Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bunty Aur Babli 2: ‘বান্টি অউর বাবলি ২’র নবাগতা শারভরি ওয়াগের আসল পরিচয় জানেন?

Bunty Aur Babli 2: শারভরির বাবা শৈলেশ ওয়াগ একজন বিল্ডার। তাঁর মা নম্রতা এবং বোন কস্তুরি আর্কিটেক্ট। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর যোশী তাঁর মায়ের বাবা।

| Edited By: | Updated on: Oct 27, 2021 | 4:29 PM
শারভরি ওয়াগ। বলিউডের নবাগতা অভিনেত্রী। আসন্ন ‘বান্টি অউর বাবলি ২’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ব্যক্তিগত সম্পর্কে তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর যোশীর নাতনি।

শারভরি ওয়াগ। বলিউডের নবাগতা অভিনেত্রী। আসন্ন ‘বান্টি অউর বাবলি ২’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ব্যক্তিগত সম্পর্কে তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর যোশীর নাতনি।

1 / 7
রানি মুখোপাধ্যায়, সইফ আলি খানের মতো সিনিয়র শিল্পী, সিদ্ধান্ত চতুর্বেদীর মতো পরিচিত শিল্পীদের পাশে শারভরি একেবারে নতুন। তাঁর বিকিনি লুক নিয়ে ইতিমধ্যেই চর্চা চলছে বিভিন্ন মহলে।

রানি মুখোপাধ্যায়, সইফ আলি খানের মতো সিনিয়র শিল্পী, সিদ্ধান্ত চতুর্বেদীর মতো পরিচিত শিল্পীদের পাশে শারভরি একেবারে নতুন। তাঁর বিকিনি লুক নিয়ে ইতিমধ্যেই চর্চা চলছে বিভিন্ন মহলে।

2 / 7
১৯৯৬-এ জন্ম শারভরির। মুম্বইয়ের দ্য দাদর পার্সি ইয়ুথস অ্যাসেম্বলি হাইস্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি। মুম্বইয়ের রূপারেল কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন।

১৯৯৬-এ জন্ম শারভরির। মুম্বইয়ের দ্য দাদর পার্সি ইয়ুথস অ্যাসেম্বলি হাইস্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি। মুম্বইয়ের রূপারেল কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন।

3 / 7
শারভরির বাবা শৈলেশ ওয়াগ একজন বিল্ডার। তাঁর মা নম্রতা এবং বোন কস্তুরি আর্কিটেক্ট। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর যোশী তাঁর মায়ের বাবা।

শারভরির বাবা শৈলেশ ওয়াগ একজন বিল্ডার। তাঁর মা নম্রতা এবং বোন কস্তুরি আর্কিটেক্ট। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর যোশী তাঁর মায়ের বাবা।

4 / 7
১৬ বছর বয়সে শারভরি মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন। বিভিন্ন বিজ্ঞাপনে তিনি ইতিমধ্যেই কাজ করেছেন।

১৬ বছর বয়সে শারভরি মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন। বিভিন্ন বিজ্ঞাপনে তিনি ইতিমধ্যেই কাজ করেছেন।

5 / 7
অভিনয় শুরুর আগে জেফ গোল্ডবার্গ স্টুডিও থেকে শারভরি নয় মাসের একটি অভিনয় শিক্ক্ষার কোর্স করেন। থিয়েটারে অভিনয় করেন তিনি।

অভিনয় শুরুর আগে জেফ গোল্ডবার্গ স্টুডিও থেকে শারভরি নয় মাসের একটি অভিনয় শিক্ক্ষার কোর্স করেন। থিয়েটারে অভিনয় করেন তিনি।

6 / 7
‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘বাজিরাও মস্তানি’, ‘সোনু কে টিটু কি সুইটি’র মতো ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শারভরি।

‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘বাজিরাও মস্তানি’, ‘সোনু কে টিটু কি সুইটি’র মতো ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শারভরি।

7 / 7
Follow Us: