AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Money Plant: ঘরে শুধু মানি প্ল্যান্ট বসালেই চলবে না, এই নিয়ম না মানলে জীবনে নেমে আসবে অর্থ সংকট

Vastu Tips for Money: কেউ বাড়ি সাজানো জন্য মানি প্ল্যান্ট বসান, আবার কেউ চান সুখ-সমৃদ্ধি। বাস্তুশাস্ত্র অনুসারে, মানি প্ল্যান্টে দেবী লক্ষ্মীর বাস। এই গাছ ঘরে আনলে আপনার ধনসম্পত্তি বাড়তে পারে।

| Updated on: Sep 02, 2024 | 3:24 PM
Share
কেউ বাড়ি সাজানো জন্য মানি প্ল্যান্ট বসান, আবার কেউ চান সুখ-সমৃদ্ধি। বাস্তুশাস্ত্র অনুসারে, মানি প্ল্যান্টে দেবী লক্ষ্মীর বাস। এই গাছ ঘরে আনলে আপনার ধনসম্পত্তি বাড়তে পারে।

কেউ বাড়ি সাজানো জন্য মানি প্ল্যান্ট বসান, আবার কেউ চান সুখ-সমৃদ্ধি। বাস্তুশাস্ত্র অনুসারে, মানি প্ল্যান্টে দেবী লক্ষ্মীর বাস। এই গাছ ঘরে আনলে আপনার ধনসম্পত্তি বাড়তে পারে।

1 / 8
মানি প্ল্যান্ট ঘরের মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায়। আর্থিক অবস্থায় উন্নতি ঘটায়। কিন্তু মানি প্ল্যান্ট ঘরের সঠিক দিকে বসাতে এবং সঠিকভাবে তার পরিচর্যা করতে হবে।

মানি প্ল্যান্ট ঘরের মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায়। আর্থিক অবস্থায় উন্নতি ঘটায়। কিন্তু মানি প্ল্যান্ট ঘরের সঠিক দিকে বসাতে এবং সঠিকভাবে তার পরিচর্যা করতে হবে।

2 / 8
বাড়িতে মানি প্ল্যান্ট বসালেই হবে না। বাড়িতে যাতে সুখ-সমৃদ্ধি বজায় থাকে, তার জন্য কিছু বাস্তু নিয়মও মেনে চলতে হবে। মানি প্ল্যান্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখুন।

বাড়িতে মানি প্ল্যান্ট বসালেই হবে না। বাড়িতে যাতে সুখ-সমৃদ্ধি বজায় থাকে, তার জন্য কিছু বাস্তু নিয়মও মেনে চলতে হবে। মানি প্ল্যান্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখুন।

3 / 8
বাস্তুশাস্ত্র অনুসারে, মানি প্ল্যান্ট বাড়ির দক্ষিণ-পূর্বের মধ্যবর্তী স্থানে বসান। সবচেয়ে ভাল ফল পাবেন, যদি মানি প্ল্যান্ট দক্ষিণ-পূর্ব কোণে বসান। এতে সম্পদের বৃদ্ধি ঘটবে।

বাস্তুশাস্ত্র অনুসারে, মানি প্ল্যান্ট বাড়ির দক্ষিণ-পূর্বের মধ্যবর্তী স্থানে বসান। সবচেয়ে ভাল ফল পাবেন, যদি মানি প্ল্যান্ট দক্ষিণ-পূর্ব কোণে বসান। এতে সম্পদের বৃদ্ধি ঘটবে।

4 / 8
অনেকেই মানি প্ল্যান্ট হিসেবে ঘর সাজান। আপনি প্রধান সদর দরজা, বারান্দা বা প্রবেশদ্বারে সামনে মানি প্ল্যান্ট বসাতে পারেন। এমনকি ছাদেও বসাতে পারেন এই লতানে গাছ।

অনেকেই মানি প্ল্যান্ট হিসেবে ঘর সাজান। আপনি প্রধান সদর দরজা, বারান্দা বা প্রবেশদ্বারে সামনে মানি প্ল্যান্ট বসাতে পারেন। এমনকি ছাদেও বসাতে পারেন এই লতানে গাছ।

5 / 8
মানি প্ল্যান্ট মূলত ইন্ডোর প্ল্যান্ট। বাড়ির ভিতর ও বাইরে উভয় জায়গাতেই মানি প্ল্যান্ট বেড়ে উঠতে পারে। ঘরে যাতে এই গাছের ভাল প্রভাব পড়ে তার জন্য ঘরের ভিতর মানি প্ল্যান্ট রাখুন।

মানি প্ল্যান্ট মূলত ইন্ডোর প্ল্যান্ট। বাড়ির ভিতর ও বাইরে উভয় জায়গাতেই মানি প্ল্যান্ট বেড়ে উঠতে পারে। ঘরে যাতে এই গাছের ভাল প্রভাব পড়ে তার জন্য ঘরের ভিতর মানি প্ল্যান্ট রাখুন।

6 / 8
ঘরে ভুলেও শুকনো গাছ রাখবেন না। মানি প্ল্যান্ট হোক বা অন্য কোনও গাছ, শুকনো বা মরা গাছ লাগলে জীবনে দারিদ্র্য নেমে আনবে। মানি প্ল্যান্টের পাতা যেন সবসময় সবুজ থাকে, সে দিকে খেয়াল রাখুন।

ঘরে ভুলেও শুকনো গাছ রাখবেন না। মানি প্ল্যান্ট হোক বা অন্য কোনও গাছ, শুকনো বা মরা গাছ লাগলে জীবনে দারিদ্র্য নেমে আনবে। মানি প্ল্যান্টের পাতা যেন সবসময় সবুজ থাকে, সে দিকে খেয়াল রাখুন।

7 / 8
প্লাস্টিকের পাত্র বা টবে মানি প্ল্যান্ট বসাবেন না। কাচের বোতলে মানি প্ল্যান্ট বসান। সবুজ বা নীল রঙের বোতল ব্যবহার করুন। এতে জীবনে কোনওদিন অর্থ সংকটে ভুগবেন না। মাটির টবেও মানি প্ল্যান্ট বসাতে পারেন।

প্লাস্টিকের পাত্র বা টবে মানি প্ল্যান্ট বসাবেন না। কাচের বোতলে মানি প্ল্যান্ট বসান। সবুজ বা নীল রঙের বোতল ব্যবহার করুন। এতে জীবনে কোনওদিন অর্থ সংকটে ভুগবেন না। মাটির টবেও মানি প্ল্যান্ট বসাতে পারেন।

8 / 8