AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Dark Secret: স্বামী-ছেলে দুজনের সঙ্গেই প্রেম! রেখাকে ‘ডাইনি’ বলে ভর্ৎসনা করেন বলিউডের কোন অভিনেত্রী?

Bollywood: স্বামী ও পুত্র দুজনের সঙ্গেই সম্পর্ক থাকার অভিযোগে বলিউডে প্রথম সারির অভিনেত্রী রেখার চরিত্র নিয়ে মন্তব্য করতেও ছাড়েননি। কে সেই অভিনেত্রী? কে সেই স্বামী ও পুরুষ?

| Edited By: | Updated on: Aug 16, 2022 | 1:29 AM
Share
রেখা-- নামের মধ্যেই জড়িয়ে রয়েছে বিতর্ক, এক অনন্য সংগ্রাম। তাঁর জীবনে এসেছেন বহু পুরুষ। ভালবেসে আঁকড়ে ধরার চেষ্টা করেওছেন তিনি। কিন্তু কোনও সম্পর্কই চিরস্থায়ী হয়নি। উল্টে সংসার ভাঙার তকমা জুটেছে তাঁর। জুটেছে ডাইনি আখ্যাও। স্বামী ও পুত্র দুজনের সঙ্গেই সম্পর্ক থাকার অভিযোগে বলিউডে প্রথম সারির অভিনেত্রী রেখার চরিত্র নিয়ে মন্তব্য করতেও ছাড়েননি। কে সেই অভিনেত্রী? কে সেই স্বামী ও পুরুষ?

রেখা-- নামের মধ্যেই জড়িয়ে রয়েছে বিতর্ক, এক অনন্য সংগ্রাম। তাঁর জীবনে এসেছেন বহু পুরুষ। ভালবেসে আঁকড়ে ধরার চেষ্টা করেওছেন তিনি। কিন্তু কোনও সম্পর্কই চিরস্থায়ী হয়নি। উল্টে সংসার ভাঙার তকমা জুটেছে তাঁর। জুটেছে ডাইনি আখ্যাও। স্বামী ও পুত্র দুজনের সঙ্গেই সম্পর্ক থাকার অভিযোগে বলিউডে প্রথম সারির অভিনেত্রী রেখার চরিত্র নিয়ে মন্তব্য করতেও ছাড়েননি। কে সেই অভিনেত্রী? কে সেই স্বামী ও পুরুষ?

1 / 6
অভিনেত্রী হলেন নার্গিস। বলিপাড়ায় গুঞ্জন রটে সুনীল ও সঞ্জয়, বলিউডের এই বাপ-বেটা জুটির দুজনের সঙ্গেই নাকি সম্পর্ক জড়িয়েছিলেন রেখা। শোনা যায় সঞ্জয় দত্তকে নাকি লুকিয়ে বিয়েও করেছিলেন তিনি।

অভিনেত্রী হলেন নার্গিস। বলিপাড়ায় গুঞ্জন রটে সুনীল ও সঞ্জয়, বলিউডের এই বাপ-বেটা জুটির দুজনের সঙ্গেই নাকি সম্পর্ক জড়িয়েছিলেন রেখা। শোনা যায় সঞ্জয় দত্তকে নাকি লুকিয়ে বিয়েও করেছিলেন তিনি।

2 / 6
সুনীল দত্ত ও রেখা দুজনেই 'অহিংসা' নামক একটি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। সে সময় রেখা একেবারেই কেরিয়ারের শুরুর দিকে। রেখা ও সুনীল দত্তের সম্পর্ক নিয়ে সে সময় জোটে বিস্তর গুঞ্জন।

সুনীল দত্ত ও রেখা দুজনেই 'অহিংসা' নামক একটি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। সে সময় রেখা একেবারেই কেরিয়ারের শুরুর দিকে। রেখা ও সুনীল দত্তের সম্পর্ক নিয়ে সে সময় জোটে বিস্তর গুঞ্জন।

3 / 6
এর পরেই ১৯৭৬ সালে একটি সাক্ষাৎকারে রেখার নামে বিস্ফোরক উক্তি করেন নার্গিস। তিনি বলেন, "ওকে দেখে ছেলেদের মনে হয় ও সহজলভ্য। রেখাকে দেখে অনেকেরই মনে হয় ও ডাইনি।"

এর পরেই ১৯৭৬ সালে একটি সাক্ষাৎকারে রেখার নামে বিস্ফোরক উক্তি করেন নার্গিস। তিনি বলেন, "ওকে দেখে ছেলেদের মনে হয় ও সহজলভ্য। রেখাকে দেখে অনেকেরই মনে হয় ও ডাইনি।"

4 / 6
এখানেই শেষ নয়, নার্গিস আরও যোগ করেন, "অনেকের সঙ্গে কাজ করেছিল। অনেকের মানসিক সমস্যা দেখেছি। আমার মনে হয় ও হারিয়ে গিয়েছে। কুল খুঁজে পাচ্ছে না। ওঁর একজন শক্তসামর্থ্য পুরুষের খুব দরকার।" রেখা কিন্তু নার্গিসের মুখের উপর কোনও কথা বলেননি। চুপ করে সব সহ্য করেছিলেন।

এখানেই শেষ নয়, নার্গিস আরও যোগ করেন, "অনেকের সঙ্গে কাজ করেছিল। অনেকের মানসিক সমস্যা দেখেছি। আমার মনে হয় ও হারিয়ে গিয়েছে। কুল খুঁজে পাচ্ছে না। ওঁর একজন শক্তসামর্থ্য পুরুষের খুব দরকার।" রেখা কিন্তু নার্গিসের মুখের উপর কোনও কথা বলেননি। চুপ করে সব সহ্য করেছিলেন।

5 / 6
এর কিছু বছর পরেই নার্গিস ও সুনীল দত্তের ছেলে সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করেন রেখা। শোনা যায়, রেখার প্রেমে নাকি এক সময় রীতিমতো হাবুডাবু খাচ্ছিলেন সঞ্জয়। এ কথা রটতেই নাকি সুনীল নিজে রেখার বাড়িতে গিয়ে ছেলের থেকে দূরে থাকার জন্য তাঁকে শাসিয়ে যান। এর কিছু দিন পর সঞ্জয়ও বিয়ে করে নেন রিচা শর্মাকে। অন্যদিকে ১৯৯০ সালে রেখা বিয়ে করে ব্যবসায়ী মুকেশ আগেরওয়ালকে। বিয়ের কিছু দিনের মধ্যেই আত্মহত্যা করেন মুকেশ।

এর কিছু বছর পরেই নার্গিস ও সুনীল দত্তের ছেলে সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করেন রেখা। শোনা যায়, রেখার প্রেমে নাকি এক সময় রীতিমতো হাবুডাবু খাচ্ছিলেন সঞ্জয়। এ কথা রটতেই নাকি সুনীল নিজে রেখার বাড়িতে গিয়ে ছেলের থেকে দূরে থাকার জন্য তাঁকে শাসিয়ে যান। এর কিছু দিন পর সঞ্জয়ও বিয়ে করে নেন রিচা শর্মাকে। অন্যদিকে ১৯৯০ সালে রেখা বিয়ে করে ব্যবসায়ী মুকেশ আগেরওয়ালকে। বিয়ের কিছু দিনের মধ্যেই আত্মহত্যা করেন মুকেশ।

6 / 6