Kitchen Sink: রান্নাঘরের বেসিনের মুখ ময়লা জমে জল আটকে গিয়েছে? যেভাবে পরিষ্কার করবেন…

Basin Cleaning Tips: বেশিরভাগ সময় বেসিনের পাইপে চায়ের পাতা, ভাত-ডাল, মাছ-মাংসের টুকরো, সবজির খোসা জমে থাকে। অনেক সময় প্ল্যাস্টিকের টুকরোও আটকে যায়। রান্নাঘরের বেসিন প্রায় দিন ময়লায় জমে যায়। মধ্যবিত্তের নিত্যদিনের সমস্যা। আর এই পাইপ পরিষ্কার করতে গিয়ে নাকানি-চোবানি খেতে হয়।

| Updated on: May 27, 2024 | 1:53 PM
রান্নাঘরের বেসিন প্রায় দিন ময়লায় জমে যায়। মধ্যবিত্তের নিত্যদিনের সমস্যা। আর এই পাইপ পরিষ্কার করতে গিয়ে নাকানি-চোবানি খেতে হয়।

রান্নাঘরের বেসিন প্রায় দিন ময়লায় জমে যায়। মধ্যবিত্তের নিত্যদিনের সমস্যা। আর এই পাইপ পরিষ্কার করতে গিয়ে নাকানি-চোবানি খেতে হয়।

1 / 8
বেশিরভাগ সময় বেসিনের পাইপে চায়ের পাতা, ভাত-ডাল, মাছ-মাংসের টুকরো, সবজির খোসা জমে থাকে। অনেক সময় প্ল্যাস্টিকের টুকরোও আটকে যায়। 

বেশিরভাগ সময় বেসিনের পাইপে চায়ের পাতা, ভাত-ডাল, মাছ-মাংসের টুকরো, সবজির খোসা জমে থাকে। অনেক সময় প্ল্যাস্টিকের টুকরোও আটকে যায়। 

2 / 8
বেসিনের মুখে বা পাইপে আবর্জনা জমে থাকলে জল ঠিকমতো বেরোয় না। পাশাপাশি বেসিনে নানা দাগছোপ লেগে যায়। বেসন পরিষ্কার করতে কালঘাম ছোটে।

বেসিনের মুখে বা পাইপে আবর্জনা জমে থাকলে জল ঠিকমতো বেরোয় না। পাশাপাশি বেসিনে নানা দাগছোপ লেগে যায়। বেসন পরিষ্কার করতে কালঘাম ছোটে।

3 / 8
আজকাল অনলাইনের মাধ্যমে আপনি বেসিন পরিষ্কার করার লোককে বাড়িতে ডেকে নিতে পারবেন। তবে, টাকা বাঁচিয়ে আপনিও বেসিন ও পাইপ পরিষ্কার করে নিতে পারেন।

আজকাল অনলাইনের মাধ্যমে আপনি বেসিন পরিষ্কার করার লোককে বাড়িতে ডেকে নিতে পারবেন। তবে, টাকা বাঁচিয়ে আপনিও বেসিন ও পাইপ পরিষ্কার করে নিতে পারেন।

4 / 8
প্রথমে আধ কাপ বেকিং সোডার সুঙ্গে ১/৪ কাপ নুন মিশিয়ে নিন। এই মিশ্রণটি গোটা বেসিনে ঢেলে রাখুন। ভাল করে বেসিনে পাইপের মুখে এই মিশ্রণটি মাখাবেন।

প্রথমে আধ কাপ বেকিং সোডার সুঙ্গে ১/৪ কাপ নুন মিশিয়ে নিন। এই মিশ্রণটি গোটা বেসিনে ঢেলে রাখুন। ভাল করে বেসিনে পাইপের মুখে এই মিশ্রণটি মাখাবেন।

5 / 8
এবার ১ কাপ ভিনিগার মাইক্রোওয়েভ দু'মিনিটের জন্য ঘুরিয়ে নিন। এই গরম ভিনিগার সরাসরি বেসিনের ড্রেনের অংশে ঢেলে নিন। এরপর আধ ঘণ্টা অপেক্ষা করুন। এরপর গরম জল দিয়ে বেসিন পরিষ্কার করে নিন। চাইলে বাসন মাজার তরল সাবান দিয়েও বেসিন ঘষে নিন।

এবার ১ কাপ ভিনিগার মাইক্রোওয়েভ দু'মিনিটের জন্য ঘুরিয়ে নিন। এই গরম ভিনিগার সরাসরি বেসিনের ড্রেনের অংশে ঢেলে নিন। এরপর আধ ঘণ্টা অপেক্ষা করুন। এরপর গরম জল দিয়ে বেসিন পরিষ্কার করে নিন। চাইলে বাসন মাজার তরল সাবান দিয়েও বেসিন ঘষে নিন।

6 / 8
এসব ঝক্কি পোহাতে না চাইলে আরও একটি উপার রয়েছে। বেসিনের ড্রেনের মুখে এক কাপ নুন ঢেলে দিন। এরপর এক মগ গরম জল ঢেলে দিন। পাঁচ মিনিট পর বেসিন ধুয়ে ফেলুন। এতে পাইপে জমে থাকা সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে।

এসব ঝক্কি পোহাতে না চাইলে আরও একটি উপার রয়েছে। বেসিনের ড্রেনের মুখে এক কাপ নুন ঢেলে দিন। এরপর এক মগ গরম জল ঢেলে দিন। পাঁচ মিনিট পর বেসিন ধুয়ে ফেলুন। এতে পাইপে জমে থাকা সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে।

7 / 8
বেসিন পরিষ্কার করুন গরম জল দিয়ে। বেসিনে ফুটন্ত গরম জল ঢালুন। তারপর বেসিনের মুখে বেকিং সোডা ঢালুন। কয়েক মিনিট পর সমপরিমান ভিনিগার ও গরম জল দিয়ে বেসিন পরিষ্কার করে নিন।

বেসিন পরিষ্কার করুন গরম জল দিয়ে। বেসিনে ফুটন্ত গরম জল ঢালুন। তারপর বেসিনের মুখে বেকিং সোডা ঢালুন। কয়েক মিনিট পর সমপরিমান ভিনিগার ও গরম জল দিয়ে বেসিন পরিষ্কার করে নিন।

8 / 8
Follow Us: