Vastu Tips for Money: মানি প্ল্যান্টেরও ‘বাপ’! ঘরের এই কোণে রাখলে হুর হুর করে অঢেল অর্থ ঢুকবে চুম্বকের মতো

Vastusashtra: জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে, বহু গাছ রয়েছে, যেগুলির সঙ্গে বিভিন্ন হিন্দু দেবদেবী ও গ্রহের সঙ্গে জড়িয়ে রয়েছে। এই কারণেই রাশিফল থেকে গ্রহের দোষ দূর করতে , দুর্বল গ্রহগুলিকে শক্তি করতে গাছের পুজো ও সেবা করা হয়। লজ্জাবতী গাছ, যে গাছের সঙ্গে আমাদের ছোট্টবেলার একাংশ কেটেছে। মজার গাছ। পাতায় স্পর্শ হলেই নিজে থেকে গুটিয়ে যায়। এই গাছ স্পর্শকাতর হলেও অর্থ আকর্ষণের জন্য সেরা গাছ। শুধু তাই নয়, এই গাছের সঙ্গে শনিদেবের নামও জড়িত।

| Updated on: Jul 01, 2024 | 12:50 PM
মাসের শেষে পকেটে থাকবে অঢেল টাকা। সংসারে সুখের বন্যা বইবে। নিজের ইচ্ছেপূরণের জন্য কারওর কাছে ধার নিতে হবে না। এমন স্বপ্ন বা ইচ্ছা কার না থাকে। কিন্তু বাস্তবের মাটিতে স্বপ্নগুলি ধীরে ধীরে চুরমার হয়ে যায়।

মাসের শেষে পকেটে থাকবে অঢেল টাকা। সংসারে সুখের বন্যা বইবে। নিজের ইচ্ছেপূরণের জন্য কারওর কাছে ধার নিতে হবে না। এমন স্বপ্ন বা ইচ্ছা কার না থাকে। কিন্তু বাস্তবের মাটিতে স্বপ্নগুলি ধীরে ধীরে চুরমার হয়ে যায়।

1 / 10
বাস্তুশাস্ত্র বলছে, বাড়িতে বিশেষ গাছ লাগালে নানা পথ গিয়ে আয় বৃদ্ধি ও টাকা-পয়সা আসবে সংসারে। বাড়ির জন্য শুভ ও অশুভ কিছু উদ্ভিদ রয়েছে, যেগুলি জানা খুবই প্রয়োজন। বাড়িতে ধন-সম্পদ বৃদ্ধির জন্য কোনটি সঠিক গাছ, সেটি আগে থেকে জানা থাকা দরকার।

বাস্তুশাস্ত্র বলছে, বাড়িতে বিশেষ গাছ লাগালে নানা পথ গিয়ে আয় বৃদ্ধি ও টাকা-পয়সা আসবে সংসারে। বাড়ির জন্য শুভ ও অশুভ কিছু উদ্ভিদ রয়েছে, যেগুলি জানা খুবই প্রয়োজন। বাড়িতে ধন-সম্পদ বৃদ্ধির জন্য কোনটি সঠিক গাছ, সেটি আগে থেকে জানা থাকা দরকার।

2 / 10
ফ্ল্যাট বা বাড়ির অন্দরে বা বাইরে সবুজ বা বাহারি গাছ পুঁতলে পরিবেশে সৌন্দর্য ও সতেজতা বৃদ্ধি পায়। মানসিক চাপ দূরে সরে গিয়ে পরিবেশে যুক্ত হয় ইতিবাচক শক্তি। বাড়ির বিভিন্ন গাছ পরিবারের সদস্যদের উপর গভীর প্রভাব ফেলে।

ফ্ল্যাট বা বাড়ির অন্দরে বা বাইরে সবুজ বা বাহারি গাছ পুঁতলে পরিবেশে সৌন্দর্য ও সতেজতা বৃদ্ধি পায়। মানসিক চাপ দূরে সরে গিয়ে পরিবেশে যুক্ত হয় ইতিবাচক শক্তি। বাড়ির বিভিন্ন গাছ পরিবারের সদস্যদের উপর গভীর প্রভাব ফেলে।

3 / 10
জ্যোতিষ  ও বাস্তুশাস্ত্র মতে, বহু গাছ রয়েছে, যেগুলির সঙ্গে বিভিন্ন হিন্দু দেবদেবী ও গ্রহের সঙ্গে জড়িয়ে রয়েছে। এই কারণেই রাশিফল থেকে গ্রহের দোষ দূর করতে , দুর্বল গ্রহগুলিকে শক্তি করতে গাছের পুজো ও সেবা করা হয়।

জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে, বহু গাছ রয়েছে, যেগুলির সঙ্গে বিভিন্ন হিন্দু দেবদেবী ও গ্রহের সঙ্গে জড়িয়ে রয়েছে। এই কারণেই রাশিফল থেকে গ্রহের দোষ দূর করতে , দুর্বল গ্রহগুলিকে শক্তি করতে গাছের পুজো ও সেবা করা হয়।

4 / 10
লজ্জাবতী গাছ, যে গাছের সঙ্গে আমাদের ছোট্টবেলার একাংশ কেটেছে। মজার গাছ। পাতায় স্পর্শ হলেই নিজে থেকে গুটিয়ে যায়। এই গাছ স্পর্শকাতর হলেও অর্থ আকর্ষণের জন্য সেরা গাছ। শুধু তাই নয়, এই গাছের সঙ্গে শনিদেবের নামও জড়িত।

লজ্জাবতী গাছ, যে গাছের সঙ্গে আমাদের ছোট্টবেলার একাংশ কেটেছে। মজার গাছ। পাতায় স্পর্শ হলেই নিজে থেকে গুটিয়ে যায়। এই গাছ স্পর্শকাতর হলেও অর্থ আকর্ষণের জন্য সেরা গাছ। শুধু তাই নয়, এই গাছের সঙ্গে শনিদেবের নামও জড়িত।

5 / 10
বাড়িতে শমী বা লজ্জাবতী গাছ থাকলে শনিদেব স্বয়ং আশীর্বাদ বর্ষণ করেন। ধনসম্পদের পাহাড়ে বসে থাকেন পরিবারের সদস্যরা। বাস্তুশাস্ত্রকে শমীকে অত্যন্ত শুভ গাছ বলে মনে করা হয়। মনে করা হয়, যে বাড়িতে শমী গাছ বা চারা গাছ থাকে , তাদের কখনও অর্থ ও অন্নের অভাব ঘটে না। উন্নতির শিখরে থাকেন সকলে। সম্মান ও সুনাম রটে চারিদিকে।

বাড়িতে শমী বা লজ্জাবতী গাছ থাকলে শনিদেব স্বয়ং আশীর্বাদ বর্ষণ করেন। ধনসম্পদের পাহাড়ে বসে থাকেন পরিবারের সদস্যরা। বাস্তুশাস্ত্রকে শমীকে অত্যন্ত শুভ গাছ বলে মনে করা হয়। মনে করা হয়, যে বাড়িতে শমী গাছ বা চারা গাছ থাকে , তাদের কখনও অর্থ ও অন্নের অভাব ঘটে না। উন্নতির শিখরে থাকেন সকলে। সম্মান ও সুনাম রটে চারিদিকে।

6 / 10
বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে শমী গাছ লাগালে ভাগ্যের পরিবর্তন হয়। শনির কৃপা একজন দরিদ্র ব্যক্তিও কোটিপতি হয়ে থাকেন। আবার শনির কুদৃষ্টিতে একজন ধনকুবেরও কাঙালে পরিণত হতে পারেন। তাই শনির আশীর্বাদ পেতে বাড়িতে শমী গাছ লাগানো খুব দরকার।

বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে শমী গাছ লাগালে ভাগ্যের পরিবর্তন হয়। শনির কৃপা একজন দরিদ্র ব্যক্তিও কোটিপতি হয়ে থাকেন। আবার শনির কুদৃষ্টিতে একজন ধনকুবেরও কাঙালে পরিণত হতে পারেন। তাই শনির আশীর্বাদ পেতে বাড়িতে শমী গাছ লাগানো খুব দরকার।

7 / 10
যে রাশির জাতকদের উপর শনিরা সাড়ে সাতি বা ধাইয়ার দশা প্রভাব রয়েছে, সেই সব জাতকদের বাড়িতে অবশ্যই শমীগাছ পুঁততে পারেন। শনিবার শমীর চারা গাছ লাগাতে পারেন। কোথায় লাগাবেন? ঘরে শমী গাথ রাখলে , সবচেয়ে উপযুক্ত জায়গা হল বাড়ির প্রধান দরজা বা প্রবেশ দ্বার। শমীগাছ এমনভাবে লাগাতে হবে, যাতে বাড়ি থেকে বের হওয়ার সময় এই গাছটি আপনার ডান পাশে থাকে।

যে রাশির জাতকদের উপর শনিরা সাড়ে সাতি বা ধাইয়ার দশা প্রভাব রয়েছে, সেই সব জাতকদের বাড়িতে অবশ্যই শমীগাছ পুঁততে পারেন। শনিবার শমীর চারা গাছ লাগাতে পারেন। কোথায় লাগাবেন? ঘরে শমী গাথ রাখলে , সবচেয়ে উপযুক্ত জায়গা হল বাড়ির প্রধান দরজা বা প্রবেশ দ্বার। শমীগাছ এমনভাবে লাগাতে হবে, যাতে বাড়ি থেকে বের হওয়ার সময় এই গাছটি আপনার ডান পাশে থাকে।

8 / 10
এছাড়া বাড়ির ছাদে, বারান্দায়, বাড়ির দক্ষিণদিকে, পূর্ব বা উত্তর-পূর্ব কোণেও শমী গাছ লাগানো যেতে পারে। প্রতিদিন শমীগাছের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সন্ধ্যের সময় শমী গাছের কাছে সরিষের তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো করতে পারেন। হাতেনাতে ফল পেতে পারেন।

এছাড়া বাড়ির ছাদে, বারান্দায়, বাড়ির দক্ষিণদিকে, পূর্ব বা উত্তর-পূর্ব কোণেও শমী গাছ লাগানো যেতে পারে। প্রতিদিন শমীগাছের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সন্ধ্যের সময় শমী গাছের কাছে সরিষের তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো করতে পারেন। হাতেনাতে ফল পেতে পারেন।

9 / 10
শমী গাছ লাগালে শনিদেব প্রসন্ন হন দ্রুত। সমস্ত ঝামেলা দূর করে দেবেন নিমেষের মধ্যে। এছাড়াও শমী গাছ লাগালে দেবী লক্ষ্মীও প্রসন্ন হন। তুষ্ট হয়ে প্রচুর ধন দান করতে পারেন তিনি। ঘরে শমী গাছ লাগিয়ে প্রতিদিন পুজো করলে অর্থের অভাব হয় না। চুম্বকের মতো অর্থকে আকর্ষণ করে ও ঘরে সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা দান করে।

শমী গাছ লাগালে শনিদেব প্রসন্ন হন দ্রুত। সমস্ত ঝামেলা দূর করে দেবেন নিমেষের মধ্যে। এছাড়াও শমী গাছ লাগালে দেবী লক্ষ্মীও প্রসন্ন হন। তুষ্ট হয়ে প্রচুর ধন দান করতে পারেন তিনি। ঘরে শমী গাছ লাগিয়ে প্রতিদিন পুজো করলে অর্থের অভাব হয় না। চুম্বকের মতো অর্থকে আকর্ষণ করে ও ঘরে সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা দান করে।

10 / 10
Follow Us:
আপনার ই-মেলের পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলে কী হবে ভাবুন তো
আপনার ই-মেলের পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলে কী হবে ভাবুন তো
সোশ্যাল মিডিয়ায় তাঁর স্তন ক্যানসারের খবর জানিয়েছিলেন অভিনেত্রী হিনা
সোশ্যাল মিডিয়ায় তাঁর স্তন ক্যানসারের খবর জানিয়েছিলেন অভিনেত্রী হিনা
ব্যাঙ্কিংয়ে মহাবিপদ, অ্যাকাউন্টে ‘আশঙ্কা’
ব্যাঙ্কিংয়ে মহাবিপদ, অ্যাকাউন্টে ‘আশঙ্কা’
রাত বিরেতে হাতে লাঠি নিয়ে অভিনেতা ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়,
রাত বিরেতে হাতে লাঠি নিয়ে অভিনেতা ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়,
বেহাল জনপদ, জবরদখল শহর! দায় কার? কী হবে হকারদের ভবিষ্যৎ?
বেহাল জনপদ, জবরদখল শহর! দায় কার? কী হবে হকারদের ভবিষ্যৎ?
লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?
দুয়ারে নতুন মহামারি, চিন্তা বাড়ছে, সাবধান হোন আজই!
দুয়ারে নতুন মহামারি, চিন্তা বাড়ছে, সাবধান হোন আজই!
গণধোলাইয়ের সুযোগ পেলে হাত গরম করতে কেউই বাদ যাচ্ছেন না আজকাল
গণধোলাইয়ের সুযোগ পেলে হাত গরম করতে কেউই বাদ যাচ্ছেন না আজকাল