হিন্দু ব্রাহ্মণ পরিবারে সিদ্ধার্থ শুক্লার জন্ম। তাঁর বাবা অশোক শুক্লা একজন সিভিল ইঞ্জিনিয়র। রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মরত ছিলেন। মা রিতা শুক্লা হোমমেকার। সিদ্ধার্থরা তিনি ভাই-বোন। সিদ্ধার্থই সকলের ছোট। দুই দিদির পর তিনি।
ছোট থেকেই খেলাধূলায় পারদর্শী ছিলেন সিদ্ধার্থ। স্কুলে টেনিস ও ফুটবল দলের হয়ে খেলতেন। আন্ডার ১৯ ফুটবল দলের খেলোয়াড় ছিলেন সিদ্ধার্থ। জনপ্রিয় ইতালীয় ক্লাব এসি মিলানের বিরুদ্ধে খেলেছেন তিনি।
২০০৮ সালে হিন্দি টেলিভিশনের জগতে পা রাখেন সিদ্ধার্থ। ধারাবাহিকের নাম 'বাবুল কা আঙ্গন ছুটে না'। 'বালিকা বধূ' ধারাবাহিকে তাঁর অভিনয় আজও দর্শক ভোলেননি। বহু সিনেমায় কাজ করেছেন।
'হাম্পটি শর্মা কি দুলহানিয়া'-এ আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ানের সঙ্গে কাজ করেছিলেন সিদ্ধার্থ।
বিগ বস ১৩ সিজ়নের বিজেতা ছিলেন সিদ্ধার্থ শুক্লা। সেখানেই প্রতিযোগী শেহনাজ় গিলের সঙ্গে তাঁর কেমিস্ট্রি সকলের নজর কেড়েছিল।
২০২১ সালের ২ সেপ্টেম্বর হঠাৎই খবর আসে সিদ্ধার্থ প্রয়াত। হৃদযন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু ঘটে। এই দুঃসংবাদ আজও ধাতস্থ করতে পারেননি সিদ্ধার্থের প্রিয়জনেরা।