
সেলিব্রিটিদের মধ্যে এ বছর সবচেয়ে বেশি ৯২ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। ২০২৩-২৪ অর্থবর্ষের এই তালিকা প্রকাশ করেছিল ফিউচার ইন্ডিয়া। ছবি : X

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তামিল সুপারস্টার বিজয়। যিনি সিনেমাজগতে থালাপতি বিজয় নামেই জনপ্রিয়। বিজয় এ বছর ট্যাক্স দিয়েছেন ৮০ কোটি টাকা। ছবি : X

তিনে রয়েছেন বলিউড তারকা সলমন খান। তাঁর জমা করা ট্যাক্সের পরিমাণ ৭৫ কোটি টাকা। ছবি : X

এর পরও তালিকায় বলিউড তারকাই। চতুর্থ স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তিনি ৭১ কোটি টাকা ট্যাক্স জমা করেছেন। ছবি : X

তালিকায় পঞ্চম স্থানে কিং কোহলি। ক্রিকেট, ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে বার্ষিক প্রচুর উপার্জন বিরাটের। এ বছর ৬৬ কোটি টাকা ট্য়াক্স দিয়েছেন ভারতের অন্যতম সেরা ব্যাটার। ছবি : PTI

ষষ্ঠস্থানে বলিউড তারকা অজয় দেবগন। তাঁর জমা করা ট্যাক্সের অঙ্কের পরিমাণ ৪২ কোটি টাকা। ছবি : X

থালা ফর আ রিজন! মহেন্দ্র সিং ধোনির জার্সি নম্বর নিয়ে এমন নানা মিম তৈরি হয়। মজার বিষয়, এক্ষেত্রেও জার্সি নম্বর মিলে যাচ্ছে। এ বছর সেলিব্রিটি ট্যাক্সদাতার তালিকায় সপ্তম স্থানে রয়েছেন ধোনি। তিনি ৩৮ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন। ছবি : PTI

মহেন্দ্র সিং ধোনির পর তালিকায় অষ্টম স্থানে রয়েছেন বলিউড তারকা রনবীর কাপুর। তিনি ৩৬ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন। ছবি : X

তালিকায় নবম ও দশম স্থানে রয়েছেন যথাক্রমে মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর ও বলিউড তারকা হৃত্বিক রোশন। দু-জনেরই ট্যাক্সের পরিমাণ ২৮ কোটি টাকা। ছবি : X