AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

casting couch: কাস্টিং কাউচের মুখোমুখি শুধু অভিনেত্রীরা নন, পড়েন অভিনেতারাও

casting couch: সম্প্রতি অভিনেত্রী রতন রাজপুত কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন। এর আগে রাজীব খান্ডেলওয়াল, হৃত্বিক ধনজানিরাও মুখ খুলেছেন কাস্টিং কাউচ নিয়ে।

| Edited By: | Updated on: Sep 25, 2022 | 10:17 PM
Share
রতন রাজপুত কাস্টিং কাউচ সম্পর্কে সম্প্রতি অনেক কথা বলেছেন। তিনি বলেন, প্রায় ৬০-৬৫ বছর বয়সী এক ব্যক্তি তাঁকে বলেছিলেন যে একজন অভিনেত্রী-নায়িকা হওয়ার মতো নিজেকে তৈরি করতে তাঁকে প্রায় তিন লাখ টাকা খরচ করতে হবে। তিনি এও জানান যদি রতন তাঁর বন্ধু হয়ে যান, তবে তিনি তাঁর জন্য বিনিয়োগ করবেন। এই কথা শুনে রতন হতবাক হয়ে তাঁকে বলেছিলেন যে তিনি তাঁর বাবার বয়সী। লোকটি তখন বলেছিলেন যে তাঁর মেয়েও যগি অভিনেত্রী হতেন, তাঁর সঙ্গেও ঘুমতেন। হতবাক হয়ে স্থান ত্যাগ করেন রতন। এটি তাঁকে এক মাসের জন্য ট্রমায় নিয়ে যায়।

রতন রাজপুত কাস্টিং কাউচ সম্পর্কে সম্প্রতি অনেক কথা বলেছেন। তিনি বলেন, প্রায় ৬০-৬৫ বছর বয়সী এক ব্যক্তি তাঁকে বলেছিলেন যে একজন অভিনেত্রী-নায়িকা হওয়ার মতো নিজেকে তৈরি করতে তাঁকে প্রায় তিন লাখ টাকা খরচ করতে হবে। তিনি এও জানান যদি রতন তাঁর বন্ধু হয়ে যান, তবে তিনি তাঁর জন্য বিনিয়োগ করবেন। এই কথা শুনে রতন হতবাক হয়ে তাঁকে বলেছিলেন যে তিনি তাঁর বাবার বয়সী। লোকটি তখন বলেছিলেন যে তাঁর মেয়েও যগি অভিনেত্রী হতেন, তাঁর সঙ্গেও ঘুমতেন। হতবাক হয়ে স্থান ত্যাগ করেন রতন। এটি তাঁকে এক মাসের জন্য ট্রমায় নিয়ে যায়।

1 / 7
অসীম প্রতিভাবান রাজীব খান্ডেলওয়ালও কাস্টিং কাউচের মুখোমুখি হয়েছিলেন। টেলিভিশনের হার্টথ্রব রাজীব সিনেমাও ভাল কাজ করেছেন। তিনি একবার জানিয়েছিলেন যে লোকেরা তাঁর কাছে ভ্রান্ত উদ্দেশ্য নিয়ে এসেছিল। কিন্তু হতাশা তাঁর আত্মাকে ডুবিয়ে দেয়নি।

অসীম প্রতিভাবান রাজীব খান্ডেলওয়ালও কাস্টিং কাউচের মুখোমুখি হয়েছিলেন। টেলিভিশনের হার্টথ্রব রাজীব সিনেমাও ভাল কাজ করেছেন। তিনি একবার জানিয়েছিলেন যে লোকেরা তাঁর কাছে ভ্রান্ত উদ্দেশ্য নিয়ে এসেছিল। কিন্তু হতাশা তাঁর আত্মাকে ডুবিয়ে দেয়নি।

2 / 7
পেশাগতভাবে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে একসময় গিয়েছেন দিব্যাঙ্কা ত্রিপাঠি। অভিনেত্রী প্রকাশ করেছেন যে সেই সময় লোকজন বলেছিল যে তিনি যদি কোনও প্রকল্প পেতে চান তবে তাঁকে পরিচালককে খুশি করতে হবে। কিন্তু আপোষ না করেই দিব্যাঙ্কা এখন টিভির অন্যতম শীর্ষ তারকা।

পেশাগতভাবে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে একসময় গিয়েছেন দিব্যাঙ্কা ত্রিপাঠি। অভিনেত্রী প্রকাশ করেছেন যে সেই সময় লোকজন বলেছিল যে তিনি যদি কোনও প্রকল্প পেতে চান তবে তাঁকে পরিচালককে খুশি করতে হবে। কিন্তু আপোষ না করেই দিব্যাঙ্কা এখন টিভির অন্যতম শীর্ষ তারকা।

3 / 7
শামা সিকান্দার জানিয়েছিলেন যে বলিউডের লোকজন তাঁর সঙ্গে অকারণ বন্ধুত্ব করতে চেয়েছিল। তিনি প্রায়ই এর সম্মুখীন হয়েছেন। শামা জানান, যৌনতার পরিবর্তে কাজের প্রস্তাব দেওয়ার কথা ভাবতে লোকেরা কতটা নীচে নামতে পারেন তার মুখোমুখি তিনি হয়েছেন।

শামা সিকান্দার জানিয়েছিলেন যে বলিউডের লোকজন তাঁর সঙ্গে অকারণ বন্ধুত্ব করতে চেয়েছিল। তিনি প্রায়ই এর সম্মুখীন হয়েছেন। শামা জানান, যৌনতার পরিবর্তে কাজের প্রস্তাব দেওয়ার কথা ভাবতে লোকেরা কতটা নীচে নামতে পারেন তার মুখোমুখি তিনি হয়েছেন।

4 / 7
হৃত্বিত ধনজানি একবার জানিয়েছিলেন এক এজেন্ট তাঁকে সিনেমায় সুযোগের নাম করে নোংরা জায়গা নিয়ে গিয়েছিল, যেখানে বোল্ড অক্ষয়ে লেখা ছিল লাভ, সেক্স অ্যান্ড বোল্ড। সেখানে সেই ব্যক্তি তাঁর থাই হাত দিয়ে সেখান থেকে তিনি পালিয়ে আসেন।

হৃত্বিত ধনজানি একবার জানিয়েছিলেন এক এজেন্ট তাঁকে সিনেমায় সুযোগের নাম করে নোংরা জায়গা নিয়ে গিয়েছিল, যেখানে বোল্ড অক্ষয়ে লেখা ছিল লাভ, সেক্স অ্যান্ড বোল্ড। সেখানে সেই ব্যক্তি তাঁর থাই হাত দিয়ে সেখান থেকে তিনি পালিয়ে আসেন।

5 / 7
অঙ্কিত সিওয়াচ টিভিতে তিন থেকে চারটি শো করেছেন, একবার জানিয়েছিলেন যে লোকেরা তাঁকে নগ্ন ছবি পাঠাতে বলত এবং কাজের কারণ ছাড়াই সামাজিক হতে বলত। একে বিশুদ্ধ হয়রানি বলেই তিনি করেছেন। তিনি মনমোহিনী, ইশকবাজ, ইয়ে ঘুমি ঝুকি সি নজর এবং অন্যান্য শো করেছেন।

অঙ্কিত সিওয়াচ টিভিতে তিন থেকে চারটি শো করেছেন, একবার জানিয়েছিলেন যে লোকেরা তাঁকে নগ্ন ছবি পাঠাতে বলত এবং কাজের কারণ ছাড়াই সামাজিক হতে বলত। একে বিশুদ্ধ হয়রানি বলেই তিনি করেছেন। তিনি মনমোহিনী, ইশকবাজ, ইয়ে ঘুমি ঝুকি সি নজর এবং অন্যান্য শো করেছেন।

6 / 7
মোহিত মলিকও একবার এমন এক কাস্টিং কাউচের পাল্লায় পড়েছিলেন বলে জানান। একটা বড় প্রজেক্টে কাজ দেওয়া নাম করে যে ধরনের আলোচনা বা প্রস্তাব দিয়েছিল তাতে তিনি মোটেই সুবিধের কিছু নয়, বুঝে চলে আসেন।

মোহিত মলিকও একবার এমন এক কাস্টিং কাউচের পাল্লায় পড়েছিলেন বলে জানান। একটা বড় প্রজেক্টে কাজ দেওয়া নাম করে যে ধরনের আলোচনা বা প্রস্তাব দিয়েছিল তাতে তিনি মোটেই সুবিধের কিছু নয়, বুঝে চলে আসেন।

7 / 7