Bangla News » Photo gallery » Not to parents, priyanka was brought up and nurtured by her maternal grand mother misses her every moment of life
Priyanka Chopra: নিজের বাবা-মা নয়, এক অন্য ব্যক্তি ছোটবেলায় বড় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়াকে, সত্যি কথা জানালেন অভিনেত্রী
Priyanka Chopra-Childhood Secrets: বাবা-মা ছুটে বেড়াতেন কেরিয়ারে পিছনে। এই মানুষটিই আগলে রাখতেন একরত্তি প্রিয়াঙ্কাকে।
Apr 12, 2022 | 1:53 PM
মায়ের মাকে হিন্দিভাষীরা 'নানি' নামে সম্বোধন করেন। সেই নানি অনেকটা জীবন জুড়ে প্রিয়াঙ্কা চোপড়ার।
আজ (১২ এপ্রিল) প্রিয়াঙ্কার নানির জন্মদিন। প্রিয়াঙ্কার জীবনে নানির অবদান অনেকটাই।
প্রিয় নানির জন্মদিনে নিজের জীবনের সম্পর্কে অজানা সত্যি সামনে এনেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
বাবা-মায়ের কাছে মানুষ হননি প্রিয়াঙ্কা। তাঁকে বড় করেছেন তাঁর নানি।
প্রিয়াঙ্কা বলেছেন, কেরিয়ারের জন্য ব্যস্ত থাকতেন তাঁর বাবা-মা। ছোট্ট মেয়েটাকে সে সময় আগলে রাখতেন এই বয়স্ক মানুষটাই।
কেবল নানি নন, মামার বাড়ির আরও অনেকেরই অবদান আছে প্রিয়াঙ্কার শৈশবে। তাঁদের সকলের প্রতি ঋণ স্বীকার করেছেন প্রিয়াঙ্কা।
এখন নানিকে জীবনের প্রতি মুহূর্তে মিস করেন অভিনেত্রী।