Katrina Kaif: ক্যাটরিনার জন্য ঘর ভাঙে কাপুর পরিবারে, ভেঙে পড়েছলেন ঋষি-নীতু

Relationship Gossip: একবার এক সাক্ষাৎকারে নীতু কাপুর জানিয়েছিলেন, তাঁদের মধ্যে সংস্কৃতির অনেকটা দূরত্ব। যদিও ক্যাটের হাত ছাড়তে রাজি ছিলেন না রণবীর। তিনি স্থির করেছিলেন ক্যাটের সঙ্গেই থাকবেন। টানা সাত বছর তাঁরা একসঙ্গে ছিলেন।

| Edited By: | Updated on: Nov 20, 2023 | 8:44 PM
তাঁর কোন বিষয়টা একেবারে পছন্দ করেন না ক্যাটরিনা? ভিকির কথায় তাঁর ফ্যাশন জ্ঞান। তিনি যাই পরেন ক্যাটরিনার পছন্দ হয় না।

তাঁর কোন বিষয়টা একেবারে পছন্দ করেন না ক্যাটরিনা? ভিকির কথায় তাঁর ফ্যাশন জ্ঞান। তিনি যাই পরেন ক্যাটরিনার পছন্দ হয় না।

1 / 8
তিনি ভিকিকে এই বিষয় বিস্তারিত গাইড করে থাকেন। তিনি কী পরবেন, কী পরবেন না। ক্যাটরিনার কথায়, জোকার সেজে কোথায় যাচ্ছ?

তিনি ভিকিকে এই বিষয় বিস্তারিত গাইড করে থাকেন। তিনি কী পরবেন, কী পরবেন না। ক্যাটরিনার কথায়, জোকার সেজে কোথায় যাচ্ছ?

2 / 8
বিয়ের পরই একের পর এক ছবির কাজে হাত দিয়েছেন অভিনেত্রী ও অভিনেতা। সদ্য মুক্তি পেয়েছে ক্যাটরিনার টাইগার থ্রি। এখনও চলছে প্রেক্ষাগৃহে।

বিয়ের পরই একের পর এক ছবির কাজে হাত দিয়েছেন অভিনেত্রী ও অভিনেতা। সদ্য মুক্তি পেয়েছে ক্যাটরিনার টাইগার থ্রি। এখনও চলছে প্রেক্ষাগৃহে।

3 / 8
তিনি স্থির করেছিলেন ক্যাটের সঙ্গেই থাকবেন। টানা সাত বছর তাঁরা একসঙ্গে ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন রণবীর কাপুর।

তিনি স্থির করেছিলেন ক্যাটের সঙ্গেই থাকবেন। টানা সাত বছর তাঁরা একসঙ্গে ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন রণবীর কাপুর।

4 / 8
এই সিদ্ধান্তে মোটেও খুশি ছিলেন না কাপুর পরিবারের কেউ। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই সিদ্ধান্তে তাঁরা ভাল নেই।

এই সিদ্ধান্তে মোটেও খুশি ছিলেন না কাপুর পরিবারের কেউ। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই সিদ্ধান্তে তাঁরা ভাল নেই।

5 / 8
ক্যাটরিনার জন্য বাড়ি ছেড়েছিলেন রণবীর। জানিয়েছিলেন স্পেস দেওয়ার জন্য তিনি নাকি আলাদা থাকতে চান ক্যাটরিনার সঙ্গে।

ক্যাটরিনার জন্য বাড়ি ছেড়েছিলেন রণবীর। জানিয়েছিলেন স্পেস দেওয়ার জন্য তিনি নাকি আলাদা থাকতে চান ক্যাটরিনার সঙ্গে।

6 / 8
একবার দুঃখ প্রকাশ করে ঋষি কাপুর জানিয়েছিলেন, রণবীর বাড়ি ছাড়ায় তিনি ও নীতু ভীষণ কষ্ট পেয়েছিলেন।

একবার দুঃখ প্রকাশ করে ঋষি কাপুর জানিয়েছিলেন, রণবীর বাড়ি ছাড়ায় তিনি ও নীতু ভীষণ কষ্ট পেয়েছিলেন।

7 / 8
রণবীরের এই সিদ্ধান্তকে তিনি বা তাঁরা মেনে নিতে পারেননি। সেই কয়েকটা বছর কষ্টেই ছিলেন ঋষি কাপুর। যদিও পরবর্তীতে রণবীর বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন।

রণবীরের এই সিদ্ধান্তকে তিনি বা তাঁরা মেনে নিতে পারেননি। সেই কয়েকটা বছর কষ্টেই ছিলেন ঋষি কাপুর। যদিও পরবর্তীতে রণবীর বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন।

8 / 8
Follow Us: