Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malaika Arora birthday: বার্থডে গার্ল মালাইকা আরোরা, কত বয়স হল আন্দাজ করতে পারেন?

Malaika Arora birthday: জীবনের এতগুলো বছর পেরিয়ে এসে নেগেটিভ কমেন্ট, ট্রোলিংকে আর পাত্তা দেন না মালাইকা। তাতেই ভাল আছেন তিনি।

| Edited By: | Updated on: Oct 23, 2021 | 12:55 PM
মালাইকা আরোরার নাকি বয়স বাড়ে না। নিজেকে এমন ভাবে মেনটেন করেন, তা দেখে এমনটাই মনে করেন তাঁর অনুরাগীদের বড় অংশ। তবে আজ মালাইকা বার্থডে গার্ল। ক্যালেন্ডারের হিসেবে বয়স বেড়ে গেল এক বছর।

মালাইকা আরোরার নাকি বয়স বাড়ে না। নিজেকে এমন ভাবে মেনটেন করেন, তা দেখে এমনটাই মনে করেন তাঁর অনুরাগীদের বড় অংশ। তবে আজ মালাইকা বার্থডে গার্ল। ক্যালেন্ডারের হিসেবে বয়স বেড়ে গেল এক বছর।

1 / 7
মালাইকা নিজে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, জীবনের কোনও কোনও ঘটনার জন্য তিনি সাধারণের নজরে থেকেছেন। সমালোচনা শুনেছেন। কেরিয়ার হোক বা ব্যক্তি জীবন কোনও কোনও সিদ্ধান্তের জন্য সমালোচিত হতে হয়েছে তাঁকে।

মালাইকা নিজে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, জীবনের কোনও কোনও ঘটনার জন্য তিনি সাধারণের নজরে থেকেছেন। সমালোচনা শুনেছেন। কেরিয়ার হোক বা ব্যক্তি জীবন কোনও কোনও সিদ্ধান্তের জন্য সমালোচিত হতে হয়েছে তাঁকে।

2 / 7
 যত দিন এগিয়েছে মালাইকা নাকি শিখেছেন, নিজের জীবন, নিজের সিদ্ধান্তের প্রতি অবিচল থাকতে হয়। তবেই নিজের জীবন বাঁচা সম্ভব হয়।

যত দিন এগিয়েছে মালাইকা নাকি শিখেছেন, নিজের জীবন, নিজের সিদ্ধান্তের প্রতি অবিচল থাকতে হয়। তবেই নিজের জীবন বাঁচা সম্ভব হয়।

3 / 7
৪৮ বছরে পা দিলেন মালাইকা। তাঁর কথায়, ‘এই বছর জন্মদিন সেলিব্রেট করার কোনও মুড নেই আমার। বাড়িতেই আছি। পরিবার, বন্ধুরা আছে। মায়ের হাতের রান্না খাব। এটাই আমার কাছে জন্মদিনের সেরা সেলিব্রেশন।’

৪৮ বছরে পা দিলেন মালাইকা। তাঁর কথায়, ‘এই বছর জন্মদিন সেলিব্রেট করার কোনও মুড নেই আমার। বাড়িতেই আছি। পরিবার, বন্ধুরা আছে। মায়ের হাতের রান্না খাব। এটাই আমার কাছে জন্মদিনের সেরা সেলিব্রেশন।’

4 / 7
জীবনের এতগুলো বছর পেরিয়ে এসে নেগেটিভ কমেন্ট, ট্রোলিংকে আর পাত্তা দেন না মালাইকা। তাতেই ভাল আছেন তিনি। জাজমেন্টাল না হয়ে সকলের সঙ্গে মেলামেশার চেষ্টা করেন তিনি।

জীবনের এতগুলো বছর পেরিয়ে এসে নেগেটিভ কমেন্ট, ট্রোলিংকে আর পাত্তা দেন না মালাইকা। তাতেই ভাল আছেন তিনি। জাজমেন্টাল না হয়ে সকলের সঙ্গে মেলামেশার চেষ্টা করেন তিনি।

5 / 7
মডেলিং থেকে অভিনয় দীর্ঘ কেরিয়ারে পরিবারকে ইন্ডাস্ট্রির নেগেটিভিটি থেকে রক্ষা করার চেষ্টা করেছেন তিনি। কারণ পরিবারই তাঁর রক্ষাকবচ।

মডেলিং থেকে অভিনয় দীর্ঘ কেরিয়ারে পরিবারকে ইন্ডাস্ট্রির নেগেটিভিটি থেকে রক্ষা করার চেষ্টা করেছেন তিনি। কারণ পরিবারই তাঁর রক্ষাকবচ।

6 / 7
অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন মালাইকা। শুধু তাই নয়, তাঁর এই সম্পর্কের প্রতি তাঁর ছেলে আরহানের যে ভালবাসা, শ্রদ্ধা এবং সমর্থন রয়েছে, তাও প্রকাশ্যেই জানিয়েছেন তিনি।

অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন মালাইকা। শুধু তাই নয়, তাঁর এই সম্পর্কের প্রতি তাঁর ছেলে আরহানের যে ভালবাসা, শ্রদ্ধা এবং সমর্থন রয়েছে, তাও প্রকাশ্যেই জানিয়েছেন তিনি।

7 / 7
Follow Us: