থাকতেন জয়ার সঙ্গে একই বাড়িতে, রেখা-অমিতাভের প্রথম দেখা কোথায় জানেন?
Rekha-Amitabh: নিজের সবটা দিয়ে তিনি চেষ্টা করে গিয়েছিলেন অমিতাভ বচ্চনকে সাপোর্ট করতে। তারপর অনেকটা বিরতি পড়ে যায় রেখা ও অমিতাভ বচ্চনের আলাপ চারিতায়। এরপর যখন তাঁরা একসঙ্গে ছবি করা শুরু করেন, সম্পর্কের জল্পনা উষ্কে যায় তখন থেকেই।
1 / 8
অমিতাভ বচ্চন ও রেখা, বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের নিয়ে পরকীয়ার নানা কাহিনি রটে গেলেও, অমিতাভ বচ্চন নিজের সংসার ভাঙতে দেননি। জয়া বচ্চনের হাত কোনওদিন ছাড়েননি।
2 / 8
অন্যদিকে জয়া বচ্চন ছিলেন নিজের লক্ষ্যে স্থির। তিনিও বুঝতেন সবটাই কিন্তু কোনওদিন সংসার ছাড়ার সিদ্ধান্ত নেননি। তবে রেখা প্রকাশ্যে বারবার নিজের মনের কথা তুলে ধরতে পিছপা হননি। কীভাবে আলাপ অমিতাভ-রেখার জানেন?
3 / 8
Rekha: The Untold Story- বইয়ে একটি চ্যাপ্টার রয়েছে, নাম দিদিভাই। সেখানেই রেখা ও জয়ার বন্ধুত্ব সম্পর্কে বিস্তারিত লেখা ছিল। সাতের দশকের শুরুতে তাঁদের মধ্যে খুব ভাল বন্ধুত্ব ছিল।
4 / 8
পাশাপাশি বাড়িতেই থাকতেন জয়া ও রেখা। রেখা মাঝে মধ্যেই জয়ার সঙ্গে দেখা করতে যেতেন। একটা সময় তা নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়। প্রায় একসঙ্গেই থাকতেন তাঁরা।
5 / 8
তবে প্রথম ছবি সফল হওয়ার পর রেখা নিজের প্রথম ফ্ল্যাট কেনেন মুম্বইতে। মাত্র ১৮ বছর বয়সেই তিনি জুহুতে থাকা শুরু করেছিলেন। সেই একই অ্যাপার্টমেন্টেই থাকতেন জয়া বচ্চন।
6 / 8
সেই সময়ই জয়ার কাছের বন্ধু অমিতাভ বচ্চনের সঙ্গে আলাপ হয়েছিল রেখার। তখন জয়া ও অমিতাভ বচ্চন একে অন্যের সঙ্গে প্রেম করছেন।
7 / 8
সেই সময় জয়া অমিতাভকে নিয়ে ব্যস্ত। কারণ অমিতাভের কেরিয়ার তখনও সেভাবে দাঁড়ায়নি। নিজের সবটা দিয়ে তিনি চেষ্টা করে গিয়েছিলেন অমিতাভ বচ্চনকে সাপোর্ট করতে।
8 / 8
তারপর অনেকটা বিরতি পড়ে যায় রেখা ও অমিতাভ বচ্চনের আলাপ চারিতায়। এরপর যখন তাঁরা একসঙ্গে ছবি করা শুরু করেন, সম্পর্কের জল্পনা উষ্কে যায় তখন থেকেই।