Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Katrina Kaif: ক্যাটরিনার জন্য ঘর ভাঙে কাপুর পরিবারে, ভেঙে পড়েছলেন ঋষি-নীতু

Relationship Gossip: একবার এক সাক্ষাৎকারে নীতু কাপুর জানিয়েছিলেন, তাঁদের মধ্যে সংস্কৃতির অনেকটা দূরত্ব। যদিও ক্যাটের হাত ছাড়তে রাজি ছিলেন না রণবীর। তিনি স্থির করেছিলেন ক্যাটের সঙ্গেই থাকবেন। টানা সাত বছর তাঁরা একসঙ্গে ছিলেন।

| Edited By: | Updated on: Nov 20, 2023 | 8:44 PM
 যাতে হাত ও গালের মাঝে ফাঁক না বোঝা যায়। এরপরই চর্চা ওঠে তুঙ্গে। ঝড়ের গতিতে এভাইরাল হয়েছিল সেই ক্লিপিং। যদিও সবটাই হাসি ও মজার সঙ্গেই দর্শক দরবারে উপস্থাপনা করেছিলেন জুটি। তাঁদের মধ্যে কোনও মানঅভিমানের পালা তখনও ছিল না, বর্তমানেও নেই।

যাতে হাত ও গালের মাঝে ফাঁক না বোঝা যায়। এরপরই চর্চা ওঠে তুঙ্গে। ঝড়ের গতিতে এভাইরাল হয়েছিল সেই ক্লিপিং। যদিও সবটাই হাসি ও মজার সঙ্গেই দর্শক দরবারে উপস্থাপনা করেছিলেন জুটি। তাঁদের মধ্যে কোনও মানঅভিমানের পালা তখনও ছিল না, বর্তমানেও নেই।

1 / 8
ক্যাটরিনা কইফ- অক্ষয় কুমারকে সূর্যবংশী ছবির একটি দৃশ্যে চড় মারার কথা ছিল ক্যাটের। সেই চড় অভিনয়ের বদলে হয়ে যায় আসল। সপাটে চড় খেয়ে অবাক অক্ষয়।

ক্যাটরিনা কইফ- অক্ষয় কুমারকে সূর্যবংশী ছবির একটি দৃশ্যে চড় মারার কথা ছিল ক্যাটের। সেই চড় অভিনয়ের বদলে হয়ে যায় আসল। সপাটে চড় খেয়ে অবাক অক্ষয়।

2 / 8
বিয়ের পরই একের পর এক ছবির কাজে হাত দিয়েছেন অভিনেত্রী ও অভিনেতা। সদ্য মুক্তি পেয়েছে ক্যাটরিনার টাইগার থ্রি। এখনও চলছে প্রেক্ষাগৃহে।

বিয়ের পরই একের পর এক ছবির কাজে হাত দিয়েছেন অভিনেত্রী ও অভিনেতা। সদ্য মুক্তি পেয়েছে ক্যাটরিনার টাইগার থ্রি। এখনও চলছে প্রেক্ষাগৃহে।

3 / 8
তিনি স্থির করেছিলেন ক্যাটের সঙ্গেই থাকবেন। টানা সাত বছর তাঁরা একসঙ্গে ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন রণবীর কাপুর।

তিনি স্থির করেছিলেন ক্যাটের সঙ্গেই থাকবেন। টানা সাত বছর তাঁরা একসঙ্গে ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন রণবীর কাপুর।

4 / 8
এই সিদ্ধান্তে মোটেও খুশি ছিলেন না কাপুর পরিবারের কেউ। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই সিদ্ধান্তে তাঁরা ভাল নেই।

এই সিদ্ধান্তে মোটেও খুশি ছিলেন না কাপুর পরিবারের কেউ। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই সিদ্ধান্তে তাঁরা ভাল নেই।

5 / 8
ক্যাটরিনার জন্য বাড়ি ছেড়েছিলেন রণবীর। জানিয়েছিলেন স্পেস দেওয়ার জন্য তিনি নাকি আলাদা থাকতে চান ক্যাটরিনার সঙ্গে।

ক্যাটরিনার জন্য বাড়ি ছেড়েছিলেন রণবীর। জানিয়েছিলেন স্পেস দেওয়ার জন্য তিনি নাকি আলাদা থাকতে চান ক্যাটরিনার সঙ্গে।

6 / 8
একবার দুঃখ প্রকাশ করে ঋষি কাপুর জানিয়েছিলেন, রণবীর বাড়ি ছাড়ায় তিনি ও নীতু ভীষণ কষ্ট পেয়েছিলেন।

একবার দুঃখ প্রকাশ করে ঋষি কাপুর জানিয়েছিলেন, রণবীর বাড়ি ছাড়ায় তিনি ও নীতু ভীষণ কষ্ট পেয়েছিলেন।

7 / 8
রণবীরের এই সিদ্ধান্তকে তিনি বা তাঁরা মেনে নিতে পারেননি। সেই কয়েকটা বছর কষ্টেই ছিলেন ঋষি কাপুর। যদিও পরবর্তীতে রণবীর বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন।

রণবীরের এই সিদ্ধান্তকে তিনি বা তাঁরা মেনে নিতে পারেননি। সেই কয়েকটা বছর কষ্টেই ছিলেন ঋষি কাপুর। যদিও পরবর্তীতে রণবীর বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন।

8 / 8
Follow Us:
সল্ট পেরেছিলেন, ডিজে ব্র্যাভোর ভরসা কুড়োবেন নতুন নাইট!
সল্ট পেরেছিলেন, ডিজে ব্র্যাভোর ভরসা কুড়োবেন নতুন নাইট!
গরীব ক্যাপ্টেন আর এক বিতর্কিত ক্রিকেটারের আশ্চর্য কাহিনি!
গরীব ক্যাপ্টেন আর এক বিতর্কিত ক্রিকেটারের আশ্চর্য কাহিনি!
পঞ্জাবে 'জন্ম', দিল্লিতে বেড়ে উঠছেন আরও এক ফিনিশার!
পঞ্জাবে 'জন্ম', দিল্লিতে বেড়ে উঠছেন আরও এক ফিনিশার!
বৈঠকে বসেছে Bajaj, Tata, Maruti Suzuki! আসছে কোনও দারুণ খবর?
বৈঠকে বসেছে Bajaj, Tata, Maruti Suzuki! আসছে কোনও দারুণ খবর?
সামান্য বাড়ল নিফটি ৫০ ও সেনসেক্স, ধসে গেল নিফটি নেক্সট ৫০ সূচক!
সামান্য বাড়ল নিফটি ৫০ ও সেনসেক্স, ধসে গেল নিফটি নেক্সট ৫০ সূচক!
গিলের পয়া মাঠ, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স! কে কোথায় এগিয়ে?
গিলের পয়া মাঠ, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স! কে কোথায় এগিয়ে?
প্রীতির ভাগ্য ফেরাবেন 'চ্যাম্পিয়ন' শ্রেয়স?
প্রীতির ভাগ্য ফেরাবেন 'চ্যাম্পিয়ন' শ্রেয়স?
আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশ হারিয়ে যাচ্ছেন, ফিরবে মিঞাঁর রাজ!
আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশ হারিয়ে যাচ্ছেন, ফিরবে মিঞাঁর রাজ!
'পয়লা' অবিনাশ, প্রতিপক্ষের সর্বনাশ! পন্টিংয়ের পঞ্জাবের নতুন ভরসা
'পয়লা' অবিনাশ, প্রতিপক্ষের সর্বনাশ! পন্টিংয়ের পঞ্জাবের নতুন ভরসা
কয়েক দিনেই এসেছে লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকা! মালামাল করেছে ভারতের বাজার
কয়েক দিনেই এসেছে লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকা! মালামাল করেছে ভারতের বাজার