Multani Mitti Mask: গরমে-ঘামে দ্রুত চটচটে হয়ে যাচ্ছে চুল? মুখে নয়, মুশকিল আসান হবে সেরার সেরা হেয়ার মাস্কেই

Hair Care Routine: মুলতানি মাটির মাস্ক শুধু মুখের ত্বকের সৌন্দর্যকে যত্ন করতে ব্যবহার করা হয়, তা একেবারে ভুল। চুলের জন্যও দারুণ উপকারী। মুখের তেল ও ময়লা নির্মূল করতে যেমন মুলতানির কোনও বিকল্প নেই, তেমনি মাথার ত্বকে জমে থাকা ময়লা ও তেল দূর করতেও মুলতানি হেয়ার মাস্ক ব্যবহার করা যেতে পারে। গরমে যদি প্রতিদিন চুল তেল চিটচিট হয়ে যায়, তাহলে এই মাস্ক আপনার জন্য শ্রেষ্ঠ উপায়। 

| Updated on: Jun 26, 2024 | 4:46 PM
চড়া রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল ছোট থেকে বড়, সকলেই। বর্ষার আগমনে আবহাওয়ার খামখেয়ালিতে স্বাস্থ্যে যেমন সমস্যা দেখা যায়, তেমনি সৌন্দর্যের উপরেও পড়ে যায় দাগ। সৌন্দর্ শুধু মুখের মধ্যে লুকিয়ে থাকে না, চুলের সৌন্দর্যের উপরও প্রভাব পড়ে। 

চড়া রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল ছোট থেকে বড়, সকলেই। বর্ষার আগমনে আবহাওয়ার খামখেয়ালিতে স্বাস্থ্যে যেমন সমস্যা দেখা যায়, তেমনি সৌন্দর্যের উপরেও পড়ে যায় দাগ। সৌন্দর্ শুধু মুখের মধ্যে লুকিয়ে থাকে না, চুলের সৌন্দর্যের উপরও প্রভাব পড়ে। 

1 / 8
গরম থেকে রক্ষা পেতে ও চুলের সৌন্দর্য বজায় রাখতে নামী-দামি বহু পণ্যের উপর নির্ভর করে থাকি আমরা। কিন্তু সবকিছুর সেরার সেরা হল ঘরোয়া টোটকা। গরমের সময় চুল তৈলাক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। নামী-দামি পণ্য ব্যবহার করে অনেকসময়ই সমস্যাগুলি কাটে না। তাই সমস্যা না মিটে, আরও বেড়ে যায়।

গরম থেকে রক্ষা পেতে ও চুলের সৌন্দর্য বজায় রাখতে নামী-দামি বহু পণ্যের উপর নির্ভর করে থাকি আমরা। কিন্তু সবকিছুর সেরার সেরা হল ঘরোয়া টোটকা। গরমের সময় চুল তৈলাক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। নামী-দামি পণ্য ব্যবহার করে অনেকসময়ই সমস্যাগুলি কাটে না। তাই সমস্যা না মিটে, আরও বেড়ে যায়।

2 / 8
ভ্যাপসা ও অতিরিক্ত গরমে তৈলাক্ত বা চটচটে চুল নিয়ে নাজেহাল হলে ঘরোয়া ও সহজ একটি টোটকা রয়েছে, যা আপনার সব সমস্যার সমাধান করতে সক্ষম হবে। খুব সহজে নিজের সময়কে বাঁচিয়ে চুলের যত্ন নিতে পারবেন আপনি। বাজারচলতি রাসায়নিক পণ্য ব্যবহার না করে এই টিপস মেনে চলতে পারেন। 

ভ্যাপসা ও অতিরিক্ত গরমে তৈলাক্ত বা চটচটে চুল নিয়ে নাজেহাল হলে ঘরোয়া ও সহজ একটি টোটকা রয়েছে, যা আপনার সব সমস্যার সমাধান করতে সক্ষম হবে। খুব সহজে নিজের সময়কে বাঁচিয়ে চুলের যত্ন নিতে পারবেন আপনি। বাজারচলতি রাসায়নিক পণ্য ব্যবহার না করে এই টিপস মেনে চলতে পারেন। 

3 / 8
মুলতানি মাটির মাস্ক শুধু মুখের ত্বকের সৌন্দর্যকে যত্ন করতে ব্যবহার করা হয়, তা একেবারে ভুল। চুলের জন্যও দারুণ উপকারী। মুখের তেল ও ময়লা নির্মূল করতে যেমন মুলতানির কোনও বিকল্প নেই, তেমনি মাথার ত্বকে জমে থাকা ময়লা ও তেল দূর করতেও মুলতানি হেয়ার মাস্ক ব্যবহার করা যেতে পারে। গরমে যদি প্রতিদিন চুল তেল চিটচিট হয়ে যায়, তাহলে এই মাস্ক আপনার জন্য শ্রেষ্ঠ উপায়। 

মুলতানি মাটির মাস্ক শুধু মুখের ত্বকের সৌন্দর্যকে যত্ন করতে ব্যবহার করা হয়, তা একেবারে ভুল। চুলের জন্যও দারুণ উপকারী। মুখের তেল ও ময়লা নির্মূল করতে যেমন মুলতানির কোনও বিকল্প নেই, তেমনি মাথার ত্বকে জমে থাকা ময়লা ও তেল দূর করতেও মুলতানি হেয়ার মাস্ক ব্যবহার করা যেতে পারে। গরমে যদি প্রতিদিন চুল তেল চিটচিট হয়ে যায়, তাহলে এই মাস্ক আপনার জন্য শ্রেষ্ঠ উপায়। 

