৩১ বছরে পড়লেন অভিনেত্রী নিয়া শর্মা। গত ১৭ সেপ্টেম্বর ছিল তাঁর জন্মদিন। নিয়ার জন্মদিনের পার্টিতে বসেছিল চাঁদের হাট। হাজির ছিলেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। কেমন কাটল নিয়ার জন্মদিন? দেখে নিন ছবিতে
নিয়ার ভাল বন্ধু ঋত্বিক ধনজানি। জন্মদিনে হাজির ছিলেন তিনি।
দেখা গেল নেহা বিজলানিকেও। গোলাপি পোশাকে নিয়া ছিলেন উজ্জ্বল।
নিয়ার কেক-কাটিং ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
নিয়ার কেক চিরকালই টক অব দ্য টাউন। গত বছর অদ্ভুত সদৃশ এক কেক কেটে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবারের বোমের মতো দেখতে এক কেক কাটলেন তিনি।
সেলফি, পাউট আর খাওয়া দাওয়ায় জমে গেল অভিনেত্রীর জন্মদিন।