Rashmika Mandana: রাম চরণ থেকে শাহিদ কাপুর, একাধিক স্টারের প্রস্তাব ফিরিয়েছেন রশ্মিকা, তালিকায় আরও কারা?

Gossip: বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন রশ্মিকা মন্দানা। হয় বিতর্ক, নয় ছবির মুক্তিকে কেন্দ্র করেই বারে বারে চর্চিত হয়েছেন তিনি।

| Edited By: | Updated on: Apr 09, 2023 | 9:51 AM
বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন রশ্মিকা মন্দানা। হয় বিতর্ক, নয় ছবির মুক্তিকে কেন্দ্র করেই বারে বারে চর্চিত হয়েছেন তিনি। বলিউডের প্রশংসা করে রীতিমত কটাক্ষের মুখে পড়তে হয় এই দক্ষিণী অভিনেত্রীকে।

বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন রশ্মিকা মন্দানা। হয় বিতর্ক, নয় ছবির মুক্তিকে কেন্দ্র করেই বারে বারে চর্চিত হয়েছেন তিনি। বলিউডের প্রশংসা করে রীতিমত কটাক্ষের মুখে পড়তে হয় এই দক্ষিণী অভিনেত্রীকে।

1 / 8
 বলিউডেও একাধিক ছবি করছেন তিনি। দক্ষিণী ছবি পুষ্পার (Pushpa) মধ্যে দিয়ে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন রশ্মিকা মন্দানা। তারপর থেকেই একের পর এক ছবির প্রস্তাব আসতে থাকা।

বলিউডেও একাধিক ছবি করছেন তিনি। দক্ষিণী ছবি পুষ্পার (Pushpa) মধ্যে দিয়ে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন রশ্মিকা মন্দানা। তারপর থেকেই একের পর এক ছবির প্রস্তাব আসতে থাকা।

2 / 8
ইতিমধ্যেই তাঁর বলিউডের প্রথম ছবি মুক্তি পেয়ে গিয়েছে। ছবির নাম ‘গুডবাই’। অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর প্রথম ছবি। তবে বক্স অফিসে ছবি সেভাবে কাজ না করলেও পরবর্তী ছবি ‘অ্যানিম্যাল’ নিয়ে বেজায় ব্যস্ত তিনি।

ইতিমধ্যেই তাঁর বলিউডের প্রথম ছবি মুক্তি পেয়ে গিয়েছে। ছবির নাম ‘গুডবাই’। অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর প্রথম ছবি। তবে বক্স অফিসে ছবি সেভাবে কাজ না করলেও পরবর্তী ছবি ‘অ্যানিম্যাল’ নিয়ে বেজায় ব্যস্ত তিনি।

3 / 8
এই সেলেবই একটা সময় একের পর এক ছবির প্রস্তাব ফিরিয়েছেন। ফিরিয়েছেন বাঘাবাঘা পরিচালক থেকে শুরু করে শাহিদ কাপুর, রাম চরণকেও।

এই সেলেবই একটা সময় একের পর এক ছবির প্রস্তাব ফিরিয়েছেন। ফিরিয়েছেন বাঘাবাঘা পরিচালক থেকে শুরু করে শাহিদ কাপুর, রাম চরণকেও।

4 / 8
সঞ্জয়লীলা ভনসালি- সঞ্জয়লীলা ভনসালি একটি ড্রিম প্রজেক্টে তাঁকে নিতে চেয়েছিলেন। কিন্তু রশ্মিকা রাজি হননি।

সঞ্জয়লীলা ভনসালি- সঞ্জয়লীলা ভনসালি একটি ড্রিম প্রজেক্টে তাঁকে নিতে চেয়েছিলেন। কিন্তু রশ্মিকা রাজি হননি।

5 / 8
শাহিদ কাপুর- জার্সি ছবিতে শাহিদ কাপুরের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন রশ্মিকা মন্দানা। কিন্তু তিনি তা গ্রহণ করেননি।

শাহিদ কাপুর- জার্সি ছবিতে শাহিদ কাপুরের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন রশ্মিকা মন্দানা। কিন্তু তিনি তা গ্রহণ করেননি।

6 / 8
রাম চরণ- আরসি ১৫-র প্রস্তাবও পেয়েছিলেন তিনি। তবে সেই ছবির প্রস্তাব গ্রহণ করেননি। বরং তাঁর বদলে ছবিতে জায়গা করে নিয়েছিলেন কিয়ারা।

রাম চরণ- আরসি ১৫-র প্রস্তাবও পেয়েছিলেন তিনি। তবে সেই ছবির প্রস্তাব গ্রহণ করেননি। বরং তাঁর বদলে ছবিতে জায়গা করে নিয়েছিলেন কিয়ারা।

7 / 8
বিজয় থালাপতি- বিজয় থালাপতি প্রথম পছন্দ করেছিলেন রশ্মিকাকে। তবে রশ্মিকা তাঁর সঙ্গে ছবি করতে রাজি হননি।

বিজয় থালাপতি- বিজয় থালাপতি প্রথম পছন্দ করেছিলেন রশ্মিকাকে। তবে রশ্মিকা তাঁর সঙ্গে ছবি করতে রাজি হননি।

8 / 8
Follow Us: