‘মন্নত’ কিনেই সব টাকা শেষ, কীভাবে সাধের বাংলো সাজিয়েছিলেন শাহরুখ-গৌরী?

Shah Rukh Khan: প্রিয় তারকা শাহরুখ খানকে নিয়ে মাতামাতির শেষ নেই ভক্তদের। এসআরকের ব্যক্তিগত জীবনেও উঁকিঝুঁকি মারেন তাঁরা। জানেন কি শাহরুখের 'মন্নত' কে কীভাবে সাজিয়ে তুলেছিলেন তিনি? জানলে অবাক হবেন। রইল মন্নত সেজে ওঠার কাহিনী।

| Updated on: Jan 01, 2024 | 4:57 PM
বলিউডের বাদশাহ তিনি।  বিশ্বজোড়ো খ্যাতি তাঁর। তিনি আর কেউ নন সকলের প্রিয় শাহরুখ খান। বলিউড তাঁকে রাজার আসনে বসিয়েছে। (ছবি: সোশ্যাল মিডিয়া)

বলিউডের বাদশাহ তিনি। বিশ্বজোড়ো খ্যাতি তাঁর। তিনি আর কেউ নন সকলের প্রিয় শাহরুখ খান। বলিউড তাঁকে রাজার আসনে বসিয়েছে। (ছবি: সোশ্যাল মিডিয়া)

1 / 8
ভক্তদের হৃদয়ে বসবাস করেন তিনি। প্রিয় এসআরকের সিনেমা মানেই প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়। বিশ্বের কোণায় কোণায় ছড়িয়ে রয়েছেন শাহরুখ ভক্তরা। (ছবি: সোশ্যাল মিডিয়া)

ভক্তদের হৃদয়ে বসবাস করেন তিনি। প্রিয় এসআরকের সিনেমা মানেই প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়। বিশ্বের কোণায় কোণায় ছড়িয়ে রয়েছেন শাহরুখ ভক্তরা। (ছবি: সোশ্যাল মিডিয়া)

2 / 8
প্রিয় তারকাকে নিয়ে মাতামাতির শেষ নেই তাঁদের। এসআরকের ব্যক্তিগত জীবনেও উঁকিঝুঁকি মারেন তাঁরা। জানেন কি শাহরুখের 'মন্নাত' কে কীভাবে সাজিয়ে তুলেছিলেন তিনি? (ছবি: সোশ্যাল মিডিয়া)

প্রিয় তারকাকে নিয়ে মাতামাতির শেষ নেই তাঁদের। এসআরকের ব্যক্তিগত জীবনেও উঁকিঝুঁকি মারেন তাঁরা। জানেন কি শাহরুখের 'মন্নাত' কে কীভাবে সাজিয়ে তুলেছিলেন তিনি? (ছবি: সোশ্যাল মিডিয়া)

3 / 8
'মন্নত' সম্পর্কে আগ্রহ নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মায়ানগরীর অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে এসআরকের মন্নত। মুম্বই ঘুরতে গেলে সেখানে এক বার যাওয়া চাই-ই চাই ভক্তদের। (ছবি: সোশ্যাল মিডিয়া)

'মন্নত' সম্পর্কে আগ্রহ নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মায়ানগরীর অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে এসআরকের মন্নত। মুম্বই ঘুরতে গেলে সেখানে এক বার যাওয়া চাই-ই চাই ভক্তদের। (ছবি: সোশ্যাল মিডিয়া)

4 / 8
তবে এই 'মন্নত' তৈরির পিছনে রয়েছে অনেক পরিশ্রম। একসময় এই বাংলো পুরোপুরি সাজানোর মত সামর্থ্য ছিল না। সেই সময় শাহরুখ ও তাঁর গৌরী  মিলে একটু-একটু করে সাজিয়ে তুলেছিলেন তাঁদের ভালবাসার ঠিকানা। (ছবি: সোশ্যাল মিডিয়া)

তবে এই 'মন্নত' তৈরির পিছনে রয়েছে অনেক পরিশ্রম। একসময় এই বাংলো পুরোপুরি সাজানোর মত সামর্থ্য ছিল না। সেই সময় শাহরুখ ও তাঁর গৌরী মিলে একটু-একটু করে সাজিয়ে তুলেছিলেন তাঁদের ভালবাসার ঠিকানা। (ছবি: সোশ্যাল মিডিয়া)

5 / 8
তবে ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে বাংলো সাজানোর টাকা ছিল না। তাই গৌরীর হাতেই ঘর সাজিয়ে তোলার দায়িত্ব তুলে দেন কিং। গৌরীই একটু-একটু সাজিয়ে তোলেন পুরো বাড়িটি। (ছবি: সোশ্যাল মিডিয়া)

তবে ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে বাংলো সাজানোর টাকা ছিল না। তাই গৌরীর হাতেই ঘর সাজিয়ে তোলার দায়িত্ব তুলে দেন কিং। গৌরীই একটু-একটু সাজিয়ে তোলেন পুরো বাড়িটি। (ছবি: সোশ্যাল মিডিয়া)

6 / 8
এক সাক্ষাৎকারে সস্ত্রীক হাজির হয়েছিলেন শাহরুখ। সেখানে নিজের মুখেই জানান এই কথা। এসআরকে বলেন, "বড়ো বাংলো কেনার ইচ্ছে ছিল আমাদের। তাই আর কোনও কিছু না ভেবে যেটুকু টাকা ছিল, তা দিয়ে বাংলোটা কিনে ফেলি।"(ছবি: সোশ্যাল মিডিয়া)

এক সাক্ষাৎকারে সস্ত্রীক হাজির হয়েছিলেন শাহরুখ। সেখানে নিজের মুখেই জানান এই কথা। এসআরকে বলেন, "বড়ো বাংলো কেনার ইচ্ছে ছিল আমাদের। তাই আর কোনও কিছু না ভেবে যেটুকু টাকা ছিল, তা দিয়ে বাংলোটা কিনে ফেলি।"(ছবি: সোশ্যাল মিডিয়া)

7 / 8
আরও যোগ করেন, "কিনে তো ফেলেছিলাম। কিন্তু ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে সাজানোর সামর্থ্য ছিল না তখন। তাই গৌরীই নিজের মতো করে সাজিয়ে তোলার দায়িত্বটা নেয়।"(ছবি: সোশ্যাল মিডিয়া)

আরও যোগ করেন, "কিনে তো ফেলেছিলাম। কিন্তু ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে সাজানোর সামর্থ্য ছিল না তখন। তাই গৌরীই নিজের মতো করে সাজিয়ে তোলার দায়িত্বটা নেয়।"(ছবি: সোশ্যাল মিডিয়া)

8 / 8
Follow Us: