Bollywood Dark Truth: ট্রেন থেকে ঝাঁপ, গলায় দড়ি… মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসেন যে সব তারকা

Bollywood Dark Truth: মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসার সাহস দেখিয়েছিলেন তাঁরা। কারা রয়েছেন তালিকায়? কীভাবেই বা নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে জেগেছিল তাঁদের মনে? রইল...

| Edited By: | Updated on: Jul 25, 2022 | 2:28 PM
নিজের সঙ্গে যুঝতে পারেননি সুশান্ত সিং রাজপুত। প্রাথমিক তদন্তে তাঁর মৃত্যু ছিল আত্মহত্যাই, জানিয়েছিল মুম্বই পুলিশ। তবে সুশান্ত একা নন নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন অনেক তারকাই। তবে আনন্দের বিষয় শেষ মুহূর্তে নিজেকে বুঝিয়ে মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসার সাহস দেখিয়েছিলেন তাঁরা। কারা রয়েছেন তালিকায়? কীভাবেই বা নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে জেগেছিল তাঁদের মনে? রইল...

নিজের সঙ্গে যুঝতে পারেননি সুশান্ত সিং রাজপুত। প্রাথমিক তদন্তে তাঁর মৃত্যু ছিল আত্মহত্যাই, জানিয়েছিল মুম্বই পুলিশ। তবে সুশান্ত একা নন নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন অনেক তারকাই। তবে আনন্দের বিষয় শেষ মুহূর্তে নিজেকে বুঝিয়ে মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসার সাহস দেখিয়েছিলেন তাঁরা। কারা রয়েছেন তালিকায়? কীভাবেই বা নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে জেগেছিল তাঁদের মনে? রইল...

1 / 7
তালিকায় প্রথমেই সুপারস্টার মিঠুন চক্রবর্তী। কেরিয়ার শুরুতেই নিজেকে শেষ করে দেওয়ার কথা নাকি ভেবেছিলে তিনি। এক সাক্ষাৎকারে এমনই স্বীকারোক্তি তাঁর। তিনি যোগ করেন, "আমার শুধু মনে হত যা করতে চাইছি তা কিছুতেই করতে পারব না। শুধু মনে হত নিজেকে শেষ করে দিই। ওদিকে আবার কলকাতায় যে ফিরে যাব সে সুযোগও আমার কাছে ছিল না"।

তালিকায় প্রথমেই সুপারস্টার মিঠুন চক্রবর্তী। কেরিয়ার শুরুতেই নিজেকে শেষ করে দেওয়ার কথা নাকি ভেবেছিলে তিনি। এক সাক্ষাৎকারে এমনই স্বীকারোক্তি তাঁর। তিনি যোগ করেন, "আমার শুধু মনে হত যা করতে চাইছি তা কিছুতেই করতে পারব না। শুধু মনে হত নিজেকে শেষ করে দিই। ওদিকে আবার কলকাতায় যে ফিরে যাব সে সুযোগও আমার কাছে ছিল না"।

2 / 7
নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা বারবার মাথায় আসত ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী ও বিগবস বিজেতা রুমিনা দিলায়েকরও। সেই ভয়ঙ্কর সময়ের কথা তুলে ধরে রুবিনা বলেছিলেন, "জীবনে একটা একটা সময় আসে যখন বুঝতেই পারতা যায় না কী হচ্ছে। এত প্রশ্ন কিন্তু আমার কাছে কোনও উত্তর ছিল না। শুধু মনে হত, আমি এত অসহ্য কেন? কেন আমার পাশে কেউ নেই? আসলে মানসিক অবসাদ নিয়ে কেউ তো কোনওদিন সে ভাবে উচ্চবাচ্য করেনি।" তবে যোগাভ্যাসের দ্বারা সেই সময় কাটিয়ে উঠতে পেরেছিলেন রুবিনা।

নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা বারবার মাথায় আসত ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী ও বিগবস বিজেতা রুমিনা দিলায়েকরও। সেই ভয়ঙ্কর সময়ের কথা তুলে ধরে রুবিনা বলেছিলেন, "জীবনে একটা একটা সময় আসে যখন বুঝতেই পারতা যায় না কী হচ্ছে। এত প্রশ্ন কিন্তু আমার কাছে কোনও উত্তর ছিল না। শুধু মনে হত, আমি এত অসহ্য কেন? কেন আমার পাশে কেউ নেই? আসলে মানসিক অবসাদ নিয়ে কেউ তো কোনওদিন সে ভাবে উচ্চবাচ্য করেনি।" তবে যোগাভ্যাসের দ্বারা সেই সময় কাটিয়ে উঠতে পেরেছিলেন রুবিনা।

3 / 7
শুধু রুবিনাই বা কেন, বাঁচতে চাইতে না 'জার্সি' ছবি খ্যাত ম্রুণাল ঠাকুরও। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার চিন্তা মাথায় ঘুরত তাঁর। সাক্ষাৎকারে তিনি বলেন, "মনে হত ২৩-এর মধ্যেই বিয়ে হয়ে যাবে আমার। বাচ্চা হয়ে যাবে। আমি তা চাইনি। আমি তখন অডিশন দিচ্ছিলাম। নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছিলাম। লোকাল ট্রেনে করে যাতায়াত করতাম। মাঝেমধ্যেই ট্রেনের দরজার ধার ঘেঁষে দাঁড়িয়ে ভাবতাম ঝাঁপ দিয়ে দিই"।

শুধু রুবিনাই বা কেন, বাঁচতে চাইতে না 'জার্সি' ছবি খ্যাত ম্রুণাল ঠাকুরও। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার চিন্তা মাথায় ঘুরত তাঁর। সাক্ষাৎকারে তিনি বলেন, "মনে হত ২৩-এর মধ্যেই বিয়ে হয়ে যাবে আমার। বাচ্চা হয়ে যাবে। আমি তা চাইনি। আমি তখন অডিশন দিচ্ছিলাম। নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছিলাম। লোকাল ট্রেনে করে যাতায়াত করতাম। মাঝেমধ্যেই ট্রেনের দরজার ধার ঘেঁষে দাঁড়িয়ে ভাবতাম ঝাঁপ দিয়ে দিই"।

4 / 7
উরফি জাভেদকে নিয়ে এত আলোচনা। এই উরফিও কিন্তু একসময় নিজেকে শেষ করে দিতে চাইতেন। বাড়ি থেকে পালিয়ে অভিনেত্রী হতে এসেছিলে মুম্বইয়ে। কিন্তু কেরিয়ারে সেভাবে প্রতিষ্ঠা পাননি। প্রেমও ব্যর্থ হয়। উরফির কথায়, "জীবনটা পুরো ঘেঁটে গিয়েছিল আমার। কোনও টাকা নেই, নাম-ধাম কিছুই নেই। এখনও যে সব আছে তা নয়। কিন্তু জীবনে আঘাত খেয়েছি যে চলতে শিখে গিয়েছি"।

উরফি জাভেদকে নিয়ে এত আলোচনা। এই উরফিও কিন্তু একসময় নিজেকে শেষ করে দিতে চাইতেন। বাড়ি থেকে পালিয়ে অভিনেত্রী হতে এসেছিলে মুম্বইয়ে। কিন্তু কেরিয়ারে সেভাবে প্রতিষ্ঠা পাননি। প্রেমও ব্যর্থ হয়। উরফির কথায়, "জীবনটা পুরো ঘেঁটে গিয়েছিল আমার। কোনও টাকা নেই, নাম-ধাম কিছুই নেই। এখনও যে সব আছে তা নয়। কিন্তু জীবনে আঘাত খেয়েছি যে চলতে শিখে গিয়েছি"।

5 / 7
আত্মহত্যার চেষ্টা করেছিলেন জ্যাসমিন ভাসিনও। একই কারণ, কেরিয়ার ঠিক মতো চলছিল না বলেই নাকি এমনটা করতে চেয়েছিলেন বলে জানিয়েছিলেন বিগবসের এই প্রতিযোগী। যদিও বর্তমানে তিনি সাফল্যের মুখ দেখেছেন। কেরিয়ারেও বেশ প্রতিষ্ঠা পেয়েছেন জ্যাসমিন।

আত্মহত্যার চেষ্টা করেছিলেন জ্যাসমিন ভাসিনও। একই কারণ, কেরিয়ার ঠিক মতো চলছিল না বলেই নাকি এমনটা করতে চেয়েছিলেন বলে জানিয়েছিলেন বিগবসের এই প্রতিযোগী। যদিও বর্তমানে তিনি সাফল্যের মুখ দেখেছেন। কেরিয়ারেও বেশ প্রতিষ্ঠা পেয়েছেন জ্যাসমিন।

6 / 7
স্বর্ণযুগের অভিনেত্রী আশা পারেখ। তিনিও নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে। আশা পারেখের কথায়, "খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। বাবা-মা'কে হারিয়ে ফেলি। মনে হয়েছিল একা একা কিচ্ছু করতে পারব না। মানসিক অবসাদের মধ্যে চলে যাই। এত মন খারাপ হত, যে শুধু মনে হত এই জীবন রেখে কী লাভ?" ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চিকিৎসকদের সহযোগিতাও নিতে হয় তাঁকে।

স্বর্ণযুগের অভিনেত্রী আশা পারেখ। তিনিও নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে। আশা পারেখের কথায়, "খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। বাবা-মা'কে হারিয়ে ফেলি। মনে হয়েছিল একা একা কিচ্ছু করতে পারব না। মানসিক অবসাদের মধ্যে চলে যাই। এত মন খারাপ হত, যে শুধু মনে হত এই জীবন রেখে কী লাভ?" ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চিকিৎসকদের সহযোগিতাও নিতে হয় তাঁকে।

7 / 7
Follow Us: