Katrina Kaif: ক্যাটরিনার জন্য ঘর ভাঙে কাপুর পরিবারে, ভেঙে পড়েছলেন ঋষি-নীতু

Relationship Gossip: একবার এক সাক্ষাৎকারে নীতু কাপুর জানিয়েছিলেন, তাঁদের মধ্যে সংস্কৃতির অনেকটা দূরত্ব। যদিও ক্যাটের হাত ছাড়তে রাজি ছিলেন না রণবীর। তিনি স্থির করেছিলেন ক্যাটের সঙ্গেই থাকবেন। টানা সাত বছর তাঁরা একসঙ্গে ছিলেন।

| Edited By: | Updated on: Nov 20, 2023 | 8:44 PM
 যাতে হাত ও গালের মাঝে ফাঁক না বোঝা যায়। এরপরই চর্চা ওঠে তুঙ্গে। ঝড়ের গতিতে এভাইরাল হয়েছিল সেই ক্লিপিং। যদিও সবটাই হাসি ও মজার সঙ্গেই দর্শক দরবারে উপস্থাপনা করেছিলেন জুটি। তাঁদের মধ্যে কোনও মানঅভিমানের পালা তখনও ছিল না, বর্তমানেও নেই।

যাতে হাত ও গালের মাঝে ফাঁক না বোঝা যায়। এরপরই চর্চা ওঠে তুঙ্গে। ঝড়ের গতিতে এভাইরাল হয়েছিল সেই ক্লিপিং। যদিও সবটাই হাসি ও মজার সঙ্গেই দর্শক দরবারে উপস্থাপনা করেছিলেন জুটি। তাঁদের মধ্যে কোনও মানঅভিমানের পালা তখনও ছিল না, বর্তমানেও নেই।

1 / 8
ক্যাটরিনা কইফ- অক্ষয় কুমারকে সূর্যবংশী ছবির একটি দৃশ্যে চড় মারার কথা ছিল ক্যাটের। সেই চড় অভিনয়ের বদলে হয়ে যায় আসল। সপাটে চড় খেয়ে অবাক অক্ষয়।

ক্যাটরিনা কইফ- অক্ষয় কুমারকে সূর্যবংশী ছবির একটি দৃশ্যে চড় মারার কথা ছিল ক্যাটের। সেই চড় অভিনয়ের বদলে হয়ে যায় আসল। সপাটে চড় খেয়ে অবাক অক্ষয়।

2 / 8
বিয়ের পরই একের পর এক ছবির কাজে হাত দিয়েছেন অভিনেত্রী ও অভিনেতা। সদ্য মুক্তি পেয়েছে ক্যাটরিনার টাইগার থ্রি। এখনও চলছে প্রেক্ষাগৃহে।

বিয়ের পরই একের পর এক ছবির কাজে হাত দিয়েছেন অভিনেত্রী ও অভিনেতা। সদ্য মুক্তি পেয়েছে ক্যাটরিনার টাইগার থ্রি। এখনও চলছে প্রেক্ষাগৃহে।

3 / 8
তিনি স্থির করেছিলেন ক্যাটের সঙ্গেই থাকবেন। টানা সাত বছর তাঁরা একসঙ্গে ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন রণবীর কাপুর।

তিনি স্থির করেছিলেন ক্যাটের সঙ্গেই থাকবেন। টানা সাত বছর তাঁরা একসঙ্গে ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন রণবীর কাপুর।

4 / 8
এই সিদ্ধান্তে মোটেও খুশি ছিলেন না কাপুর পরিবারের কেউ। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই সিদ্ধান্তে তাঁরা ভাল নেই।

এই সিদ্ধান্তে মোটেও খুশি ছিলেন না কাপুর পরিবারের কেউ। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই সিদ্ধান্তে তাঁরা ভাল নেই।

5 / 8
ক্যাটরিনার জন্য বাড়ি ছেড়েছিলেন রণবীর। জানিয়েছিলেন স্পেস দেওয়ার জন্য তিনি নাকি আলাদা থাকতে চান ক্যাটরিনার সঙ্গে।

ক্যাটরিনার জন্য বাড়ি ছেড়েছিলেন রণবীর। জানিয়েছিলেন স্পেস দেওয়ার জন্য তিনি নাকি আলাদা থাকতে চান ক্যাটরিনার সঙ্গে।

6 / 8
একবার দুঃখ প্রকাশ করে ঋষি কাপুর জানিয়েছিলেন, রণবীর বাড়ি ছাড়ায় তিনি ও নীতু ভীষণ কষ্ট পেয়েছিলেন।

একবার দুঃখ প্রকাশ করে ঋষি কাপুর জানিয়েছিলেন, রণবীর বাড়ি ছাড়ায় তিনি ও নীতু ভীষণ কষ্ট পেয়েছিলেন।

7 / 8
রণবীরের এই সিদ্ধান্তকে তিনি বা তাঁরা মেনে নিতে পারেননি। সেই কয়েকটা বছর কষ্টেই ছিলেন ঋষি কাপুর। যদিও পরবর্তীতে রণবীর বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন।

রণবীরের এই সিদ্ধান্তকে তিনি বা তাঁরা মেনে নিতে পারেননি। সেই কয়েকটা বছর কষ্টেই ছিলেন ঋষি কাপুর। যদিও পরবর্তীতে রণবীর বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন।

8 / 8
Follow Us: