মহেশ ভাট, কেরিয়ারে একাধিক বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর এক এক কাণ্ড কীর্তির খবর।
তবে মদ্যপ অবস্থায় যে তিনি কী কী করেছেন, কী পরিস্থিতি দিয়ে যেতে হয়েছিল সিনেপাড়ার দুই অভিনেতাকে, তা নিয়ে মুখ খুলেছিলেন আরবাজ খান।
তাঁর সঞ্চালিত একটি চ্যাট শো-তে আরবাজ জানিয়েছিলেন, মাদকের নেশায় ডুবে গিয়েছিলেন মহেশ ভাট। তা স্বীকারও করে নিয়েছিলেন পরিচালক।
মহেশ ভাট জানান, তিনি মদ্যপান করে রাতে রাস্তায় পরেও থেকেছেন। সকলেই শুনে অবাক। মুখে লাগে, সকালে ঘুম থেকে উঠে দেখেন তিনি রাস্তায় রয়েছেন।
মহেশের কথায়, সোনি রাজধানের সঙ্গে তাঁর প্রথম সন্তান হওয়ার পর তিনি যখন তাকে কোলে নিয়েছিলেন, প্রথম স্থির করেন মদ্যপান ছেড়ে দেবেন।
গন্ধের জন্য যদি তাঁর মেয়ে তাঁকে কাছ থেকে দূরে সরিয়ে দেয়, সেই কারণেই তিনি সেদিন প্রতিজ্ঞা করেছিলেন, মদ আর সেভাবে পান করবেন না।