মহাশিবরাত্রির সামগ্রী: আজ সন্ধ্যের সময় থেকে উপবাস রাখা শুরু হলে, দিনের সময়ে মহাশিবরাত্রির পুজোর জন্য সামগ্রী কিনে ঘরে আনা উচিত। শিবপুজোর জন্য লাগবে ভোলেনাথের একটি শিবলিঙ্গ বা ছবি, পবিত্র সুতো, কাপড়, রুদ্রাক্ষ, রক্ষাসূত্র, বেলপত্র, শমী পাতা, আকন্দ ফুল, ফুলের মালা, গঙ্গাজল, গরুর দুধ, দই, চিনি, সাদা চন্দন, অক্ষত, সুগন্ধি, লবঙ্গ, এলাচ, কেশর, সুপারি, মধু, মৌসুমি ফল, ভষ্ম, অভ্র, কুশের আসন, যজ্ঞের সামগ্রী, দেবী পার্বতীর সাজসজ্জার সামগ্রী, শাড়ি, একটি প্রদীপ, ঘি, কর্পূর, শিব চলিসা, শিব আরতির সামগ্রী, এছাড়া শিবপুরাণের ব্রতপাঠের বই।