4 / 8
কীভাবে করবেন?  ৪ চামচ মুলতানি মাটি, ২ চা চামচ রীঠা পাউডার, ৩ চা চামচ দই, ২ চা চামচ গোলাপ জল, প্রয়োজনমতো জল নিন। একটি বাটিতে জলের মধ্যে মুলতানি মাটি, রীঠা পাউডার ও গোলাপ জল মিশিয়ে এক ঘণ্টার মতো ভিজিয়ে রাখুন। সময় হয়ে গেলে তাতে দই মিশিয়ে ভাল করে হেয়ার মাস্ক তৈরি করুন। 

কীভাবে করবেন?  ৪ চামচ মুলতানি মাটি, ২ চা চামচ রীঠা পাউডার, ৩ চা চামচ দই, ২ চা চামচ গোলাপ জল, প্রয়োজনমতো জল নিন। একটি বাটিতে জলের মধ্যে মুলতানি মাটি, রীঠা পাউডার ও গোলাপ জল মিশিয়ে এক ঘণ্টার মতো ভিজিয়ে রাখুন। সময় হয়ে গেলে তাতে দই মিশিয়ে ভাল করে হেয়ার মাস্ক তৈরি করুন। 

5 / 8
অতিরিক্ত গরমে চুলের বাজে বারোটা। ভ্যাপসা গরমে শ্যাম্পুর করার পরের দিনই চটচট হয়ে যায় চুল।তৈলাক্ত চুলের জন্য বাড়িতেই এই হেয়ার মাস্ক তৈরি করুন। এই হেয়ার মাস্ক চুলে ব্যবহার করে প্রায় ২৫ থেকে ৩০ মিনিটের জন্য রেখে দিন। এরপর সময় হলে চুল ধুয়ে ফেলুন। 

অতিরিক্ত গরমে চুলের বাজে বারোটা। ভ্যাপসা গরমে শ্যাম্পুর করার পরের দিনই চটচট হয়ে যায় চুল।তৈলাক্ত চুলের জন্য বাড়িতেই এই হেয়ার মাস্ক তৈরি করুন। এই হেয়ার মাস্ক চুলে ব্যবহার করে প্রায় ২৫ থেকে ৩০ মিনিটের জন্য রেখে দিন। এরপর সময় হলে চুল ধুয়ে ফেলুন। 

6 / 8
তৈলাক্ত চুলের জন্য মুলতানি মাটির হেয়ার মাস্ক খুবই উপকারী। এতে মাথার ত্বক থেকে তেল পরিষ্কার হয় দ্রুত। এছাড়াও, এই হেয়ার মাস্কে দই ব্যবহার করায় চুলে প্রয়োজনীয় আর্দ্রতা সরবরাহ করতে সাহায্য করে ও পুষ্টি জোগাতেও সাহায্য করে। চুলের বৃদ্ধি জন্যই রিঠা বেশ উপকারী। এই হেয়ার মাস্ক তৈলাক্ত চুলের জন্য মোক্ষম ওষুধের মতো কাজ করে।

তৈলাক্ত চুলের জন্য মুলতানি মাটির হেয়ার মাস্ক খুবই উপকারী। এতে মাথার ত্বক থেকে তেল পরিষ্কার হয় দ্রুত। এছাড়াও, এই হেয়ার মাস্কে দই ব্যবহার করায় চুলে প্রয়োজনীয় আর্দ্রতা সরবরাহ করতে সাহায্য করে ও পুষ্টি জোগাতেও সাহায্য করে। চুলের বৃদ্ধি জন্যই রিঠা বেশ উপকারী। এই হেয়ার মাস্ক তৈলাক্ত চুলের জন্য মোক্ষম ওষুধের মতো কাজ করে।

7 / 8
গরমের সময় চুলের স্বাস্থ্য স্বাভাবিক ও সুস্থ রাখার জন্য এই হেয়ার মাস্ক দুরন্ত। তবে মাথায় রাখবেন এই হেয়ার মাস্ক তৈরি করার সময় জলের মাত্রার দিকে নজর দিতে হবে। খুব বেশি জল দেওয়া হলে মাস্কটাই নষ্ট হয়ে যাবে। চুল থেকে ফোঁটা ফোঁটা আকার পড়তে থাকবে। চুলের দৈর্ঘ্য অনুযায়ী মাস্ক তৈরি করা উচিত। চুল বেশি শুষ্ক হলে এই হেয়ার মাস্কে অল্প মাত্রায় নারকেল তেল মিশিয়ে নিতে পারেন। 

গরমের সময় চুলের স্বাস্থ্য স্বাভাবিক ও সুস্থ রাখার জন্য এই হেয়ার মাস্ক দুরন্ত। তবে মাথায় রাখবেন এই হেয়ার মাস্ক তৈরি করার সময় জলের মাত্রার দিকে নজর দিতে হবে। খুব বেশি জল দেওয়া হলে মাস্কটাই নষ্ট হয়ে যাবে। চুল থেকে ফোঁটা ফোঁটা আকার পড়তে থাকবে। চুলের দৈর্ঘ্য অনুযায়ী মাস্ক তৈরি করা উচিত। চুল বেশি শুষ্ক হলে এই হেয়ার মাস্কে অল্প মাত্রায় নারকেল তেল মিশিয়ে নিতে পারেন। 

8 / 8
Follow Us: