দীপিকা পাড়ুকোন বর্তমানে একপ্রকার চুটিয়ে সংসার করছেন রণবীর সিং-এর সঙ্গে। তবে একটা সময় ছিল যখন, রণবীর কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা ছিল তুঙ্গে।
1 / 6
কেবল জল্পনাই নয়, প্রকাশ্যে বারে বারে তাঁদের একে অপরের সঙ্গে দেখা গিয়েছে টিনসেল টাউনে। একে অন্যের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন তাঁরা। টানা সাত বছর তবে হঠাৎই ঘটে ছন্দপতন।
2 / 6
দীপিকা পাড়ুকোন মুখ খোলেন তাঁদের সম্পর্কে বিচ্ছেদ নিয়ে। বিচ্ছেদের কারণ হিসেবে তিনি স্পষ্ট রণবীরকে প্রতারক বলে কটাক্ষ করতে ছাড়েন না। রীতিমত অবসাদে এই সময় ডুবেছিলেন দীপিকা পাড়ুকোন।
3 / 6
জানিয়েছিলেন সম্পর্কের উপর থেকে তাঁর বিশ্বাস উঠে গিয়েছে। তবে লোকের কথা শুনে নয়, রীতিমতো হাতে-নাতে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রণবীরকে ধরেছিলেন দীপিকা পাড়ুকোন।
4 / 6
দীপিকার কথায় এই ঘটনায় তাঁকে এ সম্পর্ক থেকে ধীরে ধীরে ধীরে সরে যেতে সাহায্য করেছিল। তারপর দীর্ঘদিন তাঁদের কোন কথা ছিল না, একে অপরের মুখও দেখতেন না তাঁরা।
5 / 6
দু'বছরের বিরতির পর অবশেষে দীপিকার জীবনে আসেন রণবীর সিং। তারপর থেকে সবটাই স্বাভাবিক হয়ে যায়। রণবীরের সঙ্গেও এখন ভাল সম্পর্ক দীপিকার। একসঙ্গে মাঝে মধ্যেই দেখা যায় তাঁদের।