Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Actors Left Jobs: মায়া নগরীতে ভাগ্য পরীক্ষা করতে ছেড়েছেন সুরক্ষিত চাকরি, এমন বলিউড তারকার তালিকাটি মন্দ নয়

Bollywood Actors Left Jobs: বলিউড বা অভিনয় জগতে রয়েছে অনিশ্চিয়তা। তা জানা সত্ত্বেও এই মাধ্যমকে ভালবেসে নিজেদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতেও ভয় পাননি অনেক অভিনেতাই।

| Edited By: | Updated on: Jul 26, 2022 | 3:25 PM
বলিউডের সব অভিনেতাই একদিন বলিউড তারকা হওয়ার স্বপ্ন দেখেননি। কারও কারও জন্য এটি ভাগ্যের মোড় ছিল। আবার কেউ কেউ তাঁদের চাকরি, পেশা ছেড়ে দিয়েছেন। বাঁধাধরা মাইনের মায়া ত্যাগ করে নিজেদের ছেড়ে দিয়েছেন ভাগ্যের হাতে। দেখা যাক বলিউডের কোন অভিনেতারা অভিনয়ের জন্য তাঁদের নিয়মিত ৯ থেকে ৫টার কাজ ছেড়ে দিয়েছেন।

বলিউডের সব অভিনেতাই একদিন বলিউড তারকা হওয়ার স্বপ্ন দেখেননি। কারও কারও জন্য এটি ভাগ্যের মোড় ছিল। আবার কেউ কেউ তাঁদের চাকরি, পেশা ছেড়ে দিয়েছেন। বাঁধাধরা মাইনের মায়া ত্যাগ করে নিজেদের ছেড়ে দিয়েছেন ভাগ্যের হাতে। দেখা যাক বলিউডের কোন অভিনেতারা অভিনয়ের জন্য তাঁদের নিয়মিত ৯ থেকে ৫টার কাজ ছেড়ে দিয়েছেন।

1 / 6
তাপসী পান্নুর অভিনেত্রী হওয়ার কোনও আকাঙ্খা ছিল না। তিনি দিল্লিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। তিনি একটি রিয়্যালিটি শোয়ের জন্য অডিশন দিয়েছিলেন যা অবশেষে তাঁকে বিনোদন জগতে নিয়ে আসে। 'চশমে বদ্দুর' ছবি দিয়ে বলিউডে তাঁর অভিষেক হয়। তিনি ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান অভিনেত্রীদের একজন।

তাপসী পান্নুর অভিনেত্রী হওয়ার কোনও আকাঙ্খা ছিল না। তিনি দিল্লিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। তিনি একটি রিয়্যালিটি শোয়ের জন্য অডিশন দিয়েছিলেন যা অবশেষে তাঁকে বিনোদন জগতে নিয়ে আসে। 'চশমে বদ্দুর' ছবি দিয়ে বলিউডে তাঁর অভিষেক হয়। তিনি ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান অভিনেত্রীদের একজন।

2 / 6
রণবীর সিংযের সিনেমা পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল। কারণ তিনি সোনম কাপুরের মামাতো ভাই। যদিও তাঁর অভিনয়ের আকাঙ্খা রয়েছে, তবে তিনি জানতেন যে বলিউডে অভিনেতা হওয়া সহজ হবে না। রণবীর মার্কিন যুক্তরাষ্ট্রে সৃজনশীল লেখা নিয়ে পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি ভারতে ফিরে আসেন এবং একটি বিজ্ঞাপনী সংস্থায় চাকরি নেন। কয়েকটি জনপ্রিয় বিজ্ঞাপনী সংস্থার কপিরাইটার হিসেবে কাজ করার পরে, তিনি অভিনয়ে চেষ্টা করার সিদ্ধান্ত নেন। রণবীর 'ব্যান্ড বাজা বারাত' দিয়ে তাঁর বলিউড ডেবিউ করেন এবং তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

রণবীর সিংযের সিনেমা পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল। কারণ তিনি সোনম কাপুরের মামাতো ভাই। যদিও তাঁর অভিনয়ের আকাঙ্খা রয়েছে, তবে তিনি জানতেন যে বলিউডে অভিনেতা হওয়া সহজ হবে না। রণবীর মার্কিন যুক্তরাষ্ট্রে সৃজনশীল লেখা নিয়ে পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি ভারতে ফিরে আসেন এবং একটি বিজ্ঞাপনী সংস্থায় চাকরি নেন। কয়েকটি জনপ্রিয় বিজ্ঞাপনী সংস্থার কপিরাইটার হিসেবে কাজ করার পরে, তিনি অভিনয়ে চেষ্টা করার সিদ্ধান্ত নেন। রণবীর 'ব্যান্ড বাজা বারাত' দিয়ে তাঁর বলিউড ডেবিউ করেন এবং তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

3 / 6
জন আব্রাহাম মুম্বইয়ে পড়াশোনা করেছেন এবং একটি নামী কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পরে তিনি মুম্বই এডুকেশনাল ট্রাস্ট থেকে ম্যানেজমেন্ট সায়েন্সে মাস্টার্স করেন। অভিনেতা প্রাথমিকভাবে মডেলিং দিয়ে শুরু করেন। এমনকি একটি বিজ্ঞাপন সংস্থায় মিডিয়া প্ন্যানার হিসেবে কাজও করেছিলেন। জন ২০০৩ সালে 'জিসম' ছবি দিয়ে বলিউড যাত্রা শুরু করেন। তিনি অ্যাকশন হিরো হিসেবে বলিউডে নিজের একটি জায়গা তৈরি করেছেন। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে 'ধুম', ‘মাদ্রাজ ক্যাফে', 'নিউ ইয়র্ক', 'রকি হ্যান্ডসাম', 'শুটআউট অ্যাট ওয়াদালা' প্রমুখ রয়েছে।

জন আব্রাহাম মুম্বইয়ে পড়াশোনা করেছেন এবং একটি নামী কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পরে তিনি মুম্বই এডুকেশনাল ট্রাস্ট থেকে ম্যানেজমেন্ট সায়েন্সে মাস্টার্স করেন। অভিনেতা প্রাথমিকভাবে মডেলিং দিয়ে শুরু করেন। এমনকি একটি বিজ্ঞাপন সংস্থায় মিডিয়া প্ন্যানার হিসেবে কাজও করেছিলেন। জন ২০০৩ সালে 'জিসম' ছবি দিয়ে বলিউড যাত্রা শুরু করেন। তিনি অ্যাকশন হিরো হিসেবে বলিউডে নিজের একটি জায়গা তৈরি করেছেন। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে 'ধুম', ‘মাদ্রাজ ক্যাফে', 'নিউ ইয়র্ক', 'রকি হ্যান্ডসাম', 'শুটআউট অ্যাট ওয়াদালা' প্রমুখ রয়েছে।

4 / 6
ভিকি কৌশল ২০০৯ সালে ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসাবে স্নাতক হয়েছেন। এর পরে অভিনেতা তাঁর ক্যাম্পাস প্লেসমেন্টের সময় নামী সংস্থাগুলি থেকে অনেক কাজের প্রস্তাব পান। তবে শোনা যায় তিনি তাঁদের সবাইকে থিয়েটারে কাজ করবেন বলে না করে দেন। অবশেষে তিনি নীরজ ঘায়ওয়ানের 'মাসান' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি দর্শক এবং সমালোচকদের কাছ থেকে প্রচুর ভালবাসা এবং প্রশংসা পেয়েছিলেন। আজ তিনি  বলিউডের অন্যতম গ্রহণযোগ্য অভিনেতা।

ভিকি কৌশল ২০০৯ সালে ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসাবে স্নাতক হয়েছেন। এর পরে অভিনেতা তাঁর ক্যাম্পাস প্লেসমেন্টের সময় নামী সংস্থাগুলি থেকে অনেক কাজের প্রস্তাব পান। তবে শোনা যায় তিনি তাঁদের সবাইকে থিয়েটারে কাজ করবেন বলে না করে দেন। অবশেষে তিনি নীরজ ঘায়ওয়ানের 'মাসান' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি দর্শক এবং সমালোচকদের কাছ থেকে প্রচুর ভালবাসা এবং প্রশংসা পেয়েছিলেন। আজ তিনি বলিউডের অন্যতম গ্রহণযোগ্য অভিনেতা।

5 / 6
আয়ুষ্মান খুরানার বিষয়টা একটু অন্যরকম। তাঁর সবসময় পারফরম্যান্স আর্টের দিকেই ঝোঁক ছিল। অভিনেতা  রেডিও জকি, ভিজে এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে কাজ করেন সিনেমায় আসার আগে। ‘ভিকি ডোনার’ ছবি দিয়ে বলিউডে তিনি ডেবিউ করেন। আজ আয়ুষ্মান অভিনয়ের জন্য বলিউডে অন্যরকম গল্পের ছবিকে বেছে নেওয়ার জন্য প্রসংশিত হন। আর তাতে তিনি  সফল হয়ে নিজের একটি বিশেষ স্থান তৈরি করেছেন বলিউডে। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে 'বাধাই হো', 'শুভ মঙ্গল সাবধান' প্রমুখ রয়েছে।

আয়ুষ্মান খুরানার বিষয়টা একটু অন্যরকম। তাঁর সবসময় পারফরম্যান্স আর্টের দিকেই ঝোঁক ছিল। অভিনেতা রেডিও জকি, ভিজে এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে কাজ করেন সিনেমায় আসার আগে। ‘ভিকি ডোনার’ ছবি দিয়ে বলিউডে তিনি ডেবিউ করেন। আজ আয়ুষ্মান অভিনয়ের জন্য বলিউডে অন্যরকম গল্পের ছবিকে বেছে নেওয়ার জন্য প্রসংশিত হন। আর তাতে তিনি সফল হয়ে নিজের একটি বিশেষ স্থান তৈরি করেছেন বলিউডে। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে 'বাধাই হো', 'শুভ মঙ্গল সাবধান' প্রমুখ রয়েছে।

6 / 6
Follow Us: