AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bolly Gossip: ছেলের প্রাক্তনকে না-পসন্দ নিতু কাপুরের? নায়িকার কথায়, ‘সব আমার দোষ’

Katrina Kaif: দীর্ঘ সময় ধরে ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর কাপুর। ভালবাসার টানে বাবা-মাকে ছেড়ে একসঙ্গে থাকতেও শুরু করেন তাঁরা। কিন্তু তাঁদের সেই সম্পর্ক স্থায়ী হয়নি। শোনা যায় কাপুর পরিবারের সঙ্গে একেবারেই জমত না ক্যাটরিনা কাইফের।

| Edited By: | Updated on: Oct 09, 2023 | 6:28 PM
Share
দীর্ঘ সময় ধরে ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর কাপুর। ভালবাসার টানে বাবা-মাকে ছেড়ে একসঙ্গে থাকতেও শুরু করেন তাঁরা। কিন্তু তাঁদের সেই সম্পর্ক স্থায়ী হয়নি। শোনা যায় কাপুর পরিবারের সঙ্গে একেবারেই জমত না ক্যাটরিনা কাইফের।

দীর্ঘ সময় ধরে ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর কাপুর। ভালবাসার টানে বাবা-মাকে ছেড়ে একসঙ্গে থাকতেও শুরু করেন তাঁরা। কিন্তু তাঁদের সেই সম্পর্ক স্থায়ী হয়নি। শোনা যায় কাপুর পরিবারের সঙ্গে একেবারেই জমত না ক্যাটরিনা কাইফের।

1 / 8
 এও শোনা যায় রণবীরের কাপুরের মা নিতু কাপুরের সঙ্গে নাকি সম্পর্ক একেবারেই ভাল নয় ক্যাটরিনার। আর সে কারণেই ভেঙে যায় তাঁদের সম্পর্ক। সত্যি কি তাই? সরাসরি একবার সেই প্রশ্নই করা হয়েছিল ক্যাটরিনাকে।

এও শোনা যায় রণবীরের কাপুরের মা নিতু কাপুরের সঙ্গে নাকি সম্পর্ক একেবারেই ভাল নয় ক্যাটরিনার। আর সে কারণেই ভেঙে যায় তাঁদের সম্পর্ক। সত্যি কি তাই? সরাসরি একবার সেই প্রশ্নই করা হয়েছিল ক্যাটরিনাকে।

2 / 8
কী উত্তর দিয়েছিলেন তিনি? এই বক্তব্য শুনে কার্যত অবাক হয়ে গিয়েছিলেন ক্যাটরিনার। তারপর বলেছিলেন যে কথাটি রটেছে এ সবই আদপে তাঁর দোষ!

কী উত্তর দিয়েছিলেন তিনি? এই বক্তব্য শুনে কার্যত অবাক হয়ে গিয়েছিলেন ক্যাটরিনার। তারপর বলেছিলেন যে কথাটি রটেছে এ সবই আদপে তাঁর দোষ!

3 / 8
ক্যাটরিনা বলেন, "এই গুঞ্জনের জন্য আমি দায়ী। সব আমার দোষ। এই দোষ আমি নিজের কাঁধে নিচ্ছি। কেন জানেন? কারণ গত আট নয় বছর ধরে আমি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলিনি।"

ক্যাটরিনা বলেন, "এই গুঞ্জনের জন্য আমি দায়ী। সব আমার দোষ। এই দোষ আমি নিজের কাঁধে নিচ্ছি। কেন জানেন? কারণ গত আট নয় বছর ধরে আমি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলিনি।"

4 / 8
 তিনি আরও বলেন, "আর সে কারণেই সবাই যা ইচ্ছে ভেবে নিয়েছে।" নিতু কাপুরকে নিয়ে তিনি বলেন, "রণবীরের মা একজন ভীষণ ভাল মানুষ । বড় মাপের অভিনেত্রী ,সুন্দরী। যার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ রয়েছে। আমি ওঁকে ভীষণই শ্রদ্ধা করে থাকি।"

তিনি আরও বলেন, "আর সে কারণেই সবাই যা ইচ্ছে ভেবে নিয়েছে।" নিতু কাপুরকে নিয়ে তিনি বলেন, "রণবীরের মা একজন ভীষণ ভাল মানুষ । বড় মাপের অভিনেত্রী ,সুন্দরী। যার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ রয়েছে। আমি ওঁকে ভীষণই শ্রদ্ধা করে থাকি।"

5 / 8
ক্যাটরিনা এও বলেন, "ঋষি কাপুরজির সঙ্গেও 'নমস্তে লন্ডন' ছবিতে কাজ করেছি আমি। অভিজ্ঞতা ভীষণই ভাল। ভীষণ ভাল মনের একজন মানুষ তিনি। আমায় ডিনারে নিয়ে যেতেন।"

ক্যাটরিনা এও বলেন, "ঋষি কাপুরজির সঙ্গেও 'নমস্তে লন্ডন' ছবিতে কাজ করেছি আমি। অভিজ্ঞতা ভীষণই ভাল। ভীষণ ভাল মনের একজন মানুষ তিনি। আমায় ডিনারে নিয়ে যেতেন।"

6 / 8
ক্যাটরিনা এ কথা বললেও মাস খানিক আগে একটি পোস্ট করেছিলেন নিতু কাপুর। তিনি লিখেছিলেন, "ও তোমায় সাত বছর ডেট করেছে মানে বিয়েও করবে। আমার কাকুও ৬ বছর মেডিক্যাল পড়েছে এখন তিনি ডিজে।"

ক্যাটরিনা এ কথা বললেও মাস খানিক আগে একটি পোস্ট করেছিলেন নিতু কাপুর। তিনি লিখেছিলেন, "ও তোমায় সাত বছর ডেট করেছে মানে বিয়েও করবে। আমার কাকুও ৬ বছর মেডিক্যাল পড়েছে এখন তিনি ডিজে।"

7 / 8
বলাই বাহুল্য নিতু কাপুরের ওই পোস্টের পর হাওয়া খানিক গরম হয়েছিল বলিপাড়ায়। নেটিজেনদের একটা বড় অংশ ধরে নিয়েছিলেন ছেলের পাসজে দাঁড়িয়ে ক্যাটকেই একহাত নিয়েছেন নিতু। যদিও ক্যাটরিনা এ বিষয়ে চুপ থাকাই শ্রেয় বলে মনে করেছিলেন।

বলাই বাহুল্য নিতু কাপুরের ওই পোস্টের পর হাওয়া খানিক গরম হয়েছিল বলিপাড়ায়। নেটিজেনদের একটা বড় অংশ ধরে নিয়েছিলেন ছেলের পাসজে দাঁড়িয়ে ক্যাটকেই একহাত নিয়েছেন নিতু। যদিও ক্যাটরিনা এ বিষয়ে চুপ থাকাই শ্রেয় বলে মনে করেছিলেন।

8 / 8