AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hibiscus Flower: কোমল নয়, এই লাল পুষ্প লক্ষ্মীর খুব প্রিয়! অর্থ সঙ্কট থেকে ঋণের বোঝা দূর হবে সস্তার ফুল

Lakshmi Blessing: বাস্তুশাস্ত্র অনুসারে, এই লাল রঙের সস্তার ফুল আর্থিক সঙ্কট থেকে শুরু করে ঋণের বোঝা থেকে মুক্তি পেতেও সাহায্য করে। দেশি এই লাল রঙের ফুলের কারণে কখনও অর্থের অভাব হবে না। বাস্তুমতে, এই ফুলের প্রতিকার জানা থাকলে নিজ নিজ সমস্যাগুলির সমাধান হয়ে যায় সহজেই। 

| Updated on: Jun 18, 2024 | 6:44 PM
Share
নিজের পছন্দের বাগানে নিজের পছন্দের রঙবেরঙের ফুলের গাছ রোপন করেন অনেকে। বহু মানুষ আছেন, যারা ফুল গাছের পরিচর্চা করেন নেশার মতো। প্রকৃতির কোলে ফলেপ বাহারের ঘাটতি নেই। প্রকৃতিতে ফুলের সম্ভার যেমন দেখতে সুন্দর লাগে, তেমনি, সুবাস বাতাসে ছড়িয়ে পড়ে। 

নিজের পছন্দের বাগানে নিজের পছন্দের রঙবেরঙের ফুলের গাছ রোপন করেন অনেকে। বহু মানুষ আছেন, যারা ফুল গাছের পরিচর্চা করেন নেশার মতো। প্রকৃতির কোলে ফলেপ বাহারের ঘাটতি নেই। প্রকৃতিতে ফুলের সম্ভার যেমন দেখতে সুন্দর লাগে, তেমনি, সুবাস বাতাসে ছড়িয়ে পড়ে। 

1 / 8
প্রায় সকলেই ফুলের রঙ ও সুবাস পছন্দ করেন। দেবদেবীরাও ফুল খুব পছন্দ করেন। হিন্দু ধর্মে, ইতিবাচক শক্তির প্রতীক বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র হিসেবেও ফুলের গুরুত্ব রয়েছে। ফুলের মধ্যেও রয়েছে বিশেষত্ব। হিবিস্কাস বা জবা ফুল, লাল রঙের ফুল খুব সহজেই পাওয়া যায়।

প্রায় সকলেই ফুলের রঙ ও সুবাস পছন্দ করেন। দেবদেবীরাও ফুল খুব পছন্দ করেন। হিন্দু ধর্মে, ইতিবাচক শক্তির প্রতীক বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র হিসেবেও ফুলের গুরুত্ব রয়েছে। ফুলের মধ্যেও রয়েছে বিশেষত্ব। হিবিস্কাস বা জবা ফুল, লাল রঙের ফুল খুব সহজেই পাওয়া যায়।

2 / 8
বাড়িতে হিবিস্কাস ফুল লাগালে ইতিবাচকতা আসে। তবে মনে রাখবেন এই গাছ কেবল পূর্ব বা উত্তর দিকে রাখা উচিত। গাছ যাতে শুকিয়ে না যায় তার জন্য নিয়মিত জল দিতে হবে। বিশ্বাস করা হয়, লাল জবা ফুল সম্পদের দেবীর খুব প্রিয় ফুল। তাই বাড়িতে লাগালে দেবীর আশীর্বাদ বর্ষিত হয় সবসময়। 

বাড়িতে হিবিস্কাস ফুল লাগালে ইতিবাচকতা আসে। তবে মনে রাখবেন এই গাছ কেবল পূর্ব বা উত্তর দিকে রাখা উচিত। গাছ যাতে শুকিয়ে না যায় তার জন্য নিয়মিত জল দিতে হবে। বিশ্বাস করা হয়, লাল জবা ফুল সম্পদের দেবীর খুব প্রিয় ফুল। তাই বাড়িতে লাগালে দেবীর আশীর্বাদ বর্ষিত হয় সবসময়। 

3 / 8
বাস্তুশাস্ত্র অনুসারে, এই লাল রঙের সস্তার ফুল আর্থিক সঙ্কট থেকে শুরু করে ঋণের বোঝা থেকে মুক্তি পেতেও সাহায্য করে। দেশি এই লাল রঙের ফুলের কারণে কখনও অর্থের অভাব হবে না। বাস্তুমতে, এই ফুলের প্রতিকার জানা থাকলে নিজ নিজ সমস্যাগুলির সমাধান হয়ে যায় সহজেই। 

বাস্তুশাস্ত্র অনুসারে, এই লাল রঙের সস্তার ফুল আর্থিক সঙ্কট থেকে শুরু করে ঋণের বোঝা থেকে মুক্তি পেতেও সাহায্য করে। দেশি এই লাল রঙের ফুলের কারণে কখনও অর্থের অভাব হবে না। বাস্তুমতে, এই ফুলের প্রতিকার জানা থাকলে নিজ নিজ সমস্যাগুলির সমাধান হয়ে যায় সহজেই। 

4 / 8
অর্থ নিয়ে সমস্যা থাকলে জবা ফুলের প্রতিকার মিলতে পারে। এই সমস্যা থেকে মুক্তি মিলতে শুক্রবার নিরাপদে বা টাকা রাখার জায়গায় ফুল রাখতে পারেন। ফুল রাখার আগে, ভগবান গণেশ ও দেবী দুর্গার ধ্যান করতে ভুলতে পারবেন না। এই প্রতিকার টানা ৭দিনের জন্য পালন করতে হবে।

অর্থ নিয়ে সমস্যা থাকলে জবা ফুলের প্রতিকার মিলতে পারে। এই সমস্যা থেকে মুক্তি মিলতে শুক্রবার নিরাপদে বা টাকা রাখার জায়গায় ফুল রাখতে পারেন। ফুল রাখার আগে, ভগবান গণেশ ও দেবী দুর্গার ধ্যান করতে ভুলতে পারবেন না। এই প্রতিকার টানা ৭দিনের জন্য পালন করতে হবে।

5 / 8
অনেক সময় নানা ছোটখাটো কারণে ঘরে কলহ শুরু হয়। তাতে স্বামী-স্ত্রীর সম্পর্কের উপরও বড় প্রভাব ফেলে। কখনও কখনও সম্পর্কগুলি  ফিকে পড়ে যায়। জবা ফুল সম্পর্ককে মজবুত করতে বড় ভূমিকা পালন করে। এর জন্য প্রতিদিন বালিশের নিচে হিবিস্কাস ফুল দিয়ে ঘুমাতে যাওয়া উচিত। 

অনেক সময় নানা ছোটখাটো কারণে ঘরে কলহ শুরু হয়। তাতে স্বামী-স্ত্রীর সম্পর্কের উপরও বড় প্রভাব ফেলে। কখনও কখনও সম্পর্কগুলি  ফিকে পড়ে যায়। জবা ফুল সম্পর্ককে মজবুত করতে বড় ভূমিকা পালন করে। এর জন্য প্রতিদিন বালিশের নিচে হিবিস্কাস ফুল দিয়ে ঘুমাতে যাওয়া উচিত। 

6 / 8
বাড়িতে অর্থের অভাব থাকলে, ও পরিশ্রমের ফলাফল না পান, তাহলে জবা ফুলের প্রতিকার মেনে চলা উচিত। একটি তামার কলসে জবা ফুল রেখে দিন। সেই কলস জল দিয়ে পূর্ণ করে নিন। এরপর সূর্যদেবকে নিবেদন করা উচিত। 

বাড়িতে অর্থের অভাব থাকলে, ও পরিশ্রমের ফলাফল না পান, তাহলে জবা ফুলের প্রতিকার মেনে চলা উচিত। একটি তামার কলসে জবা ফুল রেখে দিন। সেই কলস জল দিয়ে পূর্ণ করে নিন। এরপর সূর্যদেবকে নিবেদন করা উচিত। 

7 / 8
ব্যবসা করলে ও কঠোর পরিশ্রম করেও অগ্রগতি না পেলে, তবে জবা ফুল এই সমস্যা কাটাতেও সাহায্য করতে পারে। দেবী লক্ষ্মীকে হিবিস্কাস ফুলের সঙ্গে চিনির মিছরি নিবেদন করতে হবে। শুধু এই ছোট কাজ দিয়ে, ব্যবসা নতুন উচ্চতায় পৌঁছাতে শুরু করবে।

ব্যবসা করলে ও কঠোর পরিশ্রম করেও অগ্রগতি না পেলে, তবে জবা ফুল এই সমস্যা কাটাতেও সাহায্য করতে পারে। দেবী লক্ষ্মীকে হিবিস্কাস ফুলের সঙ্গে চিনির মিছরি নিবেদন করতে হবে। শুধু এই ছোট কাজ দিয়ে, ব্যবসা নতুন উচ্চতায় পৌঁছাতে শুরু করবে।

8 / 8