Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Photo Gallery: চায়ের টানে বাংলাদেশ থেকে জলপাইগুড়িতে ‘চা-খোর’ মোশারফ করিম! ঘোর কাটছে না দোকানদারের

Jalpaiguri: দোকানদারের কথায়, "আমি তো অবাক যে আমার দোকানে মোশারফ বাবু এসেছেন। সাত সকালে মোশারফ বাবুকে চা দিতে পেরে আমি ভীষণ খুশি। এটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে।"

| Edited By: | Updated on: Jan 08, 2022 | 4:27 PM
যাঁর দোকানে চা খেলেন ওপার বাংলার প্রখ্যাত অভিনেতা সেই চা বিক্রেতা সৌভিক সরকারের যেন ঘোর কাটছে না। তাঁর কথায়, "আমি তো অবাক যে আমার দোকানে মোশারফ বাবু এসেছেন। সাত সকালে মোশারফ বাবুকে চা দিতে পেরে আমি ভীষণ খুশি। এটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে।" উল্লেখ্য, বাংলাদেশি এই অভিনেতা এখন পশ্চিমবঙ্গেও চুটিয়ে কাজ শুরু করেছেন। ইতিমধ্যে এখানে একাধিক ওয়েব সিরিজে অভিনয় করে ফেলেছেন তিনি।

যাঁর দোকানে চা খেলেন ওপার বাংলার প্রখ্যাত অভিনেতা সেই চা বিক্রেতা সৌভিক সরকারের যেন ঘোর কাটছে না। তাঁর কথায়, "আমি তো অবাক যে আমার দোকানে মোশারফ বাবু এসেছেন। সাত সকালে মোশারফ বাবুকে চা দিতে পেরে আমি ভীষণ খুশি। এটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে।" উল্লেখ্য, বাংলাদেশি এই অভিনেতা এখন পশ্চিমবঙ্গেও চুটিয়ে কাজ শুরু করেছেন। ইতিমধ্যে এখানে একাধিক ওয়েব সিরিজে অভিনয় করে ফেলেছেন তিনি।

1 / 5
উল্লেখ্য, লকডাউনের পর থেকেই তেলিপাড়ার চা- এর রমরমা ব্যবসা নজর কাড়তে শুরু করেছে ডুয়ার্সে। বর্তমানে এখানে প্রায় ২০টি দোকানে পাল্লা দিয়ে ভিন্ন ভিন্ন স্বাদের রকমারি চা বিক্রি হয়। সন্ধায় বিভিন্ন এলাকার মানুষের ভিড়ে জমজমাট চেহারা নেয় তেলিপাড়ার চায়ের দোকানগুলি। এদিন তেলিপাড়ায় এসে মোশারফ করিম বলেন, "উত্তরবঙ্গের মধ্যে তেলিপাড়ার চায়ের ব্যাপারে অনেক শুনেছি। গতকাল আমি কামাখ্যাগুড়িতে নাট্যোৎসবের উদ্বোধনে এসেছিলাম। আজ ফেরার পথে এখানে দাঁড়িয়ে চা খেলাম। ভাল লাগলো। চা কে কেন্দ্র করে এলাকার উন্নয়ন চোখে পড়ার মত।"

উল্লেখ্য, লকডাউনের পর থেকেই তেলিপাড়ার চা- এর রমরমা ব্যবসা নজর কাড়তে শুরু করেছে ডুয়ার্সে। বর্তমানে এখানে প্রায় ২০টি দোকানে পাল্লা দিয়ে ভিন্ন ভিন্ন স্বাদের রকমারি চা বিক্রি হয়। সন্ধায় বিভিন্ন এলাকার মানুষের ভিড়ে জমজমাট চেহারা নেয় তেলিপাড়ার চায়ের দোকানগুলি। এদিন তেলিপাড়ায় এসে মোশারফ করিম বলেন, "উত্তরবঙ্গের মধ্যে তেলিপাড়ার চায়ের ব্যাপারে অনেক শুনেছি। গতকাল আমি কামাখ্যাগুড়িতে নাট্যোৎসবের উদ্বোধনে এসেছিলাম। আজ ফেরার পথে এখানে দাঁড়িয়ে চা খেলাম। ভাল লাগলো। চা কে কেন্দ্র করে এলাকার উন্নয়ন চোখে পড়ার মত।"

2 / 5
শনিবার এশিয়ান হাইওয়ে ৪৮- এর পাশে তেলিপাড়ায় চা পানের জন্য দাঁড়ান তিনি। উল্লেখ্য শুক্রবার কামাখ্যাগুড়িতে নাট্যোৎসবের উদ্বোধনে আসেন মোশারফ করিম। এর পর শনিবার সেখান থেকে ফেরার পথে তেলিপাড়ার এক চায়ের দোকানে কেশর- চায়ে চুমুক দেন। আবার অন্যান্য চায়ের দোকানও ঘুরে দেখেন তিনি।

শনিবার এশিয়ান হাইওয়ে ৪৮- এর পাশে তেলিপাড়ায় চা পানের জন্য দাঁড়ান তিনি। উল্লেখ্য শুক্রবার কামাখ্যাগুড়িতে নাট্যোৎসবের উদ্বোধনে আসেন মোশারফ করিম। এর পর শনিবার সেখান থেকে ফেরার পথে তেলিপাড়ার এক চায়ের দোকানে কেশর- চায়ে চুমুক দেন। আবার অন্যান্য চায়ের দোকানও ঘুরে দেখেন তিনি।

3 / 5
চায়ের টানে সূদূর বাংলাদেশ থেকে ছুটে এলেন 'চা খোর'। তবে এই 'চা খোর' কোনও সাধারণ ব্যক্তিত্ব নয়, তিনি হলেন বাংলাদেশের বিখ্যাত নাট্যব্যক্তিত্ব মোশারফ করিম। যার প্রচুর ফ্যান রয়েছে উত্তরবঙ্গেও। তবে চা খোর নাটকের অভিনেতা যে সত্যি চা প্রেমিক তার প্রমাণ পাওয়া গেল এদিন। উত্তরবঙ্গের চায়ের অনেক গল্প শুনেছেন। আর সেই চায়ের টানেই উত্তরবঙ্গে চায়ের স্বাদ নিলেন।

চায়ের টানে সূদূর বাংলাদেশ থেকে ছুটে এলেন 'চা খোর'। তবে এই 'চা খোর' কোনও সাধারণ ব্যক্তিত্ব নয়, তিনি হলেন বাংলাদেশের বিখ্যাত নাট্যব্যক্তিত্ব মোশারফ করিম। যার প্রচুর ফ্যান রয়েছে উত্তরবঙ্গেও। তবে চা খোর নাটকের অভিনেতা যে সত্যি চা প্রেমিক তার প্রমাণ পাওয়া গেল এদিন। উত্তরবঙ্গের চায়ের অনেক গল্প শুনেছেন। আর সেই চায়ের টানেই উত্তরবঙ্গে চায়ের স্বাদ নিলেন।

4 / 5
জলপাইগুড়ি: 'দিন শেষে গুইনা দেখব ক' কাপ খাইছি।' এমনই ছিলেন 'চা খোর' নাটকে মুশারফ করিম (Mosharraf Karim)। ট্রেনে কোথাও চা না পেয়ে হাঁসফাঁস দশা হয় তাঁর। শেষে কাঁচা চা পাতা ফেলেছিলেন। দমফাটা সেই হাসির নাটক এখনও তরতাজা দর্শকের মনে। বাংলাদেশের সেই বিখ্যাত অভিনেতা মোশারফ করিম এসেছিলেন চায়ের জেলা জলপাইগুড়িতে।

জলপাইগুড়ি: 'দিন শেষে গুইনা দেখব ক' কাপ খাইছি।' এমনই ছিলেন 'চা খোর' নাটকে মুশারফ করিম (Mosharraf Karim)। ট্রেনে কোথাও চা না পেয়ে হাঁসফাঁস দশা হয় তাঁর। শেষে কাঁচা চা পাতা ফেলেছিলেন। দমফাটা সেই হাসির নাটক এখনও তরতাজা দর্শকের মনে। বাংলাদেশের সেই বিখ্যাত অভিনেতা মোশারফ করিম এসেছিলেন চায়ের জেলা জলপাইগুড়িতে।

5 / 5
Follow Us: