Bigg Boss 15: রয়েছে ডাক্তারি ডিগ্রি, ভালবাসেন মডেলিং, কাশ্মীরের উমর এই সিজনের অন্যতম প্রধান সেনসেশন!

রয়েছে এমবিবিএস ডিগ্রিও। মুম্বইয়ের এক হাসপাতালে দীর্ঘদিন ডাক্তারিও করেছেন উমর। জেনে নিন তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য।

| Edited By: | Updated on: Oct 02, 2021 | 4:48 PM
শুরু হতে চলেছে বিগবসের নতুন সিজন। এই সিজনে অংশ নিতে চলেছেন প্রাক্তন বিগবস প্রতিযোগী আসিম রিয়াজের দাদা উমর রিয়াজ। যিনি আদপে একজন ডাক্তার।

শুরু হতে চলেছে বিগবসের নতুন সিজন। এই সিজনে অংশ নিতে চলেছেন প্রাক্তন বিগবস প্রতিযোগী আসিম রিয়াজের দাদা উমর রিয়াজ। যিনি আদপে একজন ডাক্তার।

1 / 7
রয়েছে এমবিবিএস ডিগ্রিও। মুম্বইয়ের এক হাসপাতালে দীর্ঘদিন ডাক্তারিও করেছেন উমর। জেনে নিন তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য।

রয়েছে এমবিবিএস ডিগ্রিও। মুম্বইয়ের এক হাসপাতালে দীর্ঘদিন ডাক্তারিও করেছেন উমর। জেনে নিন তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য।

2 / 7
জম্মু-কাশ্মীরে জন্ম নেওয়া আসিম ছোট থেকেই চাইতেন ডাক্তার হতে। জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ থেকে লাভ করেন ডাক্তারি ডিগ্রি। মুম্বইয়ের এক হাসপাতালে প্র্যাকটিসও করতেন।

জম্মু-কাশ্মীরে জন্ম নেওয়া আসিম ছোট থেকেই চাইতেন ডাক্তার হতে। জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ থেকে লাভ করেন ডাক্তারি ডিগ্রি। মুম্বইয়ের এক হাসপাতালে প্র্যাকটিসও করতেন।

3 / 7
ডাক্তারির পাশাপাশি মডেলিং ও অভিনয়ের প্রতি ঝোঁক ছিল বরাবর। ভাইয়ের পাশাপাশি এই পেশাতেও হাত পাকাতে দেরি করেননি। ইনস্টাগ্রাম ঘাঁটলেই তাই দেখা যায় একগুচ্ছ ফোটোশুটের ছবি।

ডাক্তারির পাশাপাশি মডেলিং ও অভিনয়ের প্রতি ঝোঁক ছিল বরাবর। ভাইয়ের পাশাপাশি এই পেশাতেও হাত পাকাতে দেরি করেননি। ইনস্টাগ্রাম ঘাঁটলেই তাই দেখা যায় একগুচ্ছ ফোটোশুটের ছবি।

4 / 7
শক্ত চোয়াল, পেশিবহুল শরীর, জনপ্রিয়তায় ভাইয়ের থেকে কোনও অংশে কম যান না তিনি। অভিনেত্রী সোনাল ভেঙ্গুরলেকরের সঙ্গে তাঁর সম্পর্কের চর্চা রয়েছে ইন্ডাস্ট্রিতে।

শক্ত চোয়াল, পেশিবহুল শরীর, জনপ্রিয়তায় ভাইয়ের থেকে কোনও অংশে কম যান না তিনি। অভিনেত্রী সোনাল ভেঙ্গুরলেকরের সঙ্গে তাঁর সম্পর্কের চর্চা রয়েছে ইন্ডাস্ট্রিতে।

5 / 7
ভাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ মধুর। বিগবসের ১৩ তম সিজনে আসিম যখন একের পর এক সমালোচনার মুখে পড়েছিলেন ভাইয়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন উমর।

ভাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ মধুর। বিগবসের ১৩ তম সিজনে আসিম যখন একের পর এক সমালোচনার মুখে পড়েছিলেন ভাইয়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন উমর।

6 / 7
আসিম দ্বিতীয় হয়েছিলেন বিগবসে। উমর কত দূর এগতে পারেন, এখন সেটাই দেখার।

আসিম দ্বিতীয় হয়েছিলেন বিগবসে। উমর কত দূর এগতে পারেন, এখন সেটাই দেখার।

7 / 7
Follow Us: