি ‘সালার’। সেই ছবিতে তাঁর নায়িকা শ্রুতি হাসান। কমল হাসান কন্যাকে এবার পাওয়া যাবে প্রভাসের সঙ্গে পর্দায় রোম্যান্স করতে। ‘কেজিএফ’ ছবির পরিচালক প্রশান্ত নীলের ছবি ‘সালার’। এই ছবিও অ্যাকশনে ভরপুর হতে চলেছে বলেই খবর। ২০২৩ সালে মুক্তি পাবে প্রভাসের এই ছবি।

5 / 7
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন রশ্মিকা মনদানা। এই ছবি প্রযোজনার দায়িত্ব নিয়েছেন ভুষণ কুমার। শোনা যাচ্ছে প্রভাসকে এর আগে এমন চরিত্রে দেখা যায়নি। আল্লু অর্জুনের (পু্ষ্পা) অনস্ক্রিন প্রেমিকা রশ্মিকা প্রভাসের সঙ্গে কী রসায়ন দেন তা দেখার অপেক্ষায় দর্শকরা।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন রশ্মিকা মনদানা। এই ছবি প্রযোজনার দায়িত্ব নিয়েছেন ভুষণ কুমার। শোনা যাচ্ছে প্রভাসকে এর আগে এমন চরিত্রে দেখা যায়নি। আল্লু অর্জুনের (পু্ষ্পা) অনস্ক্রিন প্রেমিকা রশ্মিকা প্রভাসের সঙ্গে কী রসায়ন দেন তা দেখার অপেক্ষায় দর্শকরা।

6 / 7
‘রাজা ডিলাক্স’ প্রভাসের আর একটি ছবির নাম। কমেডি ছবি এটি। দক্ষিণের পরিচালক মারুতির এই ছবিতে প্রভাসের নায়িকা মালবিকা মোহনান। শুধু তিনিই নন শোনা গিয়েছে প্রভাস এই ছবিতে তিনজন নায়িকার সঙ্গে পর্দায় রোম্যান্স করতে চলেছেন। মালবিকা ছাড়াও দক্ষিণের অভিনেত্রী কৃতি শেট্টি, শ্রীলীলা রয়েছেন ছবিতে।

‘রাজা ডিলাক্স’ প্রভাসের আর একটি ছবির নাম। কমেডি ছবি এটি। দক্ষিণের পরিচালক মারুতির এই ছবিতে প্রভাসের নায়িকা মালবিকা মোহনান। শুধু তিনিই নন শোনা গিয়েছে প্রভাস এই ছবিতে তিনজন নায়িকার সঙ্গে পর্দায় রোম্যান্স করতে চলেছেন। মালবিকা ছাড়াও দক্ষিণের অভিনেত্রী কৃতি শেট্টি, শ্রীলীলা রয়েছেন ছবিতে।

7 / 7
Follow Us: