Tithi Basu: ১৫ বছর বয়সে বাবা ছেড়ে চলে যান; নুন-ভাত খেয়ে স্কুলে যেত ‘মা’ ধারাবাহিকের ঝিলিক, অর্থাৎ তিথি

Tithi Basu on Father: তিথি যখন আইসিএসসি পরীক্ষা দেবেন, ঠিক সেই সময়ই বাবা-মায়ের মধ্যে তীব্র কলহ শুরু হয়। এতটাই কলহ শুরু হয় যে, ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদের মধ্যে। তিথি এবং তাঁর মাকে একা করে দিয়ে চলে যান তাঁর বাবা। তিথির তখন ক্লাস টেনের বোর্ড পরীক্ষা। জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা। খুব কান্নাকাটি করতেন অভিনেত্রী। পরীক্ষা দিতে গিয়ে দেখতেন সব মেয়েদের বাবা-মা দু'জনেই এসেছেন।

| Edited By: | Updated on: Nov 10, 2023 | 6:21 PM
'মা' ধারাবাহিকের হাত ধরে বাংলা ধারাবাহিকের জগতে পা রেখেছিলেন অভিনেত্রী তিথি বসু। তখন খুবই ছোট্ট ছিলেন তিনি। স্কুলে পড়তেন। লেখাপড়া করতে-করতে শুটিংও সামলাতেন।

'মা' ধারাবাহিকের হাত ধরে বাংলা ধারাবাহিকের জগতে পা রেখেছিলেন অভিনেত্রী তিথি বসু। তখন খুবই ছোট্ট ছিলেন তিনি। স্কুলে পড়তেন। লেখাপড়া করতে-করতে শুটিংও সামলাতেন।

1 / 8
'মা' ধারাবাহিক ছিল বাংলা সিরিয়াল জগতের মাইলফলক। অনেকগুলো বছর ধরে টিআরপি তালিকায় রাজত্ব করেছিল সেই ধারাবাহিক। এখনও ধারাবাহিক এবং ধারাবাহিকের ছোট্ট ঝিলিক, ওরফে তিথিকে ভোলেননি দর্শক।

'মা' ধারাবাহিক ছিল বাংলা সিরিয়াল জগতের মাইলফলক। অনেকগুলো বছর ধরে টিআরপি তালিকায় রাজত্ব করেছিল সেই ধারাবাহিক। এখনও ধারাবাহিক এবং ধারাবাহিকের ছোট্ট ঝিলিক, ওরফে তিথিকে ভোলেননি দর্শক।

2 / 8
তাই তো এখনও পর্যন্ত কথা হয় তিথিকে নিয়ে। কিন্তু জানেনি কি এই তিথির জীবন মোটেই মসৃণ ছিল না। ১৫ বছর বয়স হতেই তাঁর জীবনে নেমে এসেছিল ঘন অন্ধকার।

তাই তো এখনও পর্যন্ত কথা হয় তিথিকে নিয়ে। কিন্তু জানেনি কি এই তিথির জীবন মোটেই মসৃণ ছিল না। ১৫ বছর বয়স হতেই তাঁর জীবনে নেমে এসেছিল ঘন অন্ধকার।

3 / 8
তিথি যখন আইসিএসসি পরীক্ষা দেবেন, ঠিক সেই সময়ই বাবা-মায়ের মধ্যে তীব্র কলহ শুরু হয়। এতটাই কলহ শুরু হয় যে, ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদের মধ্যে। তিথি এবং তাঁর মাকে একা করে দিয়ে চলে যান তাঁর বাবা।

তিথি যখন আইসিএসসি পরীক্ষা দেবেন, ঠিক সেই সময়ই বাবা-মায়ের মধ্যে তীব্র কলহ শুরু হয়। এতটাই কলহ শুরু হয় যে, ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদের মধ্যে। তিথি এবং তাঁর মাকে একা করে দিয়ে চলে যান তাঁর বাবা।

4 / 8
এদিকে তিথির তখন ক্লাস টেনের বোর্ড পরীক্ষা। জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা। খুব কান্নাকাটি করতেন অভিনেত্রী। পরীক্ষা দিতে গিয়ে দেখতেন সব মেয়েদের বাবা-মা দু'জনেই এসেছেন।

এদিকে তিথির তখন ক্লাস টেনের বোর্ড পরীক্ষা। জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা। খুব কান্নাকাটি করতেন অভিনেত্রী। পরীক্ষা দিতে গিয়ে দেখতেন সব মেয়েদের বাবা-মা দু'জনেই এসেছেন।

5 / 8
সেই সময় মন কাঁদত অভিনেত্রীর। একাই পরীক্ষা দিতেন এবং বাড়ি চলে আসতেন। এসে মাকে বলতেন, কেমন হয়েছে পরীক্ষা। একটা সময় আর্থিক অনটন শুরু হয়েছিল অভিনেত্রীর জীবনে।

সেই সময় মন কাঁদত অভিনেত্রীর। একাই পরীক্ষা দিতেন এবং বাড়ি চলে আসতেন। এসে মাকে বলতেন, কেমন হয়েছে পরীক্ষা। একটা সময় আর্থিক অনটন শুরু হয়েছিল অভিনেত্রীর জীবনে।

6 / 8
অর্থের অভাবে নুন-ভাত খেয়েও দিন কেটেছিল তিথি এবং তাঁর মায়ের। সেই সময়কার দিনগুলোর দিকে তাকালে চোখ জলে ভিজে যায় তিথির। তিনি আবেগ ধরে রাখতে পারেন না।

অর্থের অভাবে নুন-ভাত খেয়েও দিন কেটেছিল তিথি এবং তাঁর মায়ের। সেই সময়কার দিনগুলোর দিকে তাকালে চোখ জলে ভিজে যায় তিথির। তিনি আবেগ ধরে রাখতে পারেন না।

7 / 8
এখন অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে অভিনেত্রীর জীবনে। বাবা-মায়ের মধ্যে কলহ মিটিছে। আবার তাঁরা একসঙ্গে থাকা শুরু করেছেন। কিন্তু বাবা দূরে সরে যাওয়ায় তিথির জীবনে যে অন্ধকার নেমে এসেছিল, সেই আঁধার মেটার নয়!

এখন অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে অভিনেত্রীর জীবনে। বাবা-মায়ের মধ্যে কলহ মিটিছে। আবার তাঁরা একসঙ্গে থাকা শুরু করেছেন। কিন্তু বাবা দূরে সরে যাওয়ায় তিথির জীবনে যে অন্ধকার নেমে এসেছিল, সেই আঁধার মেটার নয়!

8 / 8
Follow Us: