Bollywood Gossips: অক্ষয়ের সঙ্গে বিয়ের আগে টুইঙ্কলকে থাপ্পড় মারতে গিয়েছিলেন আমির; কী এমন ঘটেছিল?

Twinkle-Amir-Mela: 'মেলা' ছবির শুটিংয়ের সময় ঘটে এই ঘটনা। সবার সামনে কি অভিযোগ স্বীকার করেছিলেন আমির?

| Edited By: | Updated on: Dec 30, 2022 | 9:16 AM
২০০০ সালে মুক্তি পায় আমির খান এবং টুইঙ্কল খান্না অভিনীত ছবি 'মেলা'। সেই সময় অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন টুইঙ্কল। অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে বিয়েও তাঁর হয়নি তখন।

২০০০ সালে মুক্তি পায় আমির খান এবং টুইঙ্কল খান্না অভিনীত ছবি 'মেলা'। সেই সময় অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন টুইঙ্কল। অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে বিয়েও তাঁর হয়নি তখন।

1 / 6
সেই 'মেলা'র সেটে নাকি টুইঙ্কলকে টেনে একটা থাপ্পড় মারতে গিয়েছিলেন আমির। কারণ জানলে অবাক হবেন।

সেই 'মেলা'র সেটে নাকি টুইঙ্কলকে টেনে একটা থাপ্পড় মারতে গিয়েছিলেন আমির। কারণ জানলে অবাক হবেন।

2 / 6
'মেলা' একটি রোম্যান্টিক ছবি। তাতে নায়ক-নায়িকা আমির-টুইঙ্কল। আউটডোরে গিয়েছিলেন তাঁরা। টুইঙ্কল ছিলেন খানিক অন্যমনস্ক।

'মেলা' একটি রোম্যান্টিক ছবি। তাতে নায়ক-নায়িকা আমির-টুইঙ্কল। আউটডোরে গিয়েছিলেন তাঁরা। টুইঙ্কল ছিলেন খানিক অন্যমনস্ক।

3 / 6
তাঁর অন্যমনস্ক হওয়ার কারণ টুইঙ্কলকে জিজ্ঞেস করেন আমির। টুইঙ্কল জানান অক্ষয়ের কথাই।

তাঁর অন্যমনস্ক হওয়ার কারণ টুইঙ্কলকে জিজ্ঞেস করেন আমির। টুইঙ্কল জানান অক্ষয়ের কথাই।

4 / 6
তিনি বলেন, "আমি অক্ষয়ের কথা ভাবছি। তাই একটু অন্য দিকে মন চলে গিয়েছিল।"

তিনি বলেন, "আমি অক্ষয়ের কথা ভাবছি। তাই একটু অন্য দিকে মন চলে গিয়েছিল।"

5 / 6
একটি অনুষ্ঠানে এসে করণ জোহরকে টুইঙ্কল জানিয়েছিলেন, এই কথা জানার পর নাকি তাঁকে সপাটে একটি থাপ্পড় মারতে গিয়েছিলেন আমির। যদিও মজার ছলে করা এই অভিযোগ কিছুতেই স্বীকার করতে চাননি আমির।

একটি অনুষ্ঠানে এসে করণ জোহরকে টুইঙ্কল জানিয়েছিলেন, এই কথা জানার পর নাকি তাঁকে সপাটে একটি থাপ্পড় মারতে গিয়েছিলেন আমির। যদিও মজার ছলে করা এই অভিযোগ কিছুতেই স্বীকার করতে চাননি আমির।

6 / 6
Follow Us: