থাকতেন জয়ার সঙ্গে একই বাড়িতে, রেখা-অমিতাভের প্রথম দেখা কোথায় জানেন?

Mar 07, 2024 | 11:23 AM

Rekha-Amitabh: নিজের সবটা দিয়ে তিনি চেষ্টা করে গিয়েছিলেন অমিতাভ বচ্চনকে সাপোর্ট করতে। তারপর অনেকটা বিরতি পড়ে যায় রেখা ও অমিতাভ বচ্চনের আলাপ চারিতায়। এরপর যখন তাঁরা একসঙ্গে ছবি করা শুরু করেন, সম্পর্কের জল্পনা উষ্কে যায় তখন থেকেই।

1 / 8
অমিতাভ বচ্চন ও রেখা, বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের নিয়ে পরকীয়ার নানা কাহিনি রটে গেলেও, অমিতাভ বচ্চন নিজের সংসার ভাঙতে দেননি। জয়া বচ্চনের হাত কোনওদিন ছাড়েননি।

অমিতাভ বচ্চন ও রেখা, বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের নিয়ে পরকীয়ার নানা কাহিনি রটে গেলেও, অমিতাভ বচ্চন নিজের সংসার ভাঙতে দেননি। জয়া বচ্চনের হাত কোনওদিন ছাড়েননি।

2 / 8
অন্যদিকে জয়া বচ্চন ছিলেন নিজের লক্ষ্যে স্থির। তিনিও বুঝতেন সবটাই কিন্তু কোনওদিন সংসার ছাড়ার সিদ্ধান্ত নেননি। তবে রেখা প্রকাশ্যে বারবার নিজের মনের কথা তুলে ধরতে পিছপা হননি। কীভাবে আলাপ অমিতাভ-রেখার জানেন?

অন্যদিকে জয়া বচ্চন ছিলেন নিজের লক্ষ্যে স্থির। তিনিও বুঝতেন সবটাই কিন্তু কোনওদিন সংসার ছাড়ার সিদ্ধান্ত নেননি। তবে রেখা প্রকাশ্যে বারবার নিজের মনের কথা তুলে ধরতে পিছপা হননি। কীভাবে আলাপ অমিতাভ-রেখার জানেন?

3 / 8
Rekha: The Untold Story- বইয়ে একটি চ্যাপ্টার রয়েছে, নাম দিদিভাই। সেখানেই রেখা ও জয়ার বন্ধুত্ব সম্পর্কে বিস্তারিত লেখা ছিল। সাতের দশকের শুরুতে তাঁদের মধ্যে খুব ভাল বন্ধুত্ব ছিল।

Rekha: The Untold Story- বইয়ে একটি চ্যাপ্টার রয়েছে, নাম দিদিভাই। সেখানেই রেখা ও জয়ার বন্ধুত্ব সম্পর্কে বিস্তারিত লেখা ছিল। সাতের দশকের শুরুতে তাঁদের মধ্যে খুব ভাল বন্ধুত্ব ছিল।

4 / 8
পাশাপাশি বাড়িতেই থাকতেন জয়া ও রেখা। রেখা মাঝে মধ্যেই জয়ার সঙ্গে দেখা করতে যেতেন। একটা সময় তা নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়। প্রায় একসঙ্গেই থাকতেন তাঁরা।

পাশাপাশি বাড়িতেই থাকতেন জয়া ও রেখা। রেখা মাঝে মধ্যেই জয়ার সঙ্গে দেখা করতে যেতেন। একটা সময় তা নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়। প্রায় একসঙ্গেই থাকতেন তাঁরা।

5 / 8
তবে প্রথম ছবি সফল হওয়ার পর রেখা নিজের প্রথম ফ্ল্যাট কেনেন মুম্বইতে। মাত্র ১৮ বছর বয়সেই তিনি জুহুতে থাকা শুরু করেছিলেন। সেই একই অ্যাপার্টমেন্টেই থাকতেন জয়া বচ্চন।

তবে প্রথম ছবি সফল হওয়ার পর রেখা নিজের প্রথম ফ্ল্যাট কেনেন মুম্বইতে। মাত্র ১৮ বছর বয়সেই তিনি জুহুতে থাকা শুরু করেছিলেন। সেই একই অ্যাপার্টমেন্টেই থাকতেন জয়া বচ্চন।

6 / 8
সেই সময়ই জয়ার কাছের বন্ধু অমিতাভ বচ্চনের সঙ্গে আলাপ হয়েছিল রেখার। তখন জয়া ও অমিতাভ বচ্চন একে অন্যের সঙ্গে প্রেম করছেন।

সেই সময়ই জয়ার কাছের বন্ধু অমিতাভ বচ্চনের সঙ্গে আলাপ হয়েছিল রেখার। তখন জয়া ও অমিতাভ বচ্চন একে অন্যের সঙ্গে প্রেম করছেন।

7 / 8
সেই সময় জয়া অমিতাভকে নিয়ে ব্যস্ত। কারণ অমিতাভের কেরিয়ার তখনও সেভাবে দাঁড়ায়নি। নিজের সবটা দিয়ে তিনি চেষ্টা করে গিয়েছিলেন অমিতাভ বচ্চনকে সাপোর্ট করতে।

সেই সময় জয়া অমিতাভকে নিয়ে ব্যস্ত। কারণ অমিতাভের কেরিয়ার তখনও সেভাবে দাঁড়ায়নি। নিজের সবটা দিয়ে তিনি চেষ্টা করে গিয়েছিলেন অমিতাভ বচ্চনকে সাপোর্ট করতে।

8 / 8
তারপর অনেকটা বিরতি পড়ে যায় রেখা ও অমিতাভ বচ্চনের আলাপ চারিতায়। এরপর যখন তাঁরা একসঙ্গে ছবি করা শুরু করেন, সম্পর্কের জল্পনা উষ্কে যায় তখন থেকেই।

তারপর অনেকটা বিরতি পড়ে যায় রেখা ও অমিতাভ বচ্চনের আলাপ চারিতায়। এরপর যখন তাঁরা একসঙ্গে ছবি করা শুরু করেন, সম্পর্কের জল্পনা উষ্কে যায় তখন থেকেই।

Next Photo Gallery