AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Inside Story: প্রিয়াঙ্কা একাই নন, শাহরুখ-সহ একাধিক স্টার সন্তান জন্মদিতে বেছে নিয়েছেন অন্যপন্থা

Bollywood Gossip: সদ্য সারোগেসি প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে তিনি একা নন, বি-টাউনের একাধিক স্টার রয়েছেন, যাঁরা সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন।

| Edited By: | Updated on: Jan 21, 2023 | 1:57 PM
Share
সদ্য সারোগেসি প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই মন্তব্য। তবে তিনি একা নন, বি-টাউনের একাধিক স্টার রয়েছেন, যাঁরা সন্তানের জন্মদিতে অন্য পথ অর্থাৎ সারোগেসি বেছে নিয়েছেন।

সদ্য সারোগেসি প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই মন্তব্য। তবে তিনি একা নন, বি-টাউনের একাধিক স্টার রয়েছেন, যাঁরা সন্তানের জন্মদিতে অন্য পথ অর্থাৎ সারোগেসি বেছে নিয়েছেন।

1 / 6
ছোট থেকেই প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় নিয়ে খুব একটা উৎসাহী ছিলেন না। কোনওদিন ভাবেননি সেভাবে তিনি অভিনয়ে আসতে পারেন।

ছোট থেকেই প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় নিয়ে খুব একটা উৎসাহী ছিলেন না। কোনওদিন ভাবেননি সেভাবে তিনি অভিনয়ে আসতে পারেন।

2 / 6
প্রীতি জিন্টা- ২০২১ সালে নভেম্বর মাসে মা হয়েছেন অভিনেত্রী প্রীতি জিন্টা। তবে যমজ সন্তার তাঁর কোলে আসে সারোগেসির মাধ্যমেই।

প্রীতি জিন্টা- ২০২১ সালে নভেম্বর মাসে মা হয়েছেন অভিনেত্রী প্রীতি জিন্টা। তবে যমজ সন্তার তাঁর কোলে আসে সারোগেসির মাধ্যমেই।

3 / 6
শিল্পা শেট্টি- রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির কন্যা সন্তান জন্ম হয় ২০২০ সালে। তবে শিল্পা শেট্টিও সারোগেসির মাধ্যমে তাঁদের কন্যা সন্তাদের জন্ম দেন।

শিল্পা শেট্টি- রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির কন্যা সন্তান জন্ম হয় ২০২০ সালে। তবে শিল্পা শেট্টিও সারোগেসির মাধ্যমে তাঁদের কন্যা সন্তাদের জন্ম দেন।

4 / 6
শাহরুখ খান-গৌরী খার- সিনেপাড়ায় নানা বিতর্কের পর এখন আব্রাহম গৌরী খানের চোখের মণি। তবে আব্রাহমকে শাহরুখ খান সারোগেসির মাধ্যমেই নিয়েছিলেন।

শাহরুখ খান-গৌরী খার- সিনেপাড়ায় নানা বিতর্কের পর এখন আব্রাহম গৌরী খানের চোখের মণি। তবে আব্রাহমকে শাহরুখ খান সারোগেসির মাধ্যমেই নিয়েছিলেন।

5 / 6
একতা কাপুর- একতা কাপুর সারোগেসির মধ্যে দিয়ে তাঁদের পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। ছেলের নাম রভি। একতা কাপুরের বাবা জিতেন্দ্রর এটাই আসল নাম।

একতা কাপুর- একতা কাপুর সারোগেসির মধ্যে দিয়ে তাঁদের পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। ছেলের নাম রভি। একতা কাপুরের বাবা জিতেন্দ্রর এটাই আসল নাম।

6 / 6