
১৮তম আইপিএলে বুধবার ইডেন গার্ডেন্সে কীর্তি গড়েছেন চেন্নাই সুপার কিংসের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। সেই সুবাদে ছাপিয়ে গিয়েছেন সিএসকের প্রাক্তনী ডোয়েন ব্র্যাভোকে।

কোন কীর্তি গড়ে রবীন্দ্র ছাপিয়ে গিয়েছেন ডোয়েন ব্র্যাভোকে? এতদিন আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বাধিক উইকেটশিকারী ছিলেন ব্র্যাভো। সেখানেই ক্যারিবিয়ান তারকাকে ছাপিয়ে গেলেন জাডেজা।

ইয়েলো আর্মির হয়ে ডোয়েন ব্র্যাভোর ঝুলিতে ছিল আইপিএলে ১৪০টি উইকেট। এ বার সেখানেই তাঁকে ছাপিয়ে গেলেন রবীন্দ্র জাডেজা।

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানেকে ক্রিকেটের নন্দনকাননে ফেরাতেই আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে জাডেজার উইকেট সংখ্যা দাঁড়াল ১৪১।

বর্তমানে ডোয়েন ব্র্যাভো কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে ১০টা মরসুম কাটিয়েছেন ব্র্যাভো।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট ৩টি টিমের হয়ে খেলেছেন ডোয়েন ব্র্যাভো। তাতে ১৬১টি ম্যাচে ১৫৬০ রান করেছেন ব্র্যাভো। নিয়েছেন আইপিএলে ১৮৩ উইকেট।

ইডেন গার্ডেন্সে সিএসকের কাছে হারের পর ক্যালকুলেটর হাতে কেকেআর। চেন্নাই সুপার কিংসকে ১৮০ রানের টার্গেট দিয়েছিলেন রাহানেরা। নাইটরা ম্যাচ জিততে পারেনি।

সিএসকের ইনিংসের পাওয়ার প্লে-তেই পাঁচ উইকেট নেয় কেকেআর। কিন্তু ক্যাচ, গ্রাউন্ড ফিল্ডিংয়ে মিস এবং ১১তম ওভারে বেবি এবির ৩০ রান তোলা। শেষ ওভারে জয় ছিনিয়ে নেয় সিএসকে। এখান থেকে প্লে-অফে যেতে মিরাকল চাই কেকেআরের।