প্রাক্তন তো কী! সকলের সামনে হৃত্বিককে জাপটে ধরলেন তাঁর এক্স স্ত্রী, নেটিজ়েনরা বললেন, “এখনও সুন্দর লাগে একসঙ্গে…”
Hrithik-Sussanne: মুম্বইয়ের একটি গয়না প্রদর্শনীতে হাজির ছিলেন তাঁরা। প্রথমে পৌঁছে গিয়েছিলেন সুজ়ানই। তারপর আসেন হৃত্বিক। হৃত্বিককে দেখে কি এড়িয়ে গেলেন সুজ়ান। একেবারেই না। বরং সবাইকে ভুলে তাঁকে জড়িয়ে ধরলেন। সেই আলিঙ্গনের মধ্যে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাঁদের এই বডি ল্যাঙ্গুয়েজ দেখে সোশ্যাল মিডিয়ায় নানা কথা বলছেন অনেকে। কেউ বলছেন, তাঁদের একসঙ্গে সুন্দর দেখতে লাগে।
![মুম্বইয়ের একটি গয়নার প্রদর্শনী। সেই প্রদর্শনীতে আমন্ত্রিত এক বলিউড তারকা। কেবল তিনি নন, আমন্ত্রিত তাঁর প্রাক্তন স্ত্রীও।](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/01/hrithik-sussanne-1.jpg?w=1280&enlarge=true)
1 / 8
![সাধারণত এমন ঘটনা ঘটলে প্রাক্তনদের মধ্যে এড়িয়ে চলার প্রবণতাই দেখা যায়। কিন্তু যে সম্পর্কে তিক্ততা থাকে না, সেখানে রসায়ন হয় অন্যরকম।](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/01/hrithik-sussanne-2.jpg)
2 / 8
![বলা ভাল, অনেকটা বন্ধুত্বপূর্ণ। ঠিক তেমনই সম্পর্ক বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজ়ান খানের।](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/01/hrithik-sussanne-3.jpg)
3 / 8
![মুম্বইয়ের একটি গয়না প্রদর্শনীতে হাজির ছিলেন তাঁরা। প্রথমে পৌঁছে গিয়েছিলেন সুজ়ানই। তারপর আসেন হৃত্বিক।](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/01/hrithik-sussanne-4.jpg)
4 / 8
![হৃত্বিককে দেখে কি এড়িয়ে গেলেন সুজ়ান। একেবারেই না। বরং সবাইকে ভুলে তাঁকে জড়িয়ে ধরলেন। সেই আলিঙ্গনের মধ্যে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/01/hrithik-sussanne-5.jpg)
5 / 8
![তাঁদের এই বডি ল্যাঙ্গুয়েজ দেখে সোশ্যাল মিডিয়ায় নানা কথা বলছেন অনেকে। কেউ বলছেন, তাঁদের একসঙ্গে সুন্দর দেখতে লাগে।](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/01/hrithik-sussanne-6.jpg)
6 / 8
![এদিকে হৃত্বিকের সঙ্গে সম্পর্ক ভাঙার পর নিজ-নিজ জীবনে এগিয়েছেন তাঁরা। কিছু বিতর্কেও জড়িয়েছেন হৃত্বিক। কিন্তু শেষমেশ পেয়েছেন তাঁর মনের মানুষকে। হৃত্বিক সম্পর্কে আছেন গায়িকা-অভিনেত্রী সাবা আজ়াদের সঙ্গে।](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/01/hrithik-sussanne-7.jpg)
7 / 8
![অন্যদিকে সুজ়ানের জীবনে এসেছেন আর্সলান গোনি। এঁরা চারজনই একে অপরের বন্ধু। হৃত্বিক এবং সুজ়ান কো-প্যারেটিং করেন তাঁদের দুই সন্তান রেহান এবং হৃদানের। হৃত্বিককে খুব 'ভাল বাবা'র আখ্যা দিয়েছেন সুজ়ান।](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/01/hrithik-sussanne-8.jpg)
8 / 8