AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Money plant Tips: মাসের শেষে পকেটে পুরো ফাঁকা! শুক্রবার মানিপ্ল্যান্টে এই বিশেষ জিনিস দিলে অর্থকষ্ট থাকবে না আর

Vastu Tips: মাসের শেষ হলেই পকেট পুরো ফাঁকা হয়ে যায়! বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলে। শুধু বৃহস্পতিবার নয়, শুক্রবারেও অর্থলাভের একটি বিশেষ দিন। দেবী লক্ষ্মীর অপার আশীর্বাদ পাওয়ার জন্য শুক্রবার এই একটি প্রতিকার মেনে চলতে পারেন। চিরতরে অর্থসমস্যা ঘুচে যেতে পারে। শুক্রবার রীতি অনুযায়ী দেবী লক্ষ্মীর পুজো করার সময় ক্ষীরের মতো সাদা মিষ্টি নিবেদন করা উচিত। এতে বাড়িতে সর্বদা ধন-সম্পদ ও সমৃদ্ধি বজায় থাকবে।

| Updated on: Jul 26, 2024 | 6:14 PM
Share
কথিত আছে, ঘরের মানিপ্ল্যান্ট রাখলে সংসারে সুখ-সমৃদ্ধি ফিরে আসে। শুধু তাই নয়, অর্থ কখনও শেষ হয় না। আর যদি উপরি পাওনা পেতে চান, তাহলে শুক্রবার হল সেই বিশেষ দিন। বাস্তুমতে, শুক্রবার হল অর্থলাভের সেরা দিন। 

কথিত আছে, ঘরের মানিপ্ল্যান্ট রাখলে সংসারে সুখ-সমৃদ্ধি ফিরে আসে। শুধু তাই নয়, অর্থ কখনও শেষ হয় না। আর যদি উপরি পাওনা পেতে চান, তাহলে শুক্রবার হল সেই বিশেষ দিন। বাস্তুমতে, শুক্রবার হল অর্থলাভের সেরা দিন। 

1 / 8
মানিপ্ল্যান্টের সঙ্গে দেবী লক্ষ্মীর সরাসরি যোগাযোগ রয়েছে। মানিপ্ল্যান্ট বাড়িতে থাকলে সেখানে ধনলক্ষ্মীর বাস হয়। শুক্রবার হল দেবী লক্ষ্মীর দিন। শুক্রবার করে মানিপ্ল্যান্টের  সঙ্গে এই প্রতিকার পালন করা উচিত। 

মানিপ্ল্যান্টের সঙ্গে দেবী লক্ষ্মীর সরাসরি যোগাযোগ রয়েছে। মানিপ্ল্যান্ট বাড়িতে থাকলে সেখানে ধনলক্ষ্মীর বাস হয়। শুক্রবার হল দেবী লক্ষ্মীর দিন। শুক্রবার করে মানিপ্ল্যান্টের  সঙ্গে এই প্রতিকার পালন করা উচিত। 

2 / 8
মাসের শেষ হলেই পকেট পুরো ফাঁকা হয়ে যায়! বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলে। শুধু বৃহস্পতিবার নয়, শুক্রবারেও অর্থলাভের একটি বিশেষ দিন। দেবী লক্ষ্মীর অপার আশীর্বাদ পাওয়ার জন্য শুক্রবার এই একটি প্রতিকার মেনে চলতে পারেন। চিরতরে অর্থসমস্যা ঘুচে যেতে পারে। 

মাসের শেষ হলেই পকেট পুরো ফাঁকা হয়ে যায়! বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলে। শুধু বৃহস্পতিবার নয়, শুক্রবারেও অর্থলাভের একটি বিশেষ দিন। দেবী লক্ষ্মীর অপার আশীর্বাদ পাওয়ার জন্য শুক্রবার এই একটি প্রতিকার মেনে চলতে পারেন। চিরতরে অর্থসমস্যা ঘুচে যেতে পারে। 

3 / 8
শুক্রবার শুক্র গ্রহকে শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সম্পদ, বিলাসিতা ও সুখের জন্য শুক্রবার বিশেষ রীতিতে ধনলক্ষ্মীর আরাধনা করতে পারেন। বৃহস্পতিবার ছাড়াও শুক্রবার দেবীলক্ষ্মীর পুজো করার রীতি রয়েছে।

শুক্রবার শুক্র গ্রহকে শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সম্পদ, বিলাসিতা ও সুখের জন্য শুক্রবার বিশেষ রীতিতে ধনলক্ষ্মীর আরাধনা করতে পারেন। বৃহস্পতিবার ছাড়াও শুক্রবার দেবীলক্ষ্মীর পুজো করার রীতি রয়েছে।

4 / 8
শুক্রবার রীতি অনুযায়ী দেবী লক্ষ্মীর পুজো করার সময় ক্ষীরের মতো সাদা মিষ্টি নিবেদন করা উচিত। এতে বাড়িতে সর্বদা ধন-সম্পদ ও সমৃদ্ধি বজায় থাকবে।

শুক্রবার রীতি অনুযায়ী দেবী লক্ষ্মীর পুজো করার সময় ক্ষীরের মতো সাদা মিষ্টি নিবেদন করা উচিত। এতে বাড়িতে সর্বদা ধন-সম্পদ ও সমৃদ্ধি বজায় থাকবে।

5 / 8
শুক্রবার মানিপ্ল্যান্টে কাঁচা দুধ মিশিয়ে জল নিবেদন করুন। তাতে ধনলক্ষ্মী খুব খুশি হন ও প্রচুর ধনসম্পত্তি বর্ষিত হয়। প্রতি শুক্রবার এই প্রতিকারগুলি মেনে চলুন। 

শুক্রবার মানিপ্ল্যান্টে কাঁচা দুধ মিশিয়ে জল নিবেদন করুন। তাতে ধনলক্ষ্মী খুব খুশি হন ও প্রচুর ধনসম্পত্তি বর্ষিত হয়। প্রতি শুক্রবার এই প্রতিকারগুলি মেনে চলুন। 

6 / 8
শুক্রবার মানিপ্ল্যান্টের মূলের চারপাশে একটি লাল রঙের সুতো বেঁধে দিলে দারুণ কার্যকরী হতে পারে। এই প্রতিকারগুলি গ্রহণ করলে ঘরে ইতিবাচক শক্তি ও সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

শুক্রবার মানিপ্ল্যান্টের মূলের চারপাশে একটি লাল রঙের সুতো বেঁধে দিলে দারুণ কার্যকরী হতে পারে। এই প্রতিকারগুলি গ্রহণ করলে ঘরে ইতিবাচক শক্তি ও সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

7 / 8
মানি প্ল্যান্ট বাড়িতে রাখলে দক্ষিণ-পূর্ব দিকে রাখুন। বাড়ির ভিতরে সবুজ বা সাদা রঙের কাঁচের বোতলে মানি প্ল্যান্ট লাগানো ভাল। এমনভাবে গাছ লাগান, মানিপ্ল্যান্টের লতা ও পাতা উপরের দিকে থাকে। সে ব্যাপারে লক্ষ্য রাখা উচিত। 

মানি প্ল্যান্ট বাড়িতে রাখলে দক্ষিণ-পূর্ব দিকে রাখুন। বাড়ির ভিতরে সবুজ বা সাদা রঙের কাঁচের বোতলে মানি প্ল্যান্ট লাগানো ভাল। এমনভাবে গাছ লাগান, মানিপ্ল্যান্টের লতা ও পাতা উপরের দিকে থাকে। সে ব্যাপারে লক্ষ্য রাখা উচিত। 

8 / 8