Bollywood Secrets: মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে! এই ৬ তারকার ‘বেসামাল’ ছবি ফাঁস

Bollywood Secrets: পাপারাৎজিরা তাঁদের ঘিরে রাখেন সব সময়। পান থেকে চুন খসলেই হতে হয় ট্রোল্ড। সেলিব্রিটি মানেই যে সমাজের আতসকাচে হয় তাঁদের বিচার। মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে হাজির হওয়ার অভিযোগ উঠেছে এই ছয় তারকার বিরুদ্ধে। কারা তাঁরা?

| Edited By: | Updated on: Dec 31, 2022 | 9:30 AM
পাপারাৎজিরা তাঁদের ঘিরে রাখেন সব সময়। পান থেকে চুন খসলেই হতে হয় ট্রোল্ড। সেলিব্রিটি মানেই যে সমাজের আতসকাচে হয় তাঁদের বিচার। মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে হাজির হওয়ার অভিযোগ উঠেছে এই ছয়  তারকার বিরুদ্ধে। কারা তাঁরা?

পাপারাৎজিরা তাঁদের ঘিরে রাখেন সব সময়। পান থেকে চুন খসলেই হতে হয় ট্রোল্ড। সেলিব্রিটি মানেই যে সমাজের আতসকাচে হয় তাঁদের বিচার। মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে হাজির হওয়ার অভিযোগ উঠেছে এই ছয় তারকার বিরুদ্ধে। কারা তাঁরা?

1 / 7
দাদা সলমন খানের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন সোহেল খান। তাঁর যে ছবি ভাইরাল হয়েছে তাতে তাঁকে অপ্রকৃতস্থ লেগেছে বলেই দাবি নেটিজেনদের একটা বড় অংশের। মদ্যপ ছিলেন কী?

দাদা সলমন খানের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন সোহেল খান। তাঁর যে ছবি ভাইরাল হয়েছে তাতে তাঁকে অপ্রকৃতস্থ লেগেছে বলেই দাবি নেটিজেনদের একটা বড় অংশের। মদ্যপ ছিলেন কী?

2 / 7
সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীমা সাজদেহের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল কিছু দিন আগে। কথা বলতে গিয়ে রীতিমতো সমস্যা হচ্ছিল তাঁর।

সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীমা সাজদেহের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল কিছু দিন আগে। কথা বলতে গিয়ে রীতিমতো সমস্যা হচ্ছিল তাঁর।

3 / 7
একবার নয় বহুবার জনসমক্ষে মদ্যপান করার অভিযোগ উঠেছে রণবীর কাপুরের বিরুদ্ধে। আলিয়া ভাটকে নিতে বিমানবন্দরে গিয়েছিলে তিনি। পাপারাৎজির তোলা ছবি ভাইরাল হতেই অনেকের ধারণা মদ খেয়েছিলেন রণবীর।

একবার নয় বহুবার জনসমক্ষে মদ্যপান করার অভিযোগ উঠেছে রণবীর কাপুরের বিরুদ্ধে। আলিয়া ভাটকে নিতে বিমানবন্দরে গিয়েছিলে তিনি। পাপারাৎজির তোলা ছবি ভাইরাল হতেই অনেকের ধারণা মদ খেয়েছিলেন রণবীর।

4 / 7
প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের জন্মদিনে দীপিকার এই ছবি নিয়ে হয়েছিল বিস্তর জলঘোলা। অনেকেরই দাবি মদ খেয়েছিলেন তিনি।

প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের জন্মদিনে দীপিকার এই ছবি নিয়ে হয়েছিল বিস্তর জলঘোলা। অনেকেরই দাবি মদ খেয়েছিলেন তিনি।

5 / 7
শ্রীদেবী কন্যা খুশি কাপুরের এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। ভিডিয়োতে দেখা গিয়েছিল বন্ধু ওরির হাত ধরে কোনও মতে গাড়িতে উঠতে হচ্ছে তাঁকে।

শ্রীদেবী কন্যা খুশি কাপুরের এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। ভিডিয়োতে দেখা গিয়েছিল বন্ধু ওরির হাত ধরে কোনও মতে গাড়িতে উঠতে হচ্ছে তাঁকে।

6 / 7
করিনা কাপুর খানের এই ছবি নিয়েও হয়েছিল ট্রোলিং। কাপুর পরিবারের মদ্যপানের অভ্যেসের কথা কে না জানে?

করিনা কাপুর খানের এই ছবি নিয়েও হয়েছিল ট্রোলিং। কাপুর পরিবারের মদ্যপানের অভ্যেসের কথা কে না জানে?

7 / 7
Follow Us: