Bangla News » Photo gallery » Holi Celebration of kiara advani and sidharth malhotra shared haldi picture
Kiara-Sidharth Holi Celebration: রঙের উৎসবে গায়ে হলুদ, সিদ্ধার্থ-কিয়ারার অদেখা ছবিতে মজল নেটপাড়া
TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra
Updated on: Mar 08, 2023 | 8:00 AM
Holi Celebration: বিয়ের পর প্রথম হোলি সেলিব্রেশন বলে কথা, কীভাবে কাটালেন এই দিনটি, সোশ্যাল মিডিয়ায় যেমন সেই চর্চা বর্তমান, তার সঙ্গে পাল্লা দিয়ে ভাইরাল তাঁদের বিয়ের অদেখা ছবি।
Mar 08, 2023 | 8:00 AM
বিয়ের পর প্রথম হোলি সেলিব্রেশন বলে কথা, কীভাবে কাটালেন এই দিনটি, সোশ্যাল মিডিয়ায় যেমন সেই চর্চা বর্তমান, তার সঙ্গে পাল্লা দিয়ে ভাইরাল তাঁদের বিয়ের অদেখা ছবি।
1 / 7
গায়ে হলুদের ছবি শেয়ার করে নিলেন কিয়ারা। হলুদ রঙে রাঙিয়ে যেদিন তাঁরা রঙিন হয়েছিলেন, সেই রঙই লেগে রয়েছে সম্পর্কের পরতে-পরতে। তারই ইঙ্গিত দিয়ে অদেখা ছবি শেয়ার করলেন কিয়ারা সোশ্যাল মিডিয়ায়।
2 / 7
কড়া নিরাপত্তার মধ্যেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। একবছর ধরে এই জুটিকে নিয়ে চর্চা ছিল তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁদের প্রেমপর্বের প্রতিটা খবর।
3 / 7
সৌজন্যে ইন্সটাগ্রাম
4 / 7
আর সেই ভিডিয়ো দেখে চোখ সরাতে পারনি গোটা নেটপাড়া। বিয়েতে ভারী সাজ নয়, হালকা রঙ আর হালকা সাজই বেছে নিয়েছিলেন অভিনেত্রী।
5 / 7
অন্যদিকে সিদ্ধার্থের পোশাকেও ছিল রঙমিলান্তি। সব মিলিয়ে যাকে বলে খাপে খাপ। কিয়ারা মন্ডপে প্রবেশ করতেই আবেগঘন হয়ে পড়েন সিদ্ধার্থ। চোখের কোনও ওঠে চিকচিক করে।
6 / 7
স্বপ্ন নয়, সিনেমা নয়, এ তো ঘোর বাস্তব। দীর্ঘ প্রণয়ের পর সত্যিই এক হচ্ছে তাঁরা। মালাবদলের সময় চলে খুনসুটি। সিদ্ধার্থ পরবেন না মালা আর কিয়ারা পরাবেনই। সে এক মজার কাণ্ড। অবশেষে শুভকাজ মিটতেই আর পারলেন না কিয়ারা। কাছে ডেকে জাপটে ধরে ঠোঁটে চুমুই খেয়ে ফেললেন তিনি।