Virat Kohli: সোনালি ট্রফির হাতছানি, IPL ফাইনালে বিরাট কোহলির রেকর্ড শুনলে চমকে যেতে পারেন!

Virat Kohli IPL Finals Record: দীর্ঘ ১৭টা বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে আইপিএলে খেলেছেন বিরাট কোহলি। টুর্নামেন্টের ১৮তম সংস্করণের আজ ফাইনাল। এ বারও কোহলি খেলছেন আরসিবির হয়ে। কয়েক ঘণ্টা পর নামবেন ফাইনাল ম্যাচ খেলতে। তার আগে এক ঝলকে দেখে নিন অতীতে আইপিএল ফাইনালে কেমন পারফর্ম করেছেন বিরাট।

Jun 03, 2025 | 3:37 PM

1 / 8
আইপিএলের জন্মলগ্ন থেকে টুর্নামেন্টে খেলছেন বিরাট কোহলি। একবারও দল বদল করেননি। সেই ২০০৮ সাল থেকে আরসিবি জার্সিতেই আইপিএলে খেলতে দেখা যায় বিরাটকে। এ বারও তার অন্যথা হয়নি। (ছবি-পিটিআই)

আইপিএলের জন্মলগ্ন থেকে টুর্নামেন্টে খেলছেন বিরাট কোহলি। একবারও দল বদল করেননি। সেই ২০০৮ সাল থেকে আরসিবি জার্সিতেই আইপিএলে খেলতে দেখা যায় বিরাটকে। এ বারও তার অন্যথা হয়নি। (ছবি-পিটিআই)

2 / 8
১৮তম আইপিএলের আজ ফাইনাল। টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল ২৫ মে ইডেন গার্ডেন্সে। কিন্তু মাঝে পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার বদলা হিসেবে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর অভিযান চালায়। সেই সময় আইপিএল স্থগিত ছিল। পরে শুরু হয়। ফাইনালের ভেনু বদলে হয় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। (ছবি-পিটিআই)

১৮তম আইপিএলের আজ ফাইনাল। টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল ২৫ মে ইডেন গার্ডেন্সে। কিন্তু মাঝে পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার বদলা হিসেবে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর অভিযান চালায়। সেই সময় আইপিএল স্থগিত ছিল। পরে শুরু হয়। ফাইনালের ভেনু বদলে হয় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। (ছবি-পিটিআই)

3 / 8
এ বারের আইপিএল ফাইনালে মুখোমুখি হবে রজত পাতিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। এই মেগা ম্যাচে প্রচুর ক্রিকেট প্রেমীদের বাড়তি নজর বিরাট কোহলির দিকে। (ছবি-পিটিআই)

এ বারের আইপিএল ফাইনালে মুখোমুখি হবে রজত পাতিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। এই মেগা ম্যাচে প্রচুর ক্রিকেট প্রেমীদের বাড়তি নজর বিরাট কোহলির দিকে। (ছবি-পিটিআই)

4 / 8
অতীতে তিন বার আইপিএল ফাইনালে খেলেছে আরসিবি। ২০০৯, ২০১১ ও ২০১৬। প্রতি বারই বিরাট কোহলির দলকে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এই নিয়ে চতুর্থ বার টুর্নামেন্টের ফাইনালে আরসিবির হয়ে খেলতে চলেছেন বিরাট। (ছবি-পিটিআই)

অতীতে তিন বার আইপিএল ফাইনালে খেলেছে আরসিবি। ২০০৯, ২০১১ ও ২০১৬। প্রতি বারই বিরাট কোহলির দলকে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এই নিয়ে চতুর্থ বার টুর্নামেন্টের ফাইনালে আরসিবির হয়ে খেলতে চলেছেন বিরাট। (ছবি-পিটিআই)

5 / 8
আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল বিরাট কোহলির ধারে কাছে অনেক ক্রিকেটার নেই। তবে আইপিএল ফাইনালে সেই অর্থে বিরাট কোহলির ব্যাট অতীতের ৩টে মরসুমে জ্বলেনি। তিন বার আরসিবির হয়ে আইপিএলে খেলে বিরাট করেছেন মাত্র ৯৬ রান। (ছবি-পিটিআই)

আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল বিরাট কোহলির ধারে কাছে অনেক ক্রিকেটার নেই। তবে আইপিএল ফাইনালে সেই অর্থে বিরাট কোহলির ব্যাট অতীতের ৩টে মরসুমে জ্বলেনি। তিন বার আরসিবির হয়ে আইপিএলে খেলে বিরাট করেছেন মাত্র ৯৬ রান। (ছবি-পিটিআই)

6 / 8
২০০৯ সালে অর্থাৎ আইপিএলের দ্বিতীয় সংস্করণে ফাইনালে উঠেছিল আরসিবি। সেই ম্যাচে ডেকান চার্জার্সের বিরুদ্ধে মাত্র ৭ রান করেছিলেন বিরাট কোহলি। (ছবি-পিটিআই)

২০০৯ সালে অর্থাৎ আইপিএলের দ্বিতীয় সংস্করণে ফাইনালে উঠেছিল আরসিবি। সেই ম্যাচে ডেকান চার্জার্সের বিরুদ্ধে মাত্র ৭ রান করেছিলেন বিরাট কোহলি। (ছবি-পিটিআই)

7 / 8
এরপর ২০১১ সালের আইপিএল ফাইনালে ৩২ বলে ৩৫ রান করেন বিরাট কোহলি। সেবার আরসিবির প্রতিপক্ষ ছিল চেন্নাই সুপার কিংস। (ছবি-পিটিআই)

এরপর ২০১১ সালের আইপিএল ফাইনালে ৩২ বলে ৩৫ রান করেন বিরাট কোহলি। সেবার আরসিবির প্রতিপক্ষ ছিল চেন্নাই সুপার কিংস। (ছবি-পিটিআই)

8 / 8
সর্বশেষ আরসিবি ২০১৬ সালে আইপিএল ফাইনালে খেলেছে। সেই ম্যাচে ৩৫ বলে ৫৪ রান করেছিলেন বিরাট কোহলি। সামনে সে বার ছিল সানরাইজার্স হায়দরাবাদ। এই পরিসংখ্যান বলে দিচ্ছে, আইপিএল ফাইনালে বিরাটের রেকর্ড সেই অর্থে ভালো নেই। তবে এ বার তিনি ছন্দে রয়েছেন। ফলে বড় ইনিংসের অপেক্ষায় তাঁর অনুরাগীরা। (ছবি-পিটিআই)

সর্বশেষ আরসিবি ২০১৬ সালে আইপিএল ফাইনালে খেলেছে। সেই ম্যাচে ৩৫ বলে ৫৪ রান করেছিলেন বিরাট কোহলি। সামনে সে বার ছিল সানরাইজার্স হায়দরাবাদ। এই পরিসংখ্যান বলে দিচ্ছে, আইপিএল ফাইনালে বিরাটের রেকর্ড সেই অর্থে ভালো নেই। তবে এ বার তিনি ছন্দে রয়েছেন। ফলে বড় ইনিংসের অপেক্ষায় তাঁর অনুরাগীরা। (ছবি-পিটিআই)