Ayesha-Akshay: শুটিংয়ের সময় নিজের মুখ থেকে জল বের করে আয়েশার মুখে ছিটিয়েছিলেন অক্ষয়, এমন ঘটনার পর কী ঘটেছিল?

Khiladi: অভিনেত্রী হিসেবে কোনও ধরনের ঝুটঝামেলা ছিল না আয়েশার। এমনটা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

| Edited By: | Updated on: Sep 23, 2022 | 9:45 PM
সম্প্রতি একটি ওয়েব সিরিজ়ের হাত ধরে কামব্যাক করছেন ৯০ দশকের অভিনেত্রী আয়েশা ঝুলকা। সেই সিরিজ়ের নাম 'হাশহাশ'। এর আগে ৯০-এর দশকে 'কুর্বান', 'জো জিতো উয়োগি সিকন্দর', 'খিলাড়ি'র মতো ছবিতে অভিনয় করেছিলেন আয়েশা।

সম্প্রতি একটি ওয়েব সিরিজ়ের হাত ধরে কামব্যাক করছেন ৯০ দশকের অভিনেত্রী আয়েশা ঝুলকা। সেই সিরিজ়ের নাম 'হাশহাশ'। এর আগে ৯০-এর দশকে 'কুর্বান', 'জো জিতো উয়োগি সিকন্দর', 'খিলাড়ি'র মতো ছবিতে অভিনয় করেছিলেন আয়েশা।

1 / 6
এবার তিনি কামব্যাক করতে চলেছেন নয়া রূপে। কিন্তু আপনার হয়তো মনে আছে 'খিলাড়ি' ছবিতে আয়েশার মুখে নিজের মুখ থেকে জল বের করে ছিটিয়েছিলেন অক্ষয় কুমার। এবং আয়েশা সেটা মেনেও নিয়েছিলেন। এমন কেন করেছিলেন আয়েশ।

এবার তিনি কামব্যাক করতে চলেছেন নয়া রূপে। কিন্তু আপনার হয়তো মনে আছে 'খিলাড়ি' ছবিতে আয়েশার মুখে নিজের মুখ থেকে জল বের করে ছিটিয়েছিলেন অক্ষয় কুমার। এবং আয়েশা সেটা মেনেও নিয়েছিলেন। এমন কেন করেছিলেন আয়েশ।

2 / 6
আসলে, সেটি ছিল একটি দৃশ্য। আয়েশা কিছু বলেননি ঠিকই, কিন্তু দৃশ্যটি শুটিং করার সময় তাঁর কি অস্বস্তি হয়নি একবারও?

আসলে, সেটি ছিল একটি দৃশ্য। আয়েশা কিছু বলেননি ঠিকই, কিন্তু দৃশ্যটি শুটিং করার সময় তাঁর কি অস্বস্তি হয়নি একবারও?

3 / 6
এক সাক্ষাৎকারে আয়েশা জানিয়েছেন, কাজের জন্য প্রতিশ্রুতি বদ্ধ থাকলে এই ধরনের দৃশ্যে শুটিং করতে তিনি আপত্তি করেন না।

এক সাক্ষাৎকারে আয়েশা জানিয়েছেন, কাজের জন্য প্রতিশ্রুতি বদ্ধ থাকলে এই ধরনের দৃশ্যে শুটিং করতে তিনি আপত্তি করেন না।

4 / 6
তিনি বলেছেন, "আসলে নিজের পরিচালক ও টিমের কাছে আত্মসমর্পণ করতে দিতে হয় কাজের সময়। কোনও কিছুতে আপত্তি থাকলে আগে থেকে বলে দিতেই আমি বিশ্বাস করি।"

তিনি বলেছেন, "আসলে নিজের পরিচালক ও টিমের কাছে আত্মসমর্পণ করতে দিতে হয় কাজের সময়। কোনও কিছুতে আপত্তি থাকলে আগে থেকে বলে দিতেই আমি বিশ্বাস করি।"

5 / 6
তিনি এও বলেছেন, "আমারও কিছু-কিছু বিষয়ে আপত্তি ছিল এবং আছে। কিছু পোশাক আমি পরি না আজও। কিছু দৃশ্যে আমিও আরাম বোধ করি না।" তিনি এও জানিয়েছেন, অক্ষয় কুমারের সঙ্গে অনস্ক্রিনে তাঁর সবচেয়ে ভাল কেমিস্ট্রি ছিল একটা সময়। তাঁকে আজ এত সফল দেখে অভিনেত্রী গর্ববোধ করেন।

তিনি এও বলেছেন, "আমারও কিছু-কিছু বিষয়ে আপত্তি ছিল এবং আছে। কিছু পোশাক আমি পরি না আজও। কিছু দৃশ্যে আমিও আরাম বোধ করি না।" তিনি এও জানিয়েছেন, অক্ষয় কুমারের সঙ্গে অনস্ক্রিনে তাঁর সবচেয়ে ভাল কেমিস্ট্রি ছিল একটা সময়। তাঁকে আজ এত সফল দেখে অভিনেত্রী গর্ববোধ করেন।

6 / 6
Follow Us: