Richest YouTuber of India: ভিডিয়ো বানিয়েই আয় কয়েক শো কোটি! জানেন, কোন ইউটিউবারের রোজগার কত?

Richest YouTuber of India: প্রভাবশালী হিসাবে নিজেদের কেরিয়ার গড়ে মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন অনেকে। মোটিভেশনাল ভিডিয়ো থেকে কৌতুক ভিডিয়ো, ভারতের সব থেকে বেশি আয় করা ইউটিউবার কারা? তাঁদের উপার্জনই বা কত?

| Updated on: Sep 10, 2024 | 4:09 PM
সমাজমাধ্যমে এখন প্রভাবশালীদের শেষ নেই। তাঁদের ফলোয়াড়দের সংখ্যাও নেহাত কম নয়। বরখা সিংহ, কুশা কপিলা, প্রাজক্তা কোহলি আরও অনেক অনেক নাম। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব সহ আরও নানা মাধ্যম রয়েছে। তবে ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ইউটিউব, গুগলের পরেই সব থেকে অধিক ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানেই প্রভাবশালী হিসাবে নিজেদের কেরিয়ার গড়ে মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন অনেকে। মোটিভেশনাল ভিডিয়ো থেকে কৌতুক ভিডিয়ো, ভারতের সব থেকে বেশি আয় করা ইউটিউবার কারা? তাঁদের উপার্জনই বা কত?

সমাজমাধ্যমে এখন প্রভাবশালীদের শেষ নেই। তাঁদের ফলোয়াড়দের সংখ্যাও নেহাত কম নয়। বরখা সিংহ, কুশা কপিলা, প্রাজক্তা কোহলি আরও অনেক অনেক নাম। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব সহ আরও নানা মাধ্যম রয়েছে। তবে ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ইউটিউব, গুগলের পরেই সব থেকে অধিক ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানেই প্রভাবশালী হিসাবে নিজেদের কেরিয়ার গড়ে মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন অনেকে। মোটিভেশনাল ভিডিয়ো থেকে কৌতুক ভিডিয়ো, ভারতের সব থেকে বেশি আয় করা ইউটিউবার কারা? তাঁদের উপার্জনই বা কত?

1 / 8
গৌরব চৌধুরি - সমাজমাধ্যমে 'টেকনিকাল গুরুজি' নামে পরিচিত গৌরব। নানা নতুন গেজেট, সফটওয়ার, এবং নতুন নতুন মোবাইল-গেজেটের রিভিউ করে শিক্ষা মূলক ভিডিয়ো তৈরি করেন গৌরব। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার ২৩.৬ মিলিয়ন। গৌরবের মোট  সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫৬ কোটি টাকা।

গৌরব চৌধুরি - সমাজমাধ্যমে 'টেকনিকাল গুরুজি' নামে পরিচিত গৌরব। নানা নতুন গেজেট, সফটওয়ার, এবং নতুন নতুন মোবাইল-গেজেটের রিভিউ করে শিক্ষা মূলক ভিডিয়ো তৈরি করেন গৌরব। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার ২৩.৬ মিলিয়ন। গৌরবের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫৬ কোটি টাকা।

2 / 8
ভুবন বাম - তালিকায় উপরের দিকে রয়েছেন ভুবন বাম। যদিও সমাজমাধ্যমে তিনি পরিচিত 'বিবি কি ভাইনস' নামেই। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ২৬ মিলিয়ন। তাঁর বর্তমানে মোট সম্পদের বাজার মূল্য ১২২ কোটি টাকা।

ভুবন বাম - তালিকায় উপরের দিকে রয়েছেন ভুবন বাম। যদিও সমাজমাধ্যমে তিনি পরিচিত 'বিবি কি ভাইনস' নামেই। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ২৬ মিলিয়ন। তাঁর বর্তমানে মোট সম্পদের বাজার মূল্য ১২২ কোটি টাকা।

3 / 8
অমিত ভান্ডানা - পেশায় আইনজীবি হলেও ইউটিউবে কৌতুক ভিডিয়ো বানিয়ে জনপ্রিয়তা পেয়েছেন অমিত। বর্তমানে তাঁর চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা ২৪ মিলিয়নের বেশি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৫৮ কোটি টাকা।

অমিত ভান্ডানা - পেশায় আইনজীবি হলেও ইউটিউবে কৌতুক ভিডিয়ো বানিয়ে জনপ্রিয়তা পেয়েছেন অমিত। বর্তমানে তাঁর চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা ২৪ মিলিয়নের বেশি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৫৮ কোটি টাকা।

4 / 8
সন্দীপ মহেশ্বরী - মোটিভেশনাল স্পিকার হিসাবে সন্দীপের পরিচিতি ভারত জোড়া। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ২৭.৮ মিলিয়ন। বর্তমানে সন্দীপের সম্পত্তির পরিমাণ প্রায় ৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ কোটি টাকা।

সন্দীপ মহেশ্বরী - মোটিভেশনাল স্পিকার হিসাবে সন্দীপের পরিচিতি ভারত জোড়া। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ২৭.৮ মিলিয়ন। বর্তমানে সন্দীপের সম্পত্তির পরিমাণ প্রায় ৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ কোটি টাকা।

5 / 8
অজয় নাগার - সমাজমাধ্যমে তিনি পরিচিত 'ক্যারি মিনতি'। অনলাইন গেমিং দুনিয়ায় এবং রোস্টিং ভিডিয়ো করে জনপ্রিয়তা অর্জন করেছেন অজয়। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়িয়েছে ৩৯.২ মিলিয়নের গণ্ডি। বর্তমানে অজয়ের পকেটে রয়েছে প্রায় ৪১ কোটি টাকা।

অজয় নাগার - সমাজমাধ্যমে তিনি পরিচিত 'ক্যারি মিনতি'। অনলাইন গেমিং দুনিয়ায় এবং রোস্টিং ভিডিয়ো করে জনপ্রিয়তা অর্জন করেছেন অজয়। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়িয়েছে ৩৯.২ মিলিয়নের গণ্ডি। বর্তমানে অজয়ের পকেটে রয়েছে প্রায় ৪১ কোটি টাকা।

6 / 8
আশীষ চাঁচলানি - রোজকার জীবনের ঘটনা নিয়ে কৌতুক ভিডিয়ো তৈরি করেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন আশীষ। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার রয়েছে ৩০.৪ মিলিয়ন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।

আশীষ চাঁচলানি - রোজকার জীবনের ঘটনা নিয়ে কৌতুক ভিডিয়ো তৈরি করেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন আশীষ। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার রয়েছে ৩০.৪ মিলিয়ন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।

7 / 8
দিলরাজ সিংহ - ইউটিউবে তাঁর পরিচিতি 'মিস্টার ইন্ডিয়ান হ্যাকার' রূপে। বিজ্ঞানভিত্তিক পরীক্ষানীরিক্ষা, লাইফ হ্যাকস জাতীয় ভিডিয়ো তৈরি করেন দিলরাজ। ইউটিউবে তাঁর ৩১.৭ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। দিলরাজের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৬ কোটি টাকা।

দিলরাজ সিংহ - ইউটিউবে তাঁর পরিচিতি 'মিস্টার ইন্ডিয়ান হ্যাকার' রূপে। বিজ্ঞানভিত্তিক পরীক্ষানীরিক্ষা, লাইফ হ্যাকস জাতীয় ভিডিয়ো তৈরি করেন দিলরাজ। ইউটিউবে তাঁর ৩১.৭ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। দিলরাজের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৬ কোটি টাকা।

8 / 8
Follow Us:
ভারতের হাতে নতুন ব্রহ্মাস্ত্র, এয়ার ডিফেন্সে এলিট ক্লাবে ভারত
ভারতের হাতে নতুন ব্রহ্মাস্ত্র, এয়ার ডিফেন্সে এলিট ক্লাবে ভারত
চাপ বাড়ছে মধ্যবিত্তের, বাড়তে পারে হোম লোনের ইএমআই!
চাপ বাড়ছে মধ্যবিত্তের, বাড়তে পারে হোম লোনের ইএমআই!
'রান্নাঘর'-এ কণীনিকার সঙ্গী মেয়ে কিয়া! মা-মেয়ের জুটিকে নিয়ে শুরু আলোচন
'রান্নাঘর'-এ কণীনিকার সঙ্গী মেয়ে কিয়া! মা-মেয়ের জুটিকে নিয়ে শুরু আলোচন
কীভাবে কলকাতার একটি ছেলে হয়ে উঠলেন ভারতীয় সিনেমার মিঠুনদা?
কীভাবে কলকাতার একটি ছেলে হয়ে উঠলেন ভারতীয় সিনেমার মিঠুনদা?
Katrina Kaif: চিন্তিত ভক্তরা, হঠাৎ কী হল নায়িকার! সব ঠিক আছে তো?
Katrina Kaif: চিন্তিত ভক্তরা, হঠাৎ কী হল নায়িকার! সব ঠিক আছে তো?
'ডাক্তারদের ভয় করে', ভাইরাল অরিজিতের পুরনো ভিডিয়ো
'ডাক্তারদের ভয় করে', ভাইরাল অরিজিতের পুরনো ভিডিয়ো
স্কুলের গন্ডি পার করেনি,বাবা অভিষেকের মৃত্যুর ২ বছরে বড় সিদ্ধান্ত
স্কুলের গন্ডি পার করেনি,বাবা অভিষেকের মৃত্যুর ২ বছরে বড় সিদ্ধান্ত
চাইল্ড শেল্টারে অস্ত্রাগার, শিশুরা যখন ‘হাতিয়ার’
চাইল্ড শেল্টারে অস্ত্রাগার, শিশুরা যখন ‘হাতিয়ার’
শেষে কিনা আমির খানকে নিয়েই রসিকতা শাহরুখ খানের! কী হয়েছে জানেন?
শেষে কিনা আমির খানকে নিয়েই রসিকতা শাহরুখ খানের! কী হয়েছে জানেন?
ইরানের পরমাণু চুল্লি টার্গেট এবার! মিসাইল গর্ত করল?
ইরানের পরমাণু চুল্লি টার্গেট এবার! মিসাইল গর্ত করল?