Koel Mallick: বিশেষভাবে সক্ষম ভাইদের সঙ্গে কোয়েলের ভাইফোঁটা, রইল মন ভাল করা ছবি

Koel Mallick: উৎসবের শেষ সময় আগত। দুর্গাপুজা, কালীপুজো শেষ করে আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে ভাইফোঁটা। বিশেষ দিন প্রিয় ভাইদের ফোঁটা দিতে বাদ গেলেন না অভিনেত্রী কোয়েল মল্লিকও।

| Edited By: | Updated on: Nov 14, 2023 | 10:04 PM
উৎসবের শেষ সময় আগত। দুর্গাপুজা, কালীপুজো শেষ করে আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে ভাইফোঁটা। বিশেষ দিন প্রিয় ভাইদের ফোঁটা দিতে বাদ গেলেন না অভিনেত্রী কোয়েল মল্লিকও।

উৎসবের শেষ সময় আগত। দুর্গাপুজা, কালীপুজো শেষ করে আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে ভাইফোঁটা। বিশেষ দিন প্রিয় ভাইদের ফোঁটা দিতে বাদ গেলেন না অভিনেত্রী কোয়েল মল্লিকও।

1 / 8
না, এই সব ভাইদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই। তবে কখনও কখনও রক্তের সম্পর্কের চেয়ে কাছের হয় ওঠে হৃদয়ের সম্পর্ক। সেই জোরেই সহজ হয়ে যায় সবকিছু।

না, এই সব ভাইদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই। তবে কখনও কখনও রক্তের সম্পর্কের চেয়ে কাছের হয় ওঠে হৃদয়ের সম্পর্ক। সেই জোরেই সহজ হয়ে যায় সবকিছু।

2 / 8
এই যেমন কোয়েল মল্লিক গিয়েছিলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার কাছে যারা বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে কাজ করে থাকেন।

এই যেমন কোয়েল মল্লিক গিয়েছিলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার কাছে যারা বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে কাজ করে থাকেন।

3 / 8
এই ভাইফোঁটায় তাঁদেরকেই পরম যত্নে ফোঁটা দিয়ে বেজায় খুশি কোয়েল। তিনি লেখেন, "আজ আমার জন্য একটা বিশেষ দিন। আমার বিশেষ ক্ষমতাসম্পন্ন ভাইদের আজ ফোঁটা দিলাম।"

এই ভাইফোঁটায় তাঁদেরকেই পরম যত্নে ফোঁটা দিয়ে বেজায় খুশি কোয়েল। তিনি লেখেন, "আজ আমার জন্য একটা বিশেষ দিন। আমার বিশেষ ক্ষমতাসম্পন্ন ভাইদের আজ ফোঁটা দিলাম।"

4 / 8
তিনি যোগ করেন, "সবাইকে ধন্যবাদ জানালাম। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।" কোয়েলের এই কাজে প্রশংসায় ফেটে পড়েছেন তাঁর ভক্তরা।

তিনি যোগ করেন, "সবাইকে ধন্যবাদ জানালাম। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।" কোয়েলের এই কাজে প্রশংসায় ফেটে পড়েছেন তাঁর ভক্তরা।

5 / 8
 তাঁদের একটাই বক্তব্য, "সাধে কি আর কোয়েলকে টলি-কুইন বলে? এই পুজোয় মুক্তি পেয়েছিলে অরিন্দম শীলের মিতিন মাসি। ওই ছবিতে অভিনয় করেছিলেন কোয়েল। ছবিটি বক্সঅফিসে মোটামুটি ব্যবসা করেছে।

তাঁদের একটাই বক্তব্য, "সাধে কি আর কোয়েলকে টলি-কুইন বলে? এই পুজোয় মুক্তি পেয়েছিলে অরিন্দম শীলের মিতিন মাসি। ওই ছবিতে অভিনয় করেছিলেন কোয়েল। ছবিটি বক্সঅফিসে মোটামুটি ব্যবসা করেছে।

6 / 8
৫৫ ডিগ্রির মতো অস্বস্তিতেও দাপটের সঙ্গে কাজ চালিয়ে গিয়েছে মিতিন মাসি টিম, ছেলে হওয়ার পর কাজ কমিয়ে দিয়েছেন কোয়েল।

৫৫ ডিগ্রির মতো অস্বস্তিতেও দাপটের সঙ্গে কাজ চালিয়ে গিয়েছে মিতিন মাসি টিম, ছেলে হওয়ার পর কাজ কমিয়ে দিয়েছেন কোয়েল।

7 / 8
 এখন তাঁর জীবনজুড়ে ছেলে কবীর। তাঁকে নিয়েই সুখের সংসার তাঁর, সঙ্গে স্বামী নিসপাল সিং রানে ও পরিবারের প্রিয়জনেরা।

এখন তাঁর জীবনজুড়ে ছেলে কবীর। তাঁকে নিয়েই সুখের সংসার তাঁর, সঙ্গে স্বামী নিসপাল সিং রানে ও পরিবারের প্রিয়জনেরা।

8 / 8
Follow Us